নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
স্বাধীনতা আছে স্বাধীনতা নেই!
_______________________________
একটি পতাকার তলে আমার জয়গান; আমার স্লোগান
সেই পতাকাই আমার ঠিকানা আমার প্রাণ।
স্বাধীনতা আমি দেখেছি ফাগুনের আগুন ঝড়া দিনে;
দেখেছি তাকে কৃষকের ক্ষেতে সোনালী স্বপ্ন বুনে;
স্বাধীনতা আছে; আছে হাহাকার।
হাহাকার সেদিনও ছিলো; এখনও নেভেনি সে আগুন
এখনও পথে পড়ে আছে তাজা রক্তের লাশ।
এখনো উল্লাসে মাতে;
এখনও দেখি বিবস্ত্রা নারী; পথে চলে বিকিয়ে দিতে সম্ভ্রম;
দেয়ালে থাকে রাজাকার আর স্বৈারাচারের মেলা;
কেউ কেউ বলে স্বাধীনতা নেই;
-আছো তো;
এই দেখো;
স্বাধীনতা আছে ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন নারীদের দেহে;
স্বাধীনতা আছে নাইট ক্লাব আর ভাসমান পতিতালয়ে;
দালালের পকেটে অফুরন্ত স্বাধীনতা রয়েছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে;
রক্তে এনেছি স্বাধীনতা;
রক্তে লিখেছি বাংলাদেশ;
রক্ত নিয়ে এখনও খেলছে ওরা;
আরো রক্ত প্রতিদিন চুষে চুষে খেয়ে নেবে;
চারপাশে সম্মানিত রক্ত চোষা রাজাকার;
অবশেষে স্বাধীনতা এলো
______________________________
রাতের কথা মনে হলেই ভাসে কান্না-আর হাহাকার
ঘুমন্ত নগরী জেগেছিলো সেদিন;
স্বাধীনতা ঘরে তুলে নিতে;
কচি হাতেও সেদিন উঠেছিলো ভারি অস্ত্র;
ছড়িয়ে দিতে বেঁচে থাকার একটু স্বপন;
মায়ের আঁচল ছেড়ে পথে নেমেছিলো
ওরা ক’জন।
স্বাধীনতা নিয়ে ফিরে যেতে পারেনি
ওদের একজন;
যাকে ভালোবেসে নন্দিতা বধূ সেজেছিলো;
মেহেদীর রঙ্গে মেখেছিলো দুই হাত।
সবুজের মাঠে রাঙ্গাতে সূর্য;
গেলে কতো প্রাণ।
রাজাকারের ভাষণে আজ যারা হাততালি দেয়,
তারাও নিজের সবটুকু তুলে দিয়েছিলো সেদিন।
এখনও দেবে বলে গর্জে উঠে
কিন্তু ঘোমরে উঠা চোখের পানি; আফসোস ছড়ায়;
স্বাধীনতা আসবে বলে
কতনা বাজি ফুটলো;কতনা স্বপ্নের অপমৃত্যু হলো
কতইনা কোল খালি হলো;
অবশেষে স্বাধীনতা এলো;
পতাকার নিচে; মাথা উচু করে দাড়াবার ঠায় হলো।
ওরাও স্বাধীনতা পেয়ে গেছে
______________________
আর কত নারীর সম্ভম বিকিয়ে
মুখোশ ধারীরা রাজত্ব করবে।
আর কটা লাশ পড়লে তবে
রক্ত চক্ষু শান্ত হবে।
হবে কি শান্ত; হয়তো হবে
হয়তো হবেনা।
ওরা ওস্বাধীনতা পেয়ে গেছে,
এখন কেটে-কুটে খাবে মানচিত্র।
ধর্ষিতার রক্তে দেয়াল রাঙ্গাবে,
ব্যাংক ভরবে কালো টাকার স্তুপে।
ওরাও স্বাধীনতা পেয়ে গেছে
পিপড়ের মতো মানুষ হত্যা করবে।
অবৈধ সন্তানকে রাস্তায় ছুড়ে ফেলবে,
ওরা মুখোশ আটা ভদ্রলোক
ওরাই রাজত্ব করবে।
বলতে পারো
আর কটা বাস পুড়লে;
আর কতবার হরতাল হলে;
আর কতবার বোমা বিষ্ফোরন হলে
অর্জিত স্বাধীনতা রক্ষা পাবে।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
দেখলেই বুঝা যায় অতি সহজ আর অপরিপক্ক হাতের লেখা।
কবিতা গুলো যখন লিখেছিলাম ভাবিনি এতটা লুতুপুতু টাইপ কবিতা আমি লিখি তবে এখন ভাবতে পারছি।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকুন
২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪
নস্টালজিক বলেছেন: একটি পতাকার তলে আমার জয়গান; আমার স্লোগান !
সুন্দর একটা শ্লোগান!
শুভেচ্ছা, সকাল!
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
রানা
ভাই ভালো আছেন তো?
৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
তোফাজ্জেল অভি বলেছেন: ভাল লাগা রইলো
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
অভি
৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১
অনীনদিতা বলেছেন: একটি পতাকার তলে আমার জয়গান; আমার স্লোগান !
দারুন
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
অনিনদিতা
৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০
বোকামন বলেছেন:
লুতুপুতু টাইপ কবিতা বলিয়া মনে হইলো....
অতি সহজ লেখাই আমাদের মত সাধারন বুঝিতে পারে
ধন্যবাদ
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫
সকাল রয় বলেছেন:
সাধারণের কথা ভাবলে তো অসাধারণ হওয়া যাইব না।
কিন্তু আমি বোকার ব চেষ্টা করেও পারলাম না রচনা শিল্পগুনে রুপক কবিতা লিখতে আর সেটাই বোধহয় আমার অক্ষমতা।
ধন্যবাদ
৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২
বোকামন বলেছেন:
সম্মানিত লেখক,
“লুতুপুতু টাইপ কবিতা বলিয়া মনে হইলো না ... ”
লিখছিলাম কিন্তু “না” টা বাদ পড়িয়া গেছে ...(পোর্টেবল ডিভাইস থেকে বাংলা লিখতে গিয়ে)
আমার এই ভুল ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য আহব্বাহ জানাচ্ছি
আন্তরিকভাবে দু:খিত
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১
সকাল রয় বলেছেন:
আপনার কোথাও ভুল হয়নি।
যারা ভালো লিখতে জানে তারাই তো বলেছে আমাকে::
পৃথিবীতে দুটো জাত আছে তা হলো ভালো আর মন্দ
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
শুভ কামনা জানবেন
৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
হাসান ভাই
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
হাসান ভাই
৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩
আরজু পনি বলেছেন:
চমৎকার!!
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২
সকাল রয় বলেছেন: শুভ নববর্ষ আরজু
৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪
রুদ্র মানব বলেছেন: ভাল লাগা রইলো ++++
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২
সকাল রয় বলেছেন: শুভ নববর্ষ রুদ্র
ভালো থাকুন
১০| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৮
আহসান জামান বলেছেন:
চমৎকার পাঠ, ভালো লাগা কবি।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
কবি
ভালো থাকুন
১১| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: সবগুলই দারুন লেগেছে।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
আপনার নাম শুনলে মনে হয় বাংলার নবাব বংশধরদের সাথে আছি
১২| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
নেক্সাস বলেছেন: কেউ কেউ বলে স্বাধীনতা নেই;
-আছো তো;
এই দেখো;
স্বাধীনতা আছে ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন নারীদের দেহে;
স্বাধীনতা আছে নাইট ক্লাব আর ভাসমান পতিতালয়ে;
দালালের পকেটে অফুরন্ত স্বাধীনতা রয়েছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে;
দারুন সকাল দা
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
দাদা
ভালো থাকুন
১৩| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
আমি বোকা মানুষ বলেছেন: অসাধারণ ভালো হয়েছে।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
শুনে খুশি হলুম
১৪| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
মুনসী১৬১২ বলেছেন: কিছু জায়গা খুব ভালো হয়েছে
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
সকাল রয় বলেছেন:
আকাশের সবটা জুড়ে কি আর তারকা থাকে
১৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩
ভিয়েনাস বলেছেন: একটি পতাকার তলে আমার জয়গান; আমার স্লোগান
সেই পতাকাই আমার ঠিকানা আমার প্রাণ।
লাকি সেভেন ভালো লাগা
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভিয়েনাস
১৬| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪
আলম িসিিদ্দকী বলেছেন:
কেউ কেউ বলে স্বাধীনতা নেই;
-আছো তো;
এই দেখো;
স্বাধীনতা আছে ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন নারীদের দেহে;
স্বাধীনতা আছে নাইট ক্লাব আর ভাসমান পতিতালয়ে;
দালালের পকেটে অফুরন্ত স্বাধীনতা রয়েছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে;
........................................................................
সত্য উপলব্ধি।
ভালো লাগলো
ভালো থাকুন।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯
সকাল রয় বলেছেন:
অনেকদিন পর
ভালো থাকুন।
১৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: +++
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
সকাল রয় বলেছেন: শুভ নববর্ষ মাসুম ভাই
১৮| ১০ ই জুন, ২০১৩ রাত ১০:১৫
শাহেদ খান বলেছেন: লেখা ভাল লাগল। শেষ অংশে ক্ষোভের জায়গাটাও।
+
শুভকামনা, কবি।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৮
বাংলার হাসান বলেছেন: অসাধারন