| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্র তলদেশে এক টুকরো ঝিনুক খোসা;
তার দেখা হয়নি কখনো সূর্যকে,
ছুঁয়ে দেখা হয়নি বয়ে যাওয়া মলয়,
স্বাদ পায়নি সে ষড়ভুজাকার তুষারের।
তবে কি ফেলে দিবে তাকে বাতিলের খাতায়?
নাম কেটে দিবে অনভিজ্ঞতার অভিযোগে?
এমনকি থাকবে না সে অতিরিক্ত তালিকায়?
সবসময় ভেসে থাকে না সেরা খেলোয়ারটা,
ভেসে থাকাই যে সবচেয়ে কঠিন কাজ নয়;
যদি ডুবে গিয়ে নিচে নেমে দেখ-
ঝিনুকটা শুধু স্থির থাকার জন্য সহ্য করছে
বিশাল জলরাশির অসীম চাপ,
ভেঙ্গে যাচ্ছে না তবুও
হাসিমুখে গড়ে আছে নিজের বাসা।
২|
১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৯
কাইকর বলেছেন: সুন্দর কবিতা
৩|
১৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
খুবই সুন্দর বিশ্লেষণ! কবিতায় জীবনবোধ জড়িয়ে আছে!
৪|
১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
৫|
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৩
চঞ্চল হরিণী বলেছেন: চাপ সহ্য করে টিকে থাকার লড়াই যে করে তাঁকে বাতিলের খাতায় ফেলে দেয়ার এখতিয়ার কারো নেই। অভিজ্ঞতা তাঁর অনন্য। জীবনের মূল তালিকাতেই তাঁর নাম থাকবে, অতিরিক্ত তালিকায় নয়।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৭
ল বলেছেন: অসাধারণ