নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

:::: আমি তোমাকেই বলে দেবো::::

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯







আমি তোমাকেই বলে দেবো, কেন প্রেম হয়না পুরোনো,

কেন হৃদয়ের আন্দোলনে বিষন্নতা ভর করে মানবের দেয়ালে।

আমি তোমাকেই বলে দেবো,

কেন একের চেয়ে অধিক হৃদয়ের ঘরে কেউ কেউ ছুটে যায়, চায় অন্য কিছু প্রেম মুখোশের আড়ালে।



আমি তোমাকেই বলে দেবো, কেন সত্যিকারের মন ধরা দেয়না কারো খেয়ালে….







::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;;কবিতা নয় কতকথা

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: শুভেচ্ছা! কবিতা ভালো লাগল সকাল!

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:





"কতকথা"
ভালোলাগলো।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

মুনসী১৬১২ বলেছেন: +++++++

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

অনীনদিতা বলেছেন: কতকথা নিয়ে গেলাম প্রিয়তে
জানি আমার মন ভরবে না শুধু এতে....

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

অদৃশ্য বলেছেন:



সকাল দা....

চমৎকার হয়েছে লিখাটি...


শুভকামনা...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

সকাল রয় বলেছেন:
জানিনা
চমতকার হচ্ছে কিনা?

তবে আপনাদের উতসাহ এগিয়ে নিয়ে যাচ্ছে

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

রাতুল_শাহ বলেছেন: +++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
রাতুল কবি

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

অল্প কথায় কতকিছু বললেন!

এখন ভাব সম্প্রসারণ করতে ইচ্ছে করছে B-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

সকাল রয় বলেছেন:
করে ফেলেন।

ভালো আছেন নিশ্চই।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.