![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ যাক রসাতলে, হরতাল জিন্দাবাদ । জ্বালাও পোড়াও, মন্দির ভাঙ্গ, হীন্দু খেদাও, বিদেশে আমাদের দেশের সুনাম নষ্ট হবে,ব্যাপার না । শিক্ষাঙ্গনে সেশনজট, এসএসসি এইচএসসি পরীক্ষা বন্ধ কর, দেশের শিক্ষীতের হার কমে কমুক অসুবিধা নাই । দেশ পিছিয়ে যাক ব্যাপার না, আমরা ক্ষমতায় আসলে ছয় মাসে দেশের সব ক্ষতি পুরন হয়ে যাবে । রপ্তানী বন্ধ হয় হউক, বিদেশে শ্রমিক পাঠানো বন্ধ হয় হউক, বৈদেশীক মূদ্রা অর্জন বন্ধ হয় হউক তাতে কি হইছে, ব্যাপার না । একটা প্রাইভেট গাড়ি পুড়লে পঞ্চাশ হাজার ডলার লস হয় আর একটা বাস পুড়লে একলক্ষ থেকে দেড় লক্ষ ডলার লস হয় । যার গাড়ি পুরল সে ধার দেনা করে আরেকটা গাড়ি না কিনলে তার জীবনটা তেজ পাতা হয়ে যাবে সুতরাং কিনতেই হবে । কিন্তু সেই ঘাটতি এসে পড়লো আমাদের দেশের বৈদেশীক মূদ্রার রিজার্ভের উপরে । বিদেশের ব্যাংকে আমার পোলার কয়টা টাকা পইড়া আছিলো সেইটা লইয়া মিডিয়ার কত ফালাফালি করছিলো । ভুলি নাই । আর আমার পোলা বিদেশে একটা ফ্ল্যাট কিনছিলো, মিডিয়া সেইটা লইয়া বহুত ফালা ফালি করছিলো, আমিও সেইটা ভুলি নাই । এইবার ..... (কাল্পনিক)। একদিনের হরতালে দেশের ক্ষতি দূই হাজার কোটি টাকা । তাতে কি হইছে? বেশী বাড়া বাড়ি করলে অনির্দিষ্ট কালের জন্য হরতাল ডাক দিমু । পাঠক আপনাদের কি মনে হচ্ছে, সত্যিই কি এগুলি আমাদের দেশের প্রানের চেয়ে প্রিয় রাজনীতিবিদদের চিন্তার প্রতিফলন যাদের জন্য সাধারন পাবলিকের জীবন না চাইলেও মুখে মুখে উৎস্বর্গ করিতে হয় । তাহলে এইগুলি কাদের চিন্তা ? দেশের মধ্যে কেউ না কেউতো এমন চিন্তা করতেছে নইলে এমন রাজনৈতিক পরিবেশ পরিস্থতি উৎপন্ন হয় কেন? উত্তর কার কাছে আমরা জানতে পারবো? এই প্রশ্নর উত্তর পাওয়ার জন্য আপাতত আমাদের অরাজনৈতিক বিবেক বুদ্ধি নাহয় কাজে লাগাই । যেটা পরে কোন রাজনৈতিক প্রয়োজনে ব্যবহৃত হইলে ভাল ।
©somewhere in net ltd.