নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল হোসেন

আমি একজন সাধারণ মানুষ।

সোহেল হোসেন › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ ধর্ষণ আর ধর্ষণ এবার ডাকাত দল পুলিশ পরিচয়ে স্বামীকে বেধেঁ স্ত্রীক ধর্ষণ করে!

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

বাগেরহাটের মোরেলগঞ্জে এক দল ডাকাত পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে গৃহকর্তাকে গাছে বেঁধে স্কুলপড়ুয়া মেয়ের সামনে গৃহবধূকে গণধর্ষণ করেছে। অন্যদিকে সাভারে এক কলেজছাত্রীকে ধর্ষণ এবং তার ভিডিওচিত্র ধারণের অভিযোগে তার বান্ধবীসহ চারজনকে পুলিশ গ্রেফতার করেছে।



বুধবার রাত ২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামে ওই নারকীয় ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ (৩০) মোরেলগঞ্জ থানায় মাসুদ হাওলাদার নামের এক চিহ্নিত সন্ত্রাসীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে মামলা করেছেন। গতকাল দুপুরে গৃহবধূকে বাগেরহাট সদর হাসপাতালে মেডিকেল টেস্টের জন্য ভর্তি করা হয়েছে। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। নির্যাতিতার এক নিকটাত্দীয় জানান, স্থানীয় চিংড়াখালী গ্রামের এনাম হাওলাদারের লম্পট ছেলে মাসুদ হাওলাদারের বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসীসহ নানা অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে নির্যাতিতা গৃহবধূর মা সাক্ষী দেওয়ায় মাসুদ ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। জানা গেছে, বুধবার রাতে ৫-৬ জন ডাকাতের একটি দল বাড়িতে হানা দেয়। ডাকাতরা স্থানীয় ফাঁড়ির পুলিশ পরিচয় দিয়ে গৃহকর্তাকে ঘরের দরজা খুলতে বলে। তখন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা ওই বাড়ির গৃহকর্তা (৪২) ঘরের দরজা খোলা মাত্রই ডাকাত দল তাকে মারধর করে পাশের বাগানে গাছের সঙ্গে বেঁধে রাখে। এর পর ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও মালামাল লুট করে। যাওয়ার আগে ডাকাত দল ষষ্ঠ শ্রেণীপড়ুয়া মেয়েকে বিবস্ত্র করে মেয়ের সামনে মাকে ধর্ষণ করে।



মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন জানান, ধর্ষণে শিকার গৃহবধূকে বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে কলেজছাত্রী ধর্ষণের ঘটনা গত ২৫ নভেম্বর সাভার পৌর এলাকায় ঘটলেও বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় মামলা (নম্বর ৭) করেন ওই ছাত্রীর মা। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাতেই সাভারের ব্যাংক কলোনি এবং মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে পুলিশ সূচি ওরফে লিজা (১৮), শান্তা মরিয়াম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র রায়হান (২০), সাভার বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র মহিদুল রহমান (২০) এবং রাজধানীর আজিমপুরের বাসিন্দা সুজনকে (২৫) গ্রেফতার করে। এ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র জাহেদ ওরফে রাজু (২২), রাজধানীর আজিমপুরের শাহীন, সিঙ্গাইরের কাংশার শামীম (২৪), লুৎফর (২৩), দানেশ (৩৫), মাসুদ (২৪) এবং ধল্লা এলাকার আলীম (২৫)।



পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া এবং এজাহারভুক্ত পলাতক আসামিরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। মামলার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ২৫ নভেম্বর সকাল ১০টার দিকে ডিগ্রি প্রথম বর্ষের ওই ছাত্রীকে (১৮) পরীক্ষা আছে বলে ডেকে নিয়ে যায় তারই সহপাঠী বান্ধবী সূচি ওরফে লিজা। পথে লিজা জানায়, সাভারে তার ফুফু অসুস্থ এবং তাদের আগে সেখানে যেতে হবে। এই বলে লিজা তার বান্ধবীকে পৌর এলাকার ব্যাংক কলোনির একটি মেসে দিয়ে চলে যায়। এরপর ওই মেসে থাকা আসামিদের মধ্যে জাহেদ ওরফে রাজু তাকে ধর্ষণ করে। আসামি শাহীন ধর্ষণের ভিডিওচিত্র ডিজিটাল ক্যামেরায় ধারণ করে। পরে তারা ওই ছাত্রীকে থানা বাসস্ট্যান্ডে নিয়ে একটি গাড়িতে তুলে দেয়। পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনার সপ্তাহখানেক পর আসামি দানেশ মেয়ের মাকে ফোন করে মেয়েকে ধর্ষণের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে। মামলার তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার মূল পরিকল্পনাকারী দানেশ। আর সূচি ওরফে লিজা তাদের সহায়তা করেছে।

নরপিচাশদের আরও কয়েকটি ধর্ষণের খবর পড়ুন এই লিংকের ১ম ও ৩য় কলামে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

ভিটামিন সি বলেছেন: দেশ তো দেখি আফ্রিকার চেয়ে খারাপ হয়ে গেছে।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

গ্রহণ কালের অথিতী বলেছেন: এই দেশ এখন আফ্রিকা হয়ে গেছে। এই সরকারের আমলে কোথাও কেউ নিরাপদ নয়

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

স্বপ্ন চারিণী বলেছেন: হঠাত করে ভারত-বাংলাদেশের পুরুষ দের যন্ত্র এত ক্ষেপে উঠল কেন?
নতুন কোন ভাইরাসের আক্রমন হইছে নাকি??

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

দি সুফি বলেছেন: ভায়াগ্রা কি আজকাল বেশি সহজলভ্য হয়ে গেছে? :-& :-&

দেশের সকল বাবা-মায়ের প্রতি আবেদনঃ আপনাদের ছেলেদেরকে যলদি যলদি বিবাহ করাইয়া দেন। দেশের বারোটা বাজতে কিন্তু আর খুব বেশি বাকি নাই!

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

বিডি আমিনুর বলেছেন: অপরাধীদের সাজা না হলে তো এরকম হবেই :-& :-&

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

নীলঞ্জন বলেছেন: অপরাধীদের সাজা দেয়া শুধু সরকারের কাজ হতে পারে না। আমরা বিবেকান্ধ মানুষেরা চেয়ার-টেবিলে বসে বসে আঙ্গুল চুষছি আর নীতিবুলি আওড়াচ্ছি।

এসব শুয়োরের বাচ্চাদের ধরে ধরে প্রকাশ্যে গরু জবাই করার মত জবাই করা উচিত।

কোথায় থাকে শিবিরের নৃশংস পশুর দল। এগুলো চোখে পড়ে না তাদের। ইসলাম কায়েম করছে শুধু প্রতিপক্ষের হাত-পায়ের রগ কেটে!!!

আর সরকার - যেন নটের পুতুল। বড় বড় বুলি আওড়ায়। একটাও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে না। অথর্ব কোথাকার।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: ছি ছি

বলেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

লেখক বলেছেন: পশুদের পাশবিকতা

: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়

যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।

এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।





বন্ধু অপূর্বের আহবান

সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।

প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.