![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কক্সবাজারে গণধর্ষণের পর এক কিশোরীকে নির্মমভাবে খুন করে গলায় ফাঁস লাগিয়ে লাশ গাছে ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে সদর উপজেলার পিএমখালী মোহছনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বড়ভাই কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, গত এক বছর আগে থেকে আমার বোনকে মাদ্রাসায় যাওয়া-আসার সময় উত্ত্যক্ত করে আসছিল এলাকার কিছু চিহ্নিত বখাটে। তখন সে স্থানীয় পাতেলী আবু বক্কর সিদ্দিক দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। ওই সময় ১৬ বছর বয়সী অসহায় এই মাদ্রাসা ছাত্রীর ওপর বখাটেদের উৎপাতে পড়াশোনা বন্ধ করে দেন তার ভাই।
জানা গেছে, গত রোববার দিবাগত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ৪-৫ জনের একটি দল কিশোরীকে ঘরের বাহিরে ধরে নিয়ে পালাক্রমে ধর্ষণপূর্বক তাকে হত্যা করে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে দুর্বৃত্তরা নিহতের বাড়ির পাশের একটি ছোট্ট গাছে লাশটি ঝুলিয়ে রাখে। পরিবারের পক্ষ থেকে খোজাখুঁজির অনেক্ষণ পরে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মৃতদেহ উদ্ধার করে।
নিহত কিশোরীর দিনমজুর পিতা আবদুস শুক্কুর অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার মোবারক, জিকু, সিরাজ ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাতে আমার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির বাহিরে নিয়ে যায়। তারপর সকালে গাছে ঝুলন্ত অবস্থায় আমার মেয়ের নিথর দেহটি খুঁজে পায়। এমনটি বলতে বলতে দু'চোখের জল আর ধরে রাখতে পারেননি শোকে কাতর এই বাবা। যদিও অভিযুক্ত কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
স্থানীয় সাবেক মেম্বার মৌলভী মনজুর জানিয়েছেন, অভিযুক্তরা নিহতের প্রতিবেশী। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। যার ধারাবাহিকতায় এ ঘটনা হতে পারে বলে তিনি শুনেছেন। তার মতে- ঘটনা যাই হোক এটি ন্যক্কারজনক। জড়িতদের কঠিন শাস্তি দেয়া হোক।
পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ বলেন, কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণপূর্বক খুন করার ঘটনাটি খুবই দুঃখজনক। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে কক্সবাজার সদর থানা পুলিশ গতকাল সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। এলাকাবাসী বলছে, এ ঘটনাটি পূর্বশত্রুতার জের হিসেবে কিশোরী বলি হয়েছে। তারা ধর্ষণের পর কিশোরী হত্যার বিষয়টি উড়িয়ে দিতে নারাজ। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন জানিয়েছেন, এখন তেমন কিছু বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্তের পর জানা যাবে এ ঘটনার রহস্য কি।
আরও তাজা তাজা খবর পড়তে ক্লিক করুন এখানে।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
হারানো ওয়াছিম বলেছেন: কিছু বলার ভাষা নেই।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ন
দৃষ্টিপাত
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ
আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।
আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
৭০৫. ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছেন
দৃষ্টিপাত
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ
আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।
আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
এমএইচ ইকবাল বলেছেন: ধর্ষক দের ফাঁসি চাই ।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
আবিরে রাঙ্গানো বলেছেন: কিছুই বলবো না। বলে লাভ নাই। ধর্ষকদের ধরা হবে আবার ছেড়ে দেওয়া হবে। ধর্ষণ কমবে কিভাবে?
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
চলতি নিয়ম বলেছেন: ওইসব কুত্তাগুলার মেশিন কেটে নেওয়ার আইন করা হোক।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
১১স্টার বলেছেন: দেশে কি ধর্ষণকারীদের কার্তিক মাস চলছে নাকি