নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল হোসেন

আমি একজন সাধারণ মানুষ।

সোহেল হোসেন › বিস্তারিত পোস্টঃ

অদ্ভূত এক জিনিস! এবার এলো কাগজের পেন ড্রাইভ! ! এর ধারণ ক্ষমতা ৮ থেকে ৩২ জিবি পর্যন্ত!!!

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

বর্তমানে যে সকল নিত্যপ্রয়োজনীয় প্রযুক্তি পণ্য আছে তার মধ্যে একটি হচ্ছে ইউএসবি মেমোরি ড্রাইভ। এবার ইউএসবি ড্রাইভগুলোকে চাইলেই মুচড়ে ফেলে দেয়া যাবে জঞ্জাল হিসেবে। ইনটেলিপেপার নামক একটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সাধারণ কাগজের মধ্যে সিলিকনের চিপ বসিয়ে তৈরি করেছে চমৎকার এই ইউএসবি ফ্লাশ ড্রাইভ।



সম্প্রতি এই প্রতিষ্ঠান ইনটেলিপেপার তাদের এই নতুন কাগজের ইউএসবি ড্রাইভের ডিজাইন পেটেন্ট করিয়ে নিয়েছে। কাগজের উপর সিলিকন চিপ বসিয়ে নির্মিত এই ড্রাইভটি ব্যবহার করা যাবে সাধারণ ড্রাইভের মতোই।



ড্রাইভটি তৈরি করা হয়েছে কার্ড তৈরির মোটা কাগজ দিয়ে। এতে যে সিলিকন চিপ স্থাপন করা হয়েছে তাতে ৮ থেকে ৩২ গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করা যাবে। সূত্রমতে, নতুন কাগজের ফ্ল্যাশ ড্রাইভে ডাটা আপলোড করতে প্রয়োজন হবে একটি বিশেষ রিডার এবং সফটওয়্যার। প্রয়োজনীয় সেই রিডার আর সফটওয়্যারটিও সরবরাহ করছে ইনটেলিপেপার।

আরও টেক নিউজ এখানে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

রিফাত হোসেন বলেছেন: ফাউল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.