| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবচেতনমন
গর্ভের ভেতর নারী,নারীর ভেতর গর্ভ
তারপর একটা দিয়াশলাই, জ্বলে ওঠা একটা সিগারেট
মন চায় কি যে করতে, পারে না তো সে তাকে ধরতে
হারিয়ে সে কোন আধারে, মনের কোন এক দুয়ারে
ধরতে গেলে তাকে ভয় হয়, কি যেন হতে কি হয়ে যায়
বুঝিনা তো এই আমি বুঝি না, আমার আমি কে আমি চিনিনা
এমন ভাবনা গুলো হতাশায়, ঘিরে রাখে আমাকে চারিপাশ
আধারের কোন এক গভীরে , হারিয়ে নিজকে খুজি পলকে
খুজে পাব যখন তারে, সুদ্ধ হবো এ সংসারে
পালাবে সব হতাশা, এ মনের গহীন তরে
নিজকে পেয়ে নিজের দিশা, পাবে মন সর্ব সধা
পূর্ন সাধন করিলে মন , হারাবে না এ সংসারে
একুল অকুল সর্ব-সমান, কর্মে তোমার পায় যে মান
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫
সানড্যান্স বলেছেন: ভাল হচ্ছিল! হঠাত শেষ হয়ে গেছে!