নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন বাংলাদেশপম্থি হই।

মোঃ শফিকুল ইসলাম সজীব

আজ মেঘ করেছে শীতল ঘন কুয়াশা ভেঙে মন খোজে তারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার ষ্পর্শে এমনো দিনে তাকে খুজে পেতে চায় তার ছোয়ায় রাঙিয়ে মন চায় উষ্ন ভালোবাসা ...

মোঃ শফিকুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

আমরা ভাল হলেই সমাজটা বদলে যাবে।

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০

ভাল খারাপ নিয়েই পৃথিবী। আমাদের সবার মধ্যেই ভাল মন্দের সংমিশ্রণ রয়েছ। আমদের দেশের নীতিনীরধারকরা না হয় একটু বেশীই খারাপ।তাতে কি হয়েছে?দেশ চালানোও কঠিন একটা কাজ।তাদের খারাপ দিক যেমন আছে ভাল দিকও আছে।

ঠিক তেমনি দেশের জনগনের মধ্যেও ভাল খারাপ রয়েছে। আমরা যদি প্রত্যেকে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই তাহলেই তারা খারাপ থাকতে পারবেনা।ভালোর মাঝে থেকে খারাপরাও আর খারাপ থাকতে থাকতে পারবেনা। যেমন -



নবীজীর আগমনের পূর্বে মক্কা-মদিনার অবস্থা আর সেখানকার মানুষের অবস্থা কেমন ছিল কম বেশী সকলেই আমরা জানি। ঐ রকম খারাপ সময় আর মানুষ পৃথিবীতে আর আসছিলও না আর আসবেও না।কিন্তু নবীজী আসার পর তার জ্ঞান,প্রজ্ঞা,আর সুন্দর ব্যবহার ও বুদ্ধিমত্তা দিয়ে ইতিহাসের সবচেয়ে খারাপ সময় ও মানুষদের সোনার মানুষে পরিণত করে দিলেন। এখন তাদের চেয়ে ভাল মানুষ এই পৃথিবীতে আর আসবেনা।



আমরা সেই আইয়ামে জাহেলিয়ার যুগে বসবাস করছিনা অবশ্যি।তাহলে কেন এত সমস্যা আমাদের চারপাশে।আমাদের উন্নয়নের জন্য সরকার এবং জনগণের সংমিশ্রণ দরকার।পজিটিভ সম্পর্কের দরকার।কিন্তু যে সরকার ই আসুক একদল তার পক্ষে থাকে আর একদল তার বিপক্ষে থাকে,আর একদল শুধু সমালোচনা করে। এমন একদল লোক পেলামনা যারা শুরু থকে শেষ পর্যন্ত সমস্যার উৎস খুঁজে বের করে এর সমাধান দিয়ে নিজে সহ অন্যদের সাথে নিয়ে কাজে নেমে পরে ও সফল না হওয়া পর্যন্ত লেগে থাকে।



শুধুমাত্র সমালোচনা দিয়ে উন্নতি সম্ভব না।সরকার-বিরধী দলকে আমরা ভাল করতে পারবনা কিন্তু নিজে ভাল হতে পারব।একবার নিজে নিজে ভাল হয়ে দেখিই না।তাই মিনার মত বলতে হয় 'যেন কাম হয়'।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
শুধুমাত্র সমালোচনা দিয়ে উন্নতি সম্ভব না
কথা সত্য। সুন্দর কথা বলেছেন। আমরা ভাল হলেই সমাজটা বদলে যাবে।

আসুন কাজ করি।
ধন্যবাদ, সজীব।

২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০১

সচেতনহ্যাপী বলেছেন: একটা মানুষ যদি কিছুদিন ভাল থেকে, মিথ্যে না বলে একটু সুনাম করে পরবর্তীতে খারাব বা মিথ্যে বলতে সে অনেক দ্বিধা-দ্বন্ধে ভোগে। আর অভ্যাস হয়ে গেলেতো কথাই নেই।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৮

আজীব ০০৭ বলেছেন: সুন্দর কথা বলেছেন। আমরা ভাল হলেই সমাজটা বদলে যাবে।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৪

আমিনুর রহমান বলেছেন:





শুধুমাত্র সমালোচনা দিয়ে উন্নতি সম্ভব না

আমরা সবাই যদি নিজ অবস্থানে থেকে নিজের কাজটুকু ঠিকমতো করি তাহলেই দেশ অনেক এগিয়ে যাবে।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৯

মোঃ শফিকুল ইসলাম সজীব বলেছেন: সবাইকে ধন্যবাদ। নিজেরাই আগে হওয়া শুরু করি।

আপনারা যে আমার কথা বুঝতে পেরেছেন সে জন্য আবারো ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.