![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।
কবিতা
ছন্দহীন কবি
ডাঃসোহেল
কবিতা আমার নয়,
কবিতা কবির নয়,
কবিতা কবিতারও নয়।
তবে কি কবিতা অন্য করো?
তাই বুঝি কাব্যের ছন্দ হারালো।
বহুদিন কবি প্রতীক্ষায় আছি।
বহুপথ আমি পাড়ি দিয়ে এসেছি।
বহুদিন পর আবার লিখতে বসেছি,
কবি ও কবিতা তবু ছন্দ নাহি ফিরে পেল।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০১
ডা:সোহেল২৫ বলেছেন: ধন্যবাদ ভাই মুন্না হাসান(অচেনা পথিক)।আপনি আমার লেখা পড়েছেন এবং মন্তব্য করেছেন এই জন্য অনুপ্রেরণা পেলাম।
২| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:১৮
তানভীর আকন্দ বলেছেন: আপনার চিন্তাটা ভাল লাগল...
শেষের আগের লাইনে টাইপোটা ঠিক করে নিন
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯
ডা:সোহেল২৫ বলেছেন: ধন্যবাদ ভাই তানভীর আকন্দ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৬
মুন্না হাসান(অচেনা পথিক) বলেছেন: ভাল লাগল।।