নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল ঢাকা বাংলাদেশ

মাহবুব সোহেল

আমি অত্যন্ত সাধারন একজন মানুষ এবং আমার সম্পকর্ে বলার মত কিছু নাই ।

মাহবুব সোহেল › বিস্তারিত পোস্টঃ

নিরীহ গরীব জনগনকে মাফ করে দিয়ে তারপর না হয় আপনারা রাজনীতি করেন ।

২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১২

আজ সাড়া দেশে আন্দোলনের নামে যে সহিংসতা, জনগণের ভোগান্তি আর মানুষ খুনের মহোৎসব চলছে তার জন্য রাজনীতিবিদগন এবং তাদের ডেমকেয়ার ভাব দায়ী। তাদের একরোখামীর খেসারত আজ আমরা সাধারণ জনগন দিতেছি । এমন সব রাজনীতিবিদদের বিচারের কাঠগড়ায় দাড় করানো উচিৎ । তাদের অপরাধের কোন দিন কোন বিচার হয় না যার কারনে সিএনজি চালক সাবেদ আলীর গায়ে তারা পেট্রোল ঢেলে গোসল করিয়ে শরীরে আগুন দিয়ে দিলো(টেলিভিশন সাক্ষাতকারে সাবেদ আলীকে বলতে শুনেছি) তারপর তার সিএনজিটি পুড়িয়ে দিতে পারলো । এই অন্যায় অবিচারের বিচার তাদের একদিন না একদিন হবে । এই দুনিয়াতে যদি নাও হয় তবে আখেরাতে হবে । সিএনজিওয়ালার পরিবারকে যতটুক কষ্টভোগ করিতে হইল, যতটুক ক্ষতিগ্রস্ত হইতে হইল, যতটুক মানসিক যন্ত্রনা সিএনজিওয়ালার পরিবারকে ভোগ করিতে হইল ততটুক যন্ত্রনা যদি রাজনীতিবিদদের পরিবারকে ভোগ করিতে হইত তবে তাহারা বুঝিতে পারিত রাজনীতির নামে আমরা যা যা করিতেছি তা অন্যের জন্য কতটা নির্মম । নুন্যতম বিবেক থাকিলে একটা মানুষ(রাজনীতিবিদ) এমন অমানুষের মত কাজ করিতে পারে না ।নিরীহ গরীব জনগনকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়ে তারপর না হয় আপনারা রাজনীতি করেন; তারাতো আপনাদের কথা মত চুপ চাপ ভোট দিয়ে বসায় চলে যায় ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

মো ঃ আবু সাঈদ বলেছেন: ভাই শেয়ার বাজারে আমারে ফতুর করছে...
পেঁয়াজের দাম আজ ১০০ ..
বিদুৎ বিল আর সরকার কে ঘুষ দিতে দিতে আস্থা খারাপ..
ইসলামী মুল্য বোধ ধ্বংশের দ্মাবা প্রন্তে মসজিদ মাদ্রাসার আবমাননা
মানুষ গুম হত্য...(সাগর রুনি,বিশ্বজিত আরো আনেকে)..

এইগুলো থেকে বাচঁতে আজ যার জীবন দিচ্ছে তাদের সন্মন করা উচিত..

নিজে খুব ছোট মনে হয় ,যখন এই অবরোধে নিজে খুব আরামে রিকশা চেড়ে অফিসে আসতেছি অথচ আন্দোলন কারীর জেল জুলম গুলি খেয়ে পরিবার ছেড়ে মাঠে ময়দানে আন্দোলন করতেছে আমাদের জন্য..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.