নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Writer for Change

্আমি অতি সাধারন একজন মানুষ।আমি পেশায় একজন চিকিৎসক।ছোট বেলা থেকেই আমি সৃষ্টিশীল কাজ করতে পছন্দ করি।বাংলা সাহিত্যে আমার কোন জ্ঞান নেই।তবু অসীম সাহস নিয়ে চেষ্টা করছি একটু অবদান রাখার।আমি এই ব্লগের সবার দোয়া কামনা করি।

ডা:সোহেল২৫

আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।

ডা:সোহেল২৫ › বিস্তারিত পোস্টঃ

সামাজিক দায়বদ্ধতা(বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প)

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬

বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

আসছে গৌরবের ১৬ ই ডিসেম্বর। সারা দেশ জুড়ে বাঙ্গালী জাতি পালন করবে বিজয়ের ৪৪ বছর। আজ থেকে ৪৩ বছর আগে

লাখো বাঙ্গালীর আত্মত্যাগে লাভ করেছিলাম এই বিজয়।এই মাস বাঙালি জাতির

জন্য গৌরব এবং অহংকারের মাস। পাকিস্তানি শাসকদের শোষণ আর নির্যাতনের

বিরুদ্ধে ২৪ বছর সংগ্রাম করে এবং একাত্তরে নয় মাস যুদ্ধের মাধ্যমে

ডিসেম্বরের ১৬ তারিখ আমরা বিজয় অর্জন করে একটি পতাকার ঠাঁই করে দেই বিশ্বের

মানচিত্রে।।বিজয়ের মাস এলেই সবকিছুকে ছাড়িয়ে মন, প্রাণ, চিন্তা-চেতনাকে

মোহবিষ্ট করে ফেলে একাত্তরের ঘটনাবলি। তাই কলম তখন অন্যদিকে আর যায় না।

আজকের অভাবনীয় সম্ভাবনার বাংলাদেশ একাত্তরের বিজয়ের ফসল। এ বিজয় অর্জন সহজ

ছিল না। পুরো নয় মাস কত উত্তেজনা, কত অনিশ্চয়তা তখন ছিল তা বলে শেষ করা

যাবে না।আমরা যারা তরুণ প্রজম্ম মুক্তিযুদ্ধকে চোখে দেখার সৌভাগ্য

হয়নি।যারা এই দেশের মা মাটি ও মাটির মানূষকে সত্যিকার অর্থেই ভালবাসেন।

তাদের উচিত মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবে রুপদান করা।আর এই মহান ব্রত

নিযে কাজ করে যাচ্ছে এই দেশের তরুন চিকিৎসক সমাজ।আসছে বিজয় দিবস উপলক্ষ্যে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একদল তরুন চিকিৎসক বিনামূল্যে

চিকিৎসা সেবা প্রদান করবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজার

সংলগ্ন মাঠে।সেদিন সকাল ৯ টা থেকে শুরু করে বিরতিহীন ভাবে এই সেবা র্কাযকম

চলবে বিকেল ৩ টা পযর্ন্ত।মোট ৪০ জন অভিজ্ঞ চিকিৎসক এই সেবা র্কাযকর্মে

অংশগ্রহন করবেন।নিজে এই দলের একজন সম্মানিত চিকিৎসক হতে পেরে নিজেকে ধন্য

মনে করছি।উক্ত মেডিকেল ক্যাম্পে উপজেলার সকল গণ্যমান্যব্যক্তিবগ উপস্থিত

থাকবেন।

বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে -ডাঃসোহেল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.