নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল হোসেন

আমি একজন সাধারণ মানুষ।

সোহেল হোসেন › বিস্তারিত পোস্টঃ

মূত্রনালীর প্রদাহ যৌন রোগ কিনা জেনে নিন

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

লেখা শুরু করার ইচ্ছা ছিলো। কিন্তু ভালো কোন বিষয় পাচ্ছিলাম না। তাই একটি রোগীর অপচিকিত্সার সমস্যা নিয়ে লিখতে চাই। অবিবাহিত এক তরুণ। তার প্রশ্রাবের রাস্তায় জ্বালা-পোড়া, সিক্রেশন হওয়া এবং ব্যথার উপসর্গ নিয়ে আমার চেম্বারে আসলো। রোগীটির এ ধরনের সমস্যা ইতিপূর্বে একাধিকবার হয়েছে এবং একজন স্বনামধন্য চিকিত্সক প্রতিবারই যুবকটির যৌনরোগ গণরিয়া ভেবে সেফট্রিয়াক্সন ইনজেকশন দিয়েছেন। এবারও একই চিকিত্সক একই ইনজেকশনের ব্যবস্থাপত্র দেন। কিন্তু রোগীটি দ্বিতীয় ওপিনিয়নের জন্য আমার কাছে আসে। এ সমস্ত ক্ষেত্রে আমি কোন অবস্থাতেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না করে এন্টিবায়োটিক দেই না। যথারীতি রোগীটিকে রুটিন ইউরিন টেস্ট ও ইউরেথ্রাল ডিসচার্জ ফর গ্রাম স্টেইনিং পরীক্ষা করতে দিলাম।



পরীক্ষায় গণরিয়ার জীবানু ধরা পড়লো না। ইউরিনে আরবিসি বা রেড ব্লাডসেলস ও (৪-৬) এবং পাস সেলস (১২-১৫) ধরা পড়লো। এ ধরণের সমস্যা হয়ে থাকে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন হলে। এছাড়াও কিডনি ও ইউরিনারী ট্রাক্টে পাথর ও অন্যান্য সমস্যায়ও প্রশ্রাবের সঙ্গে রক্ত যেতে পারে। তবে সাধারণত: মূত্রনালীর সংক্রমণেই এধরণের সমস্যা বেশী হয়। আমি রোগীটির অন্যান্য ইতিহাস নিয়ে জানলাম তার এক্সপোজার বা অন্যকোথাও ক্ষতিকর সংশ্রবের ইতিহাস নেই। তাই গণরিয়া নামক মারাত্মক যৌন রোগের কেন চিকিত্সা তাকে দেয়া হয়েছিল তা আমার বোধগম্য নয়। যুবককে নির্দিষ্ট সময়ের নিওফ্লক্সাসিন ট্যাবলেট দিয়ে বিদায় করে দিলাম। শুধু একজন তরুণ বা যুবক নয়, বহু তরুণ-যুবক অথবা মধ্য বয়স্ক লোকেরা নানা কারণে ক্ষতিকর যৌন রোগে আক্রান্ত হচ্ছে। এসব রোগের মধ্যে



রয়েছে সিফিলিস, গণরিয়া, জেনিটাল হারপিস, ক্লামাইডিয়া ইত্যাদি। কোন অবস্থাতেই এসব রোগের উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষা



না করে ওষুধ সেবন অথবা ইনজেকশন নেয়া উচিত নয়।



শুধু পুরুষেরা নয় অনেক



মহিলারাও আজকাল বিভিন্ন যৌনরোগে আক্রান্ত হচ্ছে। এসব ক্ষেত্রে আক্রান্তদের উচিত নিকটস্থ কোন চর্ম ও যৌন রোগ



বিশেষজ্ঞের পরামর্শ নেয়া।



এতে রোগ চিকিত্সা ও রোগ নিরপনে সঠিক পরামর্শ পাওয়া যাবে। রোগীরা রেহাই পাবেন ভুল চিকিত্সার হাত থেকে।





ডা: মোড়ল নজরুল ইসলাম

চুলপড়া, চর্মরোগ ও এলার্জি এবং

যৌন সমস্যা বিশেষজ্ঞ

লেজার এন্ড কসমেটিক সার্জন

বাংলাদেশ লেজার স্কিন সেন্টার

বাড়ী-৩৯ (আম্বালা কমপ্লেক্স)

রোড-২ ধানমন্ডি, ঢাকা।

আরও ফিচার পড়তে এখানে ক্লিক করুন

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

আলো আঁধার বলেছেন: ভাল লাগলো। এন্টিবায়োটিক এর মারাত্মক অপব্যবহার হচ্ছে আমাদের দেশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.