![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটারে ‘ডুকু ভাইরাস’ আক্রমণ করতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট। ফলে বড় ধরনের সাইবার আক্রমণের আশঙ্কা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তবে এ বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, ‘আমরা এ বিষয়টি নিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে কাজ করছি এবং গ্রাহকদের জন্য হালনাগাদ সংস্করণের নিরাপত্তাব্যবস্থা বাজারে ছাড়া হবে।’ নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা সিমেন্টেক গত মাসে স্টাঙ্নেট ভাইরাসের কোড-সদৃশ এক রহস্যজনক ভাইরাসের সন্ধান পেয়েছে বলে জানিয়েছিল। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান এই ভাইরাসটি চিহ্নিত করতে কাজ করছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৈদ্যুতিক প্ল্যান্ট, তেল শোধনাগার ও পাইপলাইনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ করার জন্যই হ্যাকাররা ‘ডুকু’ নামের এ ভাইরাস তৈরি করেছে। এ বিষয়ে সিমেন্টেকের গবেষক কেভিন হ্যালে জানান, ‘আক্রমণের কৌশল হিসেবে হ্যাকাররা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে সংযুক্ত ই-মেইল পাঠায়। সেই ই-মেইল খুললেই কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয়, যার মাধ্যমে কম্পিউটারের পুরো নিয়ন্ত্রণই চলে যায় হ্যাকারদের দখলে।
আরও অনেক টেক নিউজ দেখুন এখানে।
©somewhere in net ltd.