নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Writer for Change

্আমি অতি সাধারন একজন মানুষ।আমি পেশায় একজন চিকিৎসক।ছোট বেলা থেকেই আমি সৃষ্টিশীল কাজ করতে পছন্দ করি।বাংলা সাহিত্যে আমার কোন জ্ঞান নেই।তবু অসীম সাহস নিয়ে চেষ্টা করছি একটু অবদান রাখার।আমি এই ব্লগের সবার দোয়া কামনা করি।

ডা:সোহেল২৫

আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।

ডা:সোহেল২৫ › বিস্তারিত পোস্টঃ

স্বাস্থ্য বার্তা(মহিলাদের মেনোপজকালীন সময়ে যেসব শারীরিক সমস্যা দেখিা যায়)

০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

মহিলাদের মেনোপজকালীন সময়ে যেসব শারীরিক সমস্যা দেখিা যায়:

এই সময় ডাক্তারের পরামর্শ মতন চললে সব কিছু মানিয়ে নেয়া সম্ভব।



১)মাঝে মাঝে বুক ধড়ফড় করতে পারে,অনেক সময় বুকে চিনচিনে ব্যাথাও অনুভূত হয়।

২)হজমে নানা সমস্যা দেখা দেয়,পেট ফাঁপতে পারে ও ক্ষুধা কমে যায়।

৩)অনেক সময় মাথা ব্যাথা করে,হাতে পায়ে ঝিন ঝিন, কানে পি পি জাতীয় আওয়াজ হতে পারে।

৪) মুখের ত্বক পাতলা হয়ে যায়। চামড়ার টানটান ভাব কমে গিয়ে ত্বকের লাবণ্য কমে যায়।

৫)শরীরে চর্বির পরিমান বেড়ে যায় ,ফলে শরীর মেদবহুল হয়ে যায়। কাঁধ ও কোমর অধিক মোটা হয়ে যেতে পারে।

৬)স্তন ছোট ও সংকুচিত হয়ে যায়। অনেক সময় স্তনে হালকা ব্যাথা হতে পারে।

৭) হাড় ক্ষয় হয়, ফলে কোমর ও হাঁটুতে যন্ত্রণা অনুভূত হয়। চলা ফেরা করতে অসুবিধা হয়।

৮)মেনোপজের পর যৌন ইচ্ছা কমে যায়। অনেক সময় আবার উল্টোটাও হতে পারে,অর্থাৎ যৌন ইচ্ছা বেড়েও যেতে পারে।

৯)মেনোপজের পর মেজাজ খিট খিটে হয়ে যায়,দ্রুত রাগ হবার প্রবনতাও লক্ষ্য করা যায়।

৯)হাত পা জ্বালা পোড়া করা

১০)যৌন মিলনে কষ্ট পাওয়া।

১১)অতিরিক্ত ঘাম র্নিগত হয়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.