![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরাপদ ব্লগার হয়েছি। তাই এই খুশিতে এবং বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সবার জন্য প্রেজেন্টেশন হিসেবে দিচ্ছে দেশের ৭ জন জনপ্রিয় নৃত্যশিল্পীর নাচ এর খবর!!!
আজ ১৭ জানুয়ারি। সন্ধ্যায় মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় আসর। বিপিএলের উদ্ভোধনী অনুষ্ঠানে নানা আয়োজনের সঙ্গে থাকবে বাংলাদেশের সাত জনপ্রিয় নৃত্যশিল্পীর সাতটি পরিবেশনা। সাতটি পরিবেশনায় অংশ নিবেন মৌ, মোনালিসা, রিয়া, চাঁদনী, নিপুন, নাদিয়া ও মম।
জানা গেছে, বিপিএলের উদ্ভোধনী অনুষ্ঠানে মৌ, মোনালিসা, রিয়া, চাঁদনী, নিপুন, নাদিয়া ও মমরা দেশের সাতটি বিভাগের জনপ্রিয় লোকগানের সঙ্গে নৃত্য পরিবেশনায় অংশ নিবেন। প্রতিটি নাচের ব্যাপ্তিকাল দুই থেকে আড়াই মিনিট। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জনপ্রিয় এই সাত নৃত্যশিল্পীর কোরিওগ্রাফির দায়িত্বে আছেন কবিরুল ইসলাম রতন
মম বলেন, ‘ বিপিএলের মত এত বড় আসরের মাধ্যমে দেশের সংস্কৃতিকে তুলে ধরতে পারার সুযোগ পেয়ে ভালোই লাগছে। এমনিতে নাচ নিয়ে অসংখ্যবার বিদেশে গিয়েছি। অনেক বড় আয়োজনে অংশ নিয়েছি। দেশের মাটিতে অনেক বড় আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগটা কাজ করছে বেশি।
এদিকে মৌ, মোনালিসা, রিয়া, চাঁদনী, নিপুন, নাদিয়া ও মম নাচ ছাড়াও এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন তিন দেশের তারকাশিল্পীরা। মঞ্চে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা, জেমস ও মমতাজ। থাকবেন বলিউডেরমার্ডার টু ছবির আলোচিত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ আর পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজ পারফর্মারের চেয়েও গুরুত্ব দেওয়া হয়েছে অ্যাক্রোবেটিক ও লেজার শোর ওপর।
বিকেল পাঁচটা ১০ মিনিটে বিউটিফুল বাংলাদেশ প্রামাণ্যচিত্রের মাধ্যমে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাড়ে পাঁচটায় মঞ্চে উঠবেন মমতাজ। এরপর পর্যায়ক্রমে মঞ্চে আসবেন রুনা লায়লা, জেমস, জ্যাকুলিন ফার্নান্দেজ ও আতিফ আসলাম।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিনা চৌহান ও জামিল আহমেদ। চ্যানেল নাইন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিকেল পাঁচটা থেকে।
আরও বিনোদনের সব খবর পড়তে এখানে ক্লিক করুন। বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের নাচ দেখুন সরাসরি সন্ধ্যা ৬ টায় চ্যানেল নাইন-এ।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
এসএমফারুক৮৮ বলেছেন: বিদেশী ক্রিকেটাররা যত কম আসবে তত দেশীয় ক্রিকেটাররা সুযোগ পাবে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
আমি ভোরের আলো বলেছেন: দারুন