![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা একবার মনে করি অমুক দল ভালো । তাই অমুক দলকে ভোট প্রদান করি । অমুক দল সরকার গঠন করে । তার পর ৫ বৎসর র্ধর্য্য ধরে ঠিকমত রাখতে পারি না । আমাদের যে একটা বিরোধী দল আছে । এই ৫ বৎসরের মধ্যে বিরোধী দল আমাদের সোনার হরিণ ধরতে দিতে চায় । আমাদের হীরের দাঁত বাধিয়ে দিতে চায় আর দাঁত খোঁচাতে রূপার কাঠি দিতে চায় । আমরা দিশাহারা হয়ে যাই আবার তাকে ভোট দেয়ার জন্য । তখন আমাদেরও মনে হতে থাকে আগের সরকারই ভালো ছিলো । এমনটা ভেবে আবার তাদেরকে আমরা ভোট দেই । একবার এদের আরেকবার ওদের । আমাদের রাজনৈতিক জীবনটা এভাবেই চলছে, একবার অমুক দলকে ভাল মনে হয় আরেকবার তমুক দলকে ভাল মনে হয় । আমাদের একটু সমস্যা হলেই মনে করি আগের সরকারই ভাল ছিলো । ভাবি না যে তা'কে আমরা ভোট দিয়েছিলাম তখন সে কি করেছিলো ।সাধারণত দল যেটাই ক্ষমতায় আসুক না কেন আমাদের জীবনে তেমন একটা প্রভাব পরার কথা না । আমাদের চাকুরী/ব্যবসা/দিনমজুরী করেই খেতে হয় । এক্সট্রা কিছুই পাই না । না পাই টেন্ডার-মেন্ডার, না পাই দলীয় কোন পোষ্ট । আমাদের কাজ ভোট দিয়ে যাওয়া আর ভোট দেয়ার আগে নেত্রীবৃন্দের নিকট হইতে আশ্বাঁস গ্রহন করা । সরকার আমাদের জন্য কোন সরকারী সুযোগ সুবিধার ঘোষনা দিলে সেটা আমি যে দলকেই ভোট করি না কেন আমি পাবোই । কারন বাংলাদেশের নাগরীক হিসাবে সরকারের সুবিধাটি সবাই পাবে । এখনও কি আমাদের ভাববার সময় হয়নি যে, তুলনামূলক ভালটাকে খুজে খুজে বের করে আনি । চলুন আমরা দূই দলের মাঝে মন্দের ভালটা খুঁজি । ধরে নিলাম দূটাই মন্দ । এখন এই মন্দদের মধ্য থেকে একটা "মন্দের ভাল" নিবর্াচন করা খুব একটা কঠিন কাজ না । অবশ্যই খেয়াল রাখতে হবে দেশের জন্য কোন দল ভাল । যে দল নিজেদের যত উত্তম ভাবে উপস্থাপন করুক না কেন কারো অতীত কাযর্্যকলাপ ইতিহাস থেকে মুঁছে যায় নি, কোন দল দেশের কতটুক ক্ষতি করেছিলো ।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৫
কলাবাগান১ বলেছেন: Lesser of two evils....................