নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
প্রেম চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে বুকের জমিন
ছিড়ে দিয়ে যাচ্ছে জমানো স্বপ্নের নথিমালা।
প্রেম চলে যাচ্ছে, আর কারো মিথ্যে প্রতিশ্রুতির উপকৌটন খুলে দেখবো না,
আর কারো উপহাসের গাছে তিরস্কারের ফুল হবো না।
প্রেম চলে যাচ্ছে, আগুনমুখো কথামালা লেলিহান শিখা হয়ে জ্বলে উঠবে,
কারো হাত বা আচঁল ছোঁয়ার ছোক-ছোকানি আর থাকবে না।
প্রেম চলে যাচ্ছে অবাধ্য হতে বাধা আর থাকছে না,
আ্যাসট্রে ভরে উঠবো নিকোটিন দন্ডের জীবন্ত ভাস্কর্যে
প্রেম চলে যাচ্ছে,
ভেসে যাচ্ছি স্রোতে, দ্বীচারিনী হবার তেষ্টা কিন্তু থাকছে না।
চলে যাচ্ছে প্রেম, সব লক্ষ্য নিয়ে-অলক্ষ্যের পথে।।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
অন্তি বলেছেন: খুব সুন্দর
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
অন্তি বলেছেন: খুব সুন্দর
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ব্যাথাতুর একটি সুন্দর কবিতা। কারো জন্যই নিজেকে শেষ করা যাবে না,,,,,,,,কখনোই না,,,,,,,,কখনোই না,,,,,, একেবারেরই নয়,,,,,,,,,
অনেক অনেক ভাল থাকবেন,,,,,,,,,,,,,,,,
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
সকাল রয় বলেছেন:
কারো কেউ নইতো আমি কেউ আমার নয়::::::::::::::::::::::
যে ছিল দৃষ্টির সীমানায় , তার জন্যও নয় নিজেকে শেষ
ভালো থাকবেন আপনিও
৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো সকাল।
উপকৌটন শব্দটা ভুল এসেছে বোধয়!
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগলো
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
মাসুম ভাই
৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
নস্টালজিক বলেছেন: সব লক্ষ্য নিয়ে-অলক্ষ্যের পথে!
ভালো লাগলো, সকাল!
শুভেচ্ছা নিরন্তর!
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
সকাল রয় বলেছেন:
রানা ভাই অনেকদিন পর আবার লিখলাম
যত্ন নিলেই তো রত্ন মিলবে, আমার সে হচ্ছে না তাই বোধ হয় শেষ পর্যন্ত সব লক্ষ্য নিয়ে অলক্ষ্যের পথে যাবো।
৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। উপকৌটন নাকি উপঢৌকন হবে শব্দটা?
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই
সময় নিয়ে কবিতাটা এডিট করে ফেলবো
৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
অপর্ণা মম্ময় বলেছেন: আ্যাসট্রে ভরে উঠবো নিকোটিন দন্ডের জীবন্ত ভাস্কর্যে
নাকি আ্যাসট্রে ভরে উঠবে নিকোটিন দন্ডের জীবন্ত ভাস্কর্যে
এবং দ্বিচারিণী হবে।
দীর্ঘশ্বাস বা হতাশা ! ভালো থেকো রয়
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
সকাল রয় বলেছেন:
বুঝতেই পারছো কোলাহল পূর্ন ষ্টুডিওতে কয়েক মুহুর্তেই খচখচ করে লিখেছি বলেই বানান এতো ভুল রয়ে গেছে।
সময় নিযে লেখার মতো সময় কখনই আমার হয়না। তাই মন যা আসে ব্লগেই লিখে ফেলি।
ধন্যবাদ। পাঠ করার জন্য। শুধু জমানো কথা প্রকাশের জন্যই লেখা।
ভালো থেকে মম্মি
১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
অদৃশ্য বলেছেন:
সকাল দা
কোন প্রেম যদি সব লক্ষ্য নিয়ে চলে যায় যাক.... যার সব শূন্য হলো, তার আরেকটি লক্ষ্যের রাস্তাও তৈরী হয়ে যাবে...
কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম....
শুভকামনা...
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
সকাল রয় বলেছেন:
আপনি যথার্থই বলেছেন
যাক যে যাবার সে, তাকে ফিরিয়ে কি হবে
ধন্যবাদ
১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
অনীনদিতা বলেছেন: সকালের কবিতা খুব ভালো লাগলো বিকেলে পড়তে
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
বিকেলেই পড়েছেন
১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
নেক্সাস বলেছেন: সকাল দার কবিতা মানেই ভাল লাগা...
দাদা উপকৌটন নাকি উপঢৌকন
নাকি উপকৌটন নতুন শব্দ।আমি নিজেই কনফিউজড।
একটু জানাবেন
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
সকাল রয় বলেছেন:
আসলে এটা হবে উপহার
ধন্যবাদ
নেক্সাস ভাই ভালো থাকুন
১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
নীলঞ্জন বলেছেন: চলে যাক। এখন ভরসার সঙ্গ দরকার, সকাল দা।
কবিতায় ভালোলাগা।+++++++++
শুভ কামনা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ নীলঞ্জন
১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
রাতুল_শাহ বলেছেন: সকাল ভাই পড়ে অনেক ভাল লাগলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
সকাল রয় বলেছেন:
যাচ্ছে চলে প্রেম
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
অন্তি বলেছেন: খুব সুন্দর