| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবচেতনমন
গর্ভের ভেতর নারী,নারীর ভেতর গর্ভ
খোঁদার দেয়া এ সংসারে, কত কি যে বসত করে
দেখি আমি নয়ন ভরে,
তবু নাহি তৃষ্ণা মেটে ভাবি অকূল তল।
বাবা মা আর ভাই যে বোন, শেঁকল গাথা সংসার জীবন
এই জদি হয় সারা জীবন, পেল কিরে মন?
নিজের ঘরের খোঁজ যে নাই,পরের ঘরে ঘর সে সাজায়
খুঁজে বেড়ায় ঘরের লাগাই, জীবন জীবন ভর।
************************************************
ভাবছো কিরে ভাবছো মন, চলে যাবি যখন তখন
সোনার দেহ মাটি হবে, ক্ষয়ে পঁচে গলে যাবে
ভাবি যখন খোঁদা আমি ভয়ে কাতর অন্তযামী,
এমন মন মনে তোমায় জপি রুহুর ভেতর দম,
খোঁদা তোমারই চরনতল ঠেকাই মাথা করি আমি আত্নসর্মপন
২|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল।