| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবচেতনমন
গর্ভের ভেতর নারী,নারীর ভেতর গর্ভ
রহস্যময়ী আধারে ছেয়ে গেছে পৃথিবী, অন্ধের বসতি গড়ছে সকলে
যে যত বেশী অন্ধ সে তত বেশী দেখিতে পায় আধারে
তাকে ছাড়া হয় না কোন উন্মাচনা, তাকে নিয়েই হয় যত আলোচনা
অন্ধ মানবে লিপ্ত ভেসে থাকা অন্ধত্বে, নিয়ে যায় তাকে শেষ আধারের টানে
এই বুঝি শেষ এসে দাড়ালো আমার দুয়ারে, সেই সে শেষ পথ
যেখান থেকে ফিরেনি কেউ দুয়ারে, হারায়ে পথিক আমি আজিকার এই অজানা ঘরে
খুজে ফিরে হয়রান, তাহাকে চিনিবার তরে
জদি তাকে পেয়ে যাই , নিজ ঘরের কোনে
তাই শুধু খুজে যাই এই জীবভবের তরে।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬
অবচেতনমন বলেছেন: মন্তব্যে রইল অনেক অনেক ভাললাগা আর ভালবাসা ভালথেকো প্রতিক্ষন এই কামনা।
২|
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪
সুমন কর বলেছেন: ভাল লাগল।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১
অবচেতনমন বলেছেন: রেখে দিলাম তোমার ভাললাগা যতন করে , মন্তব্যে অনকে অনেক ভাললাগা আর ভালবাসা ভালথেকো প্রতিক্ষন এই কামনা।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০১
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর।