![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।
কবিতা
ডাঃসোহেল
এই কি তুই মা স্বদেশ আমার
তোর জন্য রক্ত গঙ্গায় গা ভাসিয়ে দিয়েছে আমার পিতা।
হাতের কলম ছেড়ে কাধেঁ রাইফেল নিয়ে ছুটেছে আমার ভাই।
শুধু ছিনিয়ে আনতে তোর সম্ভ্রম,তোর অধিকার
আজ তুই স্বাধীন স্বদেশ ভূমি ,আমার নয়নমণি
তোর লাল সবুজের আচঁল তলে আমারে দিবে ঠাইঁ
শুধু এই টুকু আশা ,হে অভাগী বঙ্গজননী
তোর আচঁল তলে আজ পেলাম জীবনের সেই উপহার
পিশাচের ছোড়া এসিডে আজ আমি অন্ধ
দু নয়নের পৃথিবীটা শুধুই আমার আধার।
কবিতাটি আজ ২৩ ই ডিসেম্বর ২০১৪ ইং তারিখে আমাদের গাড়ীর শোরুমে বসে লিখা।ফেসবুক দেখার সময় হঠাৎ আজকের প্রথম আলো প্রত্রিকায় প্রকাশিত একটি সংবাদের দিকে আমার চোখ যায় আর বিস্তারিত পড়ার পর দেখি চোখের কোণে কফোটাঁ জল জমে আছে আর সেই অনুভূতি থেকে এই কবিতাটি লিখা।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫০
ডা:সোহেল২৫ বলেছেন: আপনাকে ভাই ধন্যবাদ
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬
আহসানের ব্লগ বলেছেন:
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫০
ডা:সোহেল২৫ বলেছেন: পড়ার জন্যআপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৬
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ