![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।
বাংলার আকাশে রাক্ষুসে চিল
ডাঃসোহেল
তোমার আকাশে আজ হরেক রকম চিল
ভুবন চিল বাদামী চিল সোনালী ডানার চিল
চোখ মেলে দেখা যায় না
সুদূর আকাশপানে উড়ে বেড়ায় ডানা মেলে
বাতাসের তালে তালে
যতই দূরে থাকুক তাকিয়ে থাকে নীচের দিকে
তাদের রাক্ষুসে তীক্ষ্ম দৃষ্টি খুলে
তাই মা সযতনে শাড়ীর আচঁল তলে
তোমার ছেলেদের বুকে ধরে রেখ আগলে
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
ডা:সোহেল২৫ বলেছেন: আমিও সেই প্রত্যাশা করি ভাই,ধন্যবাদ আপনাকে আমার লেথা পড়ার জন্য।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১
ডা:সোহেল২৫ বলেছেন: আশা করি তারা ভূপাতিত হয়ে মরবে
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০
মশিকুর বলেছেন:
চিল ভূপাতিত হোক।