![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকেই জীবনকে গভীরভাবে দেখার করার চেষ্টা করছি। আর যখন জীবনকে বুঝতে শিখেছি তখন থেকে অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছি স্বর্গ সুখ পাবার আশায়...
এক্সপার্টদের সাহায্য চাই...
প্রথমে আমার ল্যাপটপে উইন্ডোজ সেভেন দেয়া ছিল। কিন্তু কিছু দিন আগে উইন্ডোজ ৮ ইনস্টল দিছিলাম। দেয়ার পরে ল্যাপটপের টাচপ্যাডে আর কাজ করছে না।
উল্লেখ্য: আমি ওয়েবসাইট থেকে টাচ প্যাড ড্রাইভার ডাউনলোড করে ইন্সটল দেয়ার পরেও টাচ প্যাডে কাজ করছে না।
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬
শব্দযোদ্ধা বলেছেন: হুম বন্ধ। আমি ড্রাইভার আপডেটও তো দিতে পারছি না। উইন্ডো আসে নো ড্রাইভার ফাউন্ড।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
তামান্না তাবাসসুম বলেছেন: আমি এমনি ব্যকডেটেড যে কাল পর্যন্ত Windows XP চালাতাম, আজ windows 7 আপডেট দিলাম
৪| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
শব্দযোদ্ধা বলেছেন:
৫| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৫
রক্তিম দিগন্ত বলেছেন: উইন্ডোজটা আবার ইনস্টল করুন। কোন ঝামেলা হয়েছে নিশ্চয় সেটাপে। আর উইন্ডোজ ৮ ব্যবহার না করে উইন্ডোজ ৮.১ ব্যবহার করুন। উইন্ডোজ-৮ এর কিছু সমস্যা রয়েছে। অনেক কিছুই কাজ করে না।
৬| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৪
শব্দযোদ্ধা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৭| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৭
কস্কি বলেছেন: Touch pad এর ড্রাইভার মিসিং মনে হয় !!! Device manager এ গিয়ে চেক করুন নয়ত ড্রাইভার রিইন্সট্রল করুন ।
৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
শব্দযোদ্ধা বলেছেন: ঠিক বলেছেন। ড্রাইভার মিসিং। আগেও চেক করেছি। নতুন করে বার বার চেষ্টা করার পরও রিইন্সটল করতে পারি নি।
আপনার মুল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ।
উল্লেখ্য, সমস্যার সমাধান আজও হয় নি।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
আব্দুল্যাহ বলেছেন: রিস্টাট দিয়ে দেখেন, টাচ প্যাড বন্ধ কিনা একটু লক্ষ করেন