![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।
চাই যানজটমুক্ত রাস্তা
ডাঃসোহেল
বাংলাদেশের রাজধানী ঢাকা। দেশের প্রাণকেন্দ্র ,ব্যস্ততম শহর যানজটের শহর দুষিত বায়ুর শহর ইত্যাদি অনেক নামে একে ডাকা হয়।কিন্তু আমার মনে হয় সকল সমস্যার মধ্যে সবচেয়ে বেশি র্দূভোগ পোহাতে হয় রাস্তাগুলোর যানজটের সমস্যার জন্য।যানজট দিন দিন ঢাকার ভোগান্তির প্রতিবিম্ব হয়ে উঠছে। যানজট প্রতিটি রাস্তার সাধারণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এই সমস্যার জন্য প্রতিদিন কি পরিমান কর্মক্ষম সময় নষ্ট হচ্ছে তা আমাদের দেশের দেশপ্রেমিক রাজনীতিবিদরা বুঝতে চেষ্টা করেন কিনা জানি না। পাঁচ মিনিটের রাস্তা অতিক্রম করতে যেখানে সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত সেখানে আবার ভি আই পি দের নিরাপত্তার নামে দীঘক্ষণ চলে রাস্তা বন্ধের হিড়িক । সড়ক পরিবহন খাতের সংশ্লিষ্টদের বিবেচনায়, যানজটের কারণগুলো হলো- রাস্তার ধারণক্ষমতার তুলনায় যানবাহন বেড়ে যাওয়া, রাস্তার ওপর যানবাহন বিকল হওয়া বা দুর্ঘটনাকবলিত গাড়ি ও ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা না থাকা, রাস্তার ওপর অবৈধ হাটবাজার ও দোকান বসানো, চালকদের এলোপাতাড়ি চালনা, যত্রতত্র গাড়ি থামানো, ভাঙাচোরা রাস্তার বিপজ্জনক খানাখন্দ ইত্যাদি। ট্রাফিক অব্যবস্থাপনার পাশাপাশি বিভিন্ন পয়েন্টে রাস্তা খোড়াখুড়ির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো দরকার। যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থাও নিতে হবে।আমাদের মন্ত্রী মহোদয় বলেছিলেন তিনি যানজটের বিরুদ্ধে যুদ্ধ করবেন আমরা তার কথায় আশ্বস্ত হয়েছিলাম ।কিন্তু যখন দেখি তাদের মত ভিআই পি দের নিরাপত্তার কারনে হাজার হাজার যাত্রীদের ঘন্টার ঘন্টা রাস্তায় বসে থাকতে হয় তখন আমাদের ব্যথিত হওয়া ছাড়া আর কিবা করার থাকে।তাই মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট একান্ত আবেদন নিরাপত্তার নামে রাস্তা বন্ধ না করে অন্য কোন উপায় অবলম্বন করা যায় কিনা সে ব্যাপারে একটি যথাযথ পদক্ষেপ গ্রহন করে এই সমস্যার আশু সমাধান করবেন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
ডা:সোহেল২৫ বলেছেন: আমি চাই ভি আই পি যারা আছেন তারাও আমাদের মত যানজটের ভিতর দিয়ে চলুক।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
বেলা শেষে বলেছেন: ok, brother.
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
ডা:সোহেল২৫ বলেছেন: ভাই আপনি আমার মত নগন্য লেখকের লেখা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫২
বেলা শেষে বলেছেন: you are right brother, but how shall we solution our Problems? Govt. will not do.