![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উনারা আমার ধর্ম দেখেন কেন ? আমার কর্ম দেখেন । আমার শিক্ষা দেখেন । আমার পরিবার দেখেন । আমার স্বভাব চরিত্র দেখেন । আমার দেশপ্রেম দেখেন । আমি দেশের জন্য কিছু করতে পারি কিনা সেইটা দেখেন । আমার যে কোন একটা যোগ্যতা(ধর্ম) কম থাকার কারনে আমি এই দেশের জন্য যুদ্ধ করতে পারবো না, দেশের জন্য প্রানও দিতেও পারবো না, দেশের জন্য কোন আন্দোলনেও অংশ গ্রহন করতে পারবো না, ১৯৭১ সালে দেশের মানুষের উপর জুলুম, অত্যাচার, নিযর্াতন হয়েছিলো তার বিচার চাওয়ার অধিকারও আমি হারিয়ে ফেলবো । কোন যুক্তিতে এবং কি কি কারনে আমি এই সব অধিকার থেকে বঞ্চিত হলাম কেউ কি বলতে পারবেন ? শুধু মাত্র একটা যোগ্যতার অভাবে আমার প্রতিবাদ করার অধিকার সত্যিই কি আমি চীর জীবনের জন্য হাড়িয়ে ফেললাম । শুধু মাত্র একটা যোগ্যতা না থাকার কারনে আমার জীবনের সব অর্জন ধুলায় মিশে গেল ?
দূঃখ করা ছাড়া আমার কি কিছুই করার নাই ?
২| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৩
দিশার বলেছেন: এইগুলা হলো ধর্ম নিয়ে যারা বেবসায় লিপ্ত তাদের ভন্ডামি।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৬
আলুমিয়া বলেছেন: দুঃখ করবেন কেন? এই বদমায়েস মহিলার কথায় কি দেশ প্রেম মিথ্যা হয়ে যাবে নাকি? ঐ বদমায়েশ মহিলাটাকে শিক্ষিত না হওয়া পর্যন্ত আমাদের এমন কষ্ট পেতেই হবে।