নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব।

সজিব। › বিস্তারিত পোস্টঃ

সমাপ্তি

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪

ভাবছিলাম সংক্ষিপ্ত সমাপ্তি টানব যখন তখন ছোট গল্পের মতো

কেউ চাক অথবা না চাক, মানুক অথবা না মানুক,
একটা কোন যথাসময়ে,
পুরোনো সব কাজ , ব্যস্ততা আর বহমানতাকে
অর্থহীন মনে হয়েছিল।
উপেক্ষায় নয়,অবহেলায় নয়, এ বুক কেপেছিল একই শঙ্কায়,
কি জানি যদি ডুব দিলেই তুমি হারিয়ে যাও
বলেছিলাম ক্ষমা করে দাও শঙ্কিত বুকের কাপুনিগুলো।
তুমিও বলেছিলে ক্ষমার অর্দ্রতায় সিক্ত করে তুলবে আমায়।
কিন্তু তার আগেই তুমি ডুব দিয়েছিলে উত্তাল তরঙ্গে।
আর তখনই ভেবেছিলাম,
সংক্ষিপ্ত সমাপ্তি টানব যখন তখন ছোট গল্পের মতো

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৩

রিপি বলেছেন:
উপেক্ষায় নয়,অবহেলায় নয়, এ বুক কেপেছিল একই শঙ্কায়,
কি জানি যদি ডুব দিলেই তুমি হারিয়ে যাও...
:(

কয়েকটা লাইনেই ছোট একটা গল্পই বলে দিলেন। আবার ও মুগ্ধতা। অনেক অনেক প্লাস আর শুভেচ্ছা রেখে গেলাম কবিতায়।

১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৩

সজিব। বলেছেন: প্লাস টা যেন পরীক্ষার ফলাফলা হয়। আমিও আপনার প্রতিটা মন্তব্যের লাইনে মুগ্ধতার স্পর্শ পাই। শুভেচ্ছা আপনাকে ও রিপি।

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭

রিপি বলেছেন: পরীক্ষা কেমন দিলেন? :)

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩০

সজিব। বলেছেন: পরীক্ষাতো ভালোই দিচ্ছিলাম আরো ভালো দিতে পারতাম যদি এমন সময়ে জল বসন্তে আক্রান্ত না হতাম । :-(

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪১

রিপি বলেছেন: হায় আল্লাহ কি বলেন !!!!!! এখন কেমন আছেন? বেশী বেশী করে রেস্ট নেন ভাইয়া। ঠিক হয়ে যাবে ।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৩

সজিব। বলেছেন: এখন বেশ সুস্থ । তবে যা হবার তা হয়ে গেসে। ভাগ্য আমাকে কখোনোই তার সাথে রাখে না জানেন:-(

৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

রিপি বলেছেন: আরে জীবনে একবার জলবসন্ত হ্ওয়া ভালো। তবে ডাবের পানি বেশী করে ব্যবহার করবেন তাহলে জলবসন্তের দাগ থাকবেনা। আর এখন সুস্থ আছেন জেনে অনেক ভালো লাগলো। :)

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

সজিব। বলেছেন: আপনি কেমন আছেন ? আপনার খোজ খবর একদমই নেওয়া হয় না।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬

রিপি বলেছেন: আমি ভালো আছি। B-)
এইতো নিলেন খোজ খবর। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.