| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবচেতনমন
গর্ভের ভেতর নারী,নারীর ভেতর গর্ভ

***মরা লাশগুলো মিছিল নিয়ে নেমেছে
তাদের চাওয়া পাওয়াগুলো বুঝে নিতে
অন্ধকার রাত্রিতে মশাল হাতে সামনে এগুচ্ছে
তাই দেখে জীবিতরা সব মরার ভ্যাঁন ধরেছে
ওরা মৃত্যুর ভ্যাঁন ধরে মরালাশের মিছিলে ভিড়ে গেছে
যাতে করে মরালাশ গুলোর কেনা চাওয়ার দাম দিতে না হয় ।
***মানুষ আবেগ পরায়ন, তাই ভালবাসা তার কাছে নির্লিপ্ত
আবেগের বসে মানুষ মানুষের সাথে ছলনার ফাঁদ পাতে
নিজ বুদ্ধিতে নিজকে লিপ্ত রাখে দুনিয়াবি কর্মে
এমনভাবে নিজকে রক্ষিত রাখে
যেন তার কখনও শেষ হবে না (মানুষ এমনভাবে বেঁচে থাকে যেন তার মরন নেই)
*** জিন্দা লাশ, মরা লাশ
জীবিতরা সব মরার ভ্যাঁন ধরে আছে
যেন তাদের আর কোন মরন নেই
*** মানুষের জীবন কতই না রহস্যময়
এক ফোঁটা নাপাক পানি দ্বারা দুনিয়াতে পর্দাপন করে
নিজ চিন্তা চেতনায় কত কিছুই না করে, মৃত্যুর আগ অবধি।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:০৮
সেলিম আনোয়ার বলেছেন: মানুষের জীবন কতই না রহস্যময়
এক ফোঁটা নাপাক পানি দ্বারা দুনিয়াতে পর্দাপন করে
নিজ চিন্তা চেতনায় কত কিছুই না করে, মৃত্যুর আগ অবধি।