![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাসির কাচ্চি বিরিয়ানি আমাদের সবারই কমবেশি প্রিয়। কিন্তু প্রস্তুত প্রণালী সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকার ফলে আমাদের ছুটে যেতে হয় অভিজাত রেষ্টুরেন্টগুলোতে। যা কিনা ব্যয়বহুল এবং মানের দিক থেকে সন্দেহজনক। আসুন জেনে নিই বাড়িতেই খাসির কাচ্চি বিরিয়ানির প্রস্তুত প্রণালী।
যা যা লাগবে:
খাসির মাংস • চাল • তেল • ঘি • পেঁয়াজ • আদা • রসুন • গরম মসলা • শাহি জিরা • টকদই • দুধ • শুকনা মরিচ • কাঁচামরিচ • আদা • রসুন • পেঁয়াজ • কাচ্চির মসলা • লবণ (পরিমাণমতো)
প্রস্তুত প্রণালী:
প্রথমে খাসির মাংসের সাথে গরম মসলা, কাচ্চির মসলা মেখে মাংসগুলোকে কিছুক্ষণ রেখে দিতে হবে।
এই ফাঁকে চালগুলোকে পৃথকভাবে সেদ্ধ করে নিতে হবে।
এরপর একটি পাতিলে তেল (পরিমাণমতো), আদা, রসুন, টকদই, ভাজা পেঁয়াজ, আলু বোখারা, দুধ, শুকনা মরিচ, শাহি জিরা, কাঁচামরিচ, লবণসহ সকল মসলা দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মেখে চুলায় দিতে হবে। এরপর মাংসের উপরে সেদ্ধ করা চাল দিয়ে পাতিলটি ঢেকে দিতে হবে। উল্লেখ্য চাল দেওয়ার পর পাতিলের মধ্যে কোনোরূপ নাড়াচড়া করা যাবে না।
বেশ কিছুক্ষণ পর যখন ঢাকনার ভেতর থেকে ধোয়া বা গরম ভাপ বের হবে তখনই বুঝতে হবে কাচ্চি তৈরি হয়ে গেছে।
এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
রান্নার সকল রেসিপির জন্য এখানে ক্লিক করুন।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
অজন্তা তাজরীন বলেছেন: dhonnobad!!! kazey lagbey
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
শিক কাবাব বলেছেন: হোটেলগুলি যদি ১০০% টেস্টি হয়, ঘরেরটা হবে ১০%। ৯০% টেষ্ট গুম হয়ে যাবে। যদিও ঘরেরটা পরিস্কার, হোটেলেরটা নোংরা তবুও টেস্ট বলে কথা।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
লজিক মানুষ বলেছেন: এমনিতেই ক্ষিধায় পেট চু চু করছে, এর মদ্ধ্য আবার যে জিনিষ পোস্টাইলেন...। ওহঃ মনে হচ্ছে পুরা মনিটরটাই খেয়ে ফেলি।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
বোকামন বলেছেন:
আমি আগে খামু আমি সবাই সড়েন কইতাছি
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
হাঁসি মুখ বলেছেন: আহ মেসের মিল দেখিয়া বমি আর
এর মধ্যে এই পোস্ট আগুন জ্বলের
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
রোকেয়া ইসলাম বলেছেন: ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে......।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
রোকেয়া ইসলাম বলেছেন: ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে......।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
বটতলার টারজান বলেছেন: কাচ্চি বিরানি আবার খাসির হয় নাকি?
হায় হায়! ঝানতাম না তো !!
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫২
স্বাধীন শোয়েব বলেছেন: কাচ্চি বিরানি আবার খাসির হয় নাকি?
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
স্বপ্নের মানুষ বলেছেন: তারপরও হোটেল গুলার মত কিন্তু টেস্ট হবেনা
চ্যাট? ব্লগ? এইখানে