নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Writer for Change

্আমি অতি সাধারন একজন মানুষ।আমি পেশায় একজন চিকিৎসক।ছোট বেলা থেকেই আমি সৃষ্টিশীল কাজ করতে পছন্দ করি।বাংলা সাহিত্যে আমার কোন জ্ঞান নেই।তবু অসীম সাহস নিয়ে চেষ্টা করছি একটু অবদান রাখার।আমি এই ব্লগের সবার দোয়া কামনা করি।

ডা:সোহেল২৫

আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।

ডা:সোহেল২৫ › বিস্তারিত পোস্টঃ

আমার ফিরে আসা

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৭

আমার ফিরে আসা

ডাঃসোহেল

আজ অনেকদিন পর আমি ফেসবুক ব্যবহার করলাম।এখানে আমার অনেক বন্ধু আছে।কিন্তু কেউ কোন দিন খবর নেয়নি আমি কেমন আছি,কোথায় আছি।আজকাল প্রযুক্তির কল্যানে মানুষকে যেমন খুব বেশি কাছে পা্ওয়া যায়,আবার এই প্রযুক্তির কল্যানে খুব সহজেই মানুষের সাথে প্রতারনা করা যায়।পেশায় চিকিৎসক হওয়ায় অনেক বন্ধুই আছে যারা বিপদে পড়লে রাত তিনটা বাজল্ওে আমার ঘুম ভাঙ্গতে একটুও দ্বিধা করে না।আবার সেই বন্ধুই সকাল হলে চিকিৎসকের দুর্নাম রটানোর জন্য বসে পড়েন ফেসবুক কিংবা অন্যকোন সামাজিক য়োগাযোগ মাধ্যমে।একেই বলে হতভাগী মায়ের র্দূভাগা চিকিৎসক সমাজ।পেশাগত জীবনের এই তিক্ত অভিজ্ঞতা সবার জীবনে দাগ কেটে যায়।যা হোক আজ আমি আবার ফিরে এসেছি তোমাদের মাঝে -আজকের এই বৃষ্টি ভেজা রাতে।বাসার ছাদটা আমার ঠিক মাথার উপর। বৃষ্টির ছন্দ আমার কানে ভেসে আসছে।আমার ঘরের জানালাটা এখনও খোলা।বাসার সবাই ঘুমিয়ে গেছে।প্রিয়তমা আমার কাছ থেকে অনেক দূরে ,নেই কারো জন্যই অপেক্ষা।এই বৃষ্টিস্নাত রাতে কেউ আমায় তাকিয়ে দেখবে না দূর থেকে। খোলা ছাদও হাতছানি দিয়ে ডাকবে না আমায়। তবে কেন দুচোখে ঘুম নেই আমার।হয়তো আমার হতভাগী মন নিরলে কাদছেঁ আমার ছোট বাবুটির আরোগ্য কামনায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.