| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সায়েন্স গ্র্যাজুয়েটরা যখন কোন এমবিএ ভর্তি পরীক্ষার ভাইভা দিতে যায় তখন তারা একটা প্রশ্নের সম্মুখীন হবেই। সেটা হল "আপনি সায়েন্সে পড়ে এমবিএ করতে চান কেন?" কে কি উত্তর দেয় তা জানিনা তবে এটা খেয়াল করেছি যে বিভিন্ন বিজ্নেস স্কুল এর এমবিএ প্রোগ্রামে সায়েন্স গ্র্যাজুয়েট করা শিক্ষার্থীর সংখ্যা মোটেও কম না। কয়েক জায়গায় তারাই সংখ্যাগরিষ্ঠ এমন ও শুনেছি। এমন কোন ভাইয়া বা আপু যিনি সায়েন্স গ্র্যাজুয়েট কিন্তু পরে এমবিএ করেছেন তিনি যদি এ ব্যাপারে একটা পোস্ট লিখতেন তাহলে খুব ভালো হত। পোস্টে যেসব তথ্য থাকতে পারেঃ
১. সায়েন্স গ্র্যাজুয়েট করা শিক্ষার্থীরা কেন এমবিএ করবে?
২. সায়েন্স গ্র্যাজুয়েট করা শিক্ষার্থীদের এমবিএ করার পর তাদের গতানুগতিক ক্যারিয়ার থেকে তারা কি বেশি আশা করতে পারে?
৩. ভালো বিজ্নেস স্কুলগুলোতে ভর্তি হতে সায়েন্স গ্র্যাজুয়েট করা শিক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নেয়া উচিৎ?
ইত্যাদি......
©somewhere in net ltd.