নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
তুমি আমি কিংবা আমরা হবো
জন্ম-জন্মান্তরের সাথী।
আমরা চাঁপা হবো, গন্ধে মাতাল দুপুর হবো
আমরা শিশির ভেজা সকালও হবো।
-আমরা সকাল-দুপুর হবো, রাত হবো না?
-হবো পূর্ণচন্দ্র রাত; কিংবা নিকষ কালো রাত, আমরা আধারে আলিঙ্গন হবো।
সাপের মত ফুসফুস শব্দে মাতিয়ে তুলবো চারপাশ
আমরা আনন্দিত হবে রাতের মোহময়তা গায়ে মেখে।
-আমরা সবুজ হবো কি?
-হ্যাঁ আমরা বনভূমির মাঝে সারি সারি স্বপ্ন বুনবো চারা গাছের মতো।
আমরা কাটা তারের জাল বুনবো; যেমন থাকে ফনি মনসার গায়
-আমরা কারো শুভাকাঙ্ক্ষি হবো কি?
-হবো। বেথুন কিংবা বেবোর্ন কলেজের অধ্যাপিকার আচলে রোদ হবো।
আমরা শিক্ষকের কলমের কালি হবো।
দিনমজুরের ঘাম কিংবা লুটেরার উল্লাসও হবো।
-আমরা কি কখনো ধ্বংস হবো?
-প্রতিবাদের দেয়ালে লাভা জমে যখন বিস্ফোরন হবে তখন আমরা অগ্নিকুন্ডের চেয়েও বড় কিছু হবো।
শীতলতায় জমিয়ে দেব হাজার লোকের স্বপ্ন। অপবাদের ভাষা দেবে চপেটাঘাতে
-আমরা কি কখনো বন্ধু হবো?
-হবো মাতালের মাতলামি; অভাগার সাথী আর আলোর রাতি।
আমরা মেঘের ছায়া আর পাহাড়ের উচ্চতা হব।
আমরা বন্ধু হবো বর্ষায় ভেসে যাবে মেঠো পথ আর উঠোন।
-আমরা ভালোবাসা দিয়ে কি কারো পাশে রবো?
-হ্যাঁ, যার খুব করে বাঁচার শখ, তার মনে ভালোবাসার সুভাষ দেব, যেন প্রান পায় তার ইচ্ছেরা।
আমরা ভালোবাসার সমুদ্রকান্তা হবো
শত বছরি বটগাছের শাখায় উড়বে আমাদের প্রেম নিশান।
-আমরা কারো কষ্ট হবো কি?
-আমরা একটা নদী বানাবো; সবার কষ্ট জমা দেবে সেথায়। আমরা অপরাধীর সাজা হবো। কলঙ্কিনীর কলঙ্ক হবো। আমরা লজ্জা হবে ধর্ষিতার। আমরা অথর্ব হবো ভাষাহীনের।
-আচ্ছা আমরা কষ্ট হবো, আনন্দ হবো, সুখ হবো না?
-সব কিছুতেই যখন থাকবো তাহলে এটা কেন বাকী রবে। আমরা দ্বিগবিজয়ী হবো।
হবো তিন রাস্তার মোড়ে ভাস্কর্য। মেঘের পরে রোদ হবো; দৈন্যতার ঘরে অর্থ হবো। অন্ধের আলো হবো।
আচ্ছা আমরা যে এতকিছু হবো ভাবছি, কিন্তু তা কিভাবে? আর আমরাই বা কে?
-আমরা মানুষ আর আমাদের এ সকল আস্ফালন হলো আমাদের ইচ্ছেরা।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
রচনাকাল: ২০১১ খ্রি:
নাটোর বোডিং
নাটোর।
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৯
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকবেন
২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
বোকামন বলেছেন:
হবো ! হবো ! হবো !
প্রবল মুগ্ধ হলাম !
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৯
সকাল রয় বলেছেন:
কিভাবে কখন ক্যমতে ভাই
৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪০
দূর্বাঘাস বলেছেন: অনেক ভালো হয়েছে। ক্যারিওয়ান ভায়া............!!!
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৬
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
দূর্বাঘাস।
ভালো থাকুন সবসময়
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৭
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
দূর্বাঘাস।
ভালো থাকুন সবসময়
৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪১
দূর্বাঘাস বলেছেন: অনেক ভালো হয়েছে। ক্যারিওয়ান ভায়া............!!!
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৩
সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ
দুর্বঘাস
৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৭
টুইংকল বলেছেন: আমরা আমরাই
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪
সকাল রয় বলেছেন:
টুইংকেল
টুইংকেল লিটল ষ্টার.....
ধন্যবাদ
৬| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১২
সায়েম মুন বলেছেন: খুব ভাললাগা!
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪০
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
থাকুন ভালো
৭| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬
আরজু পনি বলেছেন:
গন্ধে মাতাল দুপুর হবো...এই শব্দ গুলোর একত্রিত রূপ আমায় কেন যেন ছাতিম ফুলের কথা মনে করিয়ে দিল ।
কোন এক দুপুরে এক ছাতিম গাছ পার হতে যেয়ে ফুলে ভরা গাছ দেখে আমার পাগল হবার যোগার হয়েছিল !
আপনার ব্লগ থেকে অনেকদিন আগে একটা দারুণ শিল্প চুরি করেছি ।
যা আমার ব্লগের সৌন্দর্য্য বৃদ্ধি করেছে বলেই মনে করি ।
শুভকামনা জানবেন ।।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৬
সকাল রয় বলেছেন:
ছাতিম গাছ !
অনেক ভুলে ভরা আনন্দের এক বাহার যেন।
গন্ধে মাতাল দুপুর হবো!
অনেক অনেক ধন্যবাদ।
কি-ই-বা আছে আবার কি-ই-বা নিয়ে যাবেন। যাই হোক যা নিলেন তা রেখে দিন।
৮| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫
সোমহেপি বলেছেন: সুন্দর কবিতা।
সকাল
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
কোথায় যে থাকেন আপনি
৯| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫০
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
বর্ষন
১০| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: ষষ্ঠ প্লাস দিয়ে গেলাম কবি।
২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮
সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ
শঙ্কু বাবু
১১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪
কয়েস সামী বলেছেন: ভাল লাগা!
২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯
সকাল রয় বলেছেন:
ভালো থাকবেন কায়েস সামী
১২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
এই মধ্য রাত্তিরে মুক্ত সংলাপ পাঠে দারুন আনন্দ পেলাম।
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৮
সকাল রয় বলেছেন: ধন্যবাদ কবি।
কবিতা লিখুন
পড়বো
১৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৪
ভিয়েনাস বলেছেন: আমরা মানুষ আর আমাদের এ সকল আস্ফালন হলো আমাদের ইচ্ছেরা। ...... সুন্দর।
৭ম ভালো লাগা।
অনিয়মিত হবার কারনে অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩
সকাল রয় বলেছেন:
আমি অনেক বেশি অনিয়মিত।
ধন্যবাদ
১৪| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৯
সায়েদা সোহেলী বলেছেন: মুগ্ধতা
মুগ্ধতা
এবং মুগ্ধতা! !!
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২
সকাল রয় বলেছেন:
আপনি কি সহেলী?
(ইয়ে মানে সহেলী নামে একজন দারুন সব লেখা লিখতো)
ধন্যবাদ পাঠ করলেন
১৫| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৮
হাসান মাহবুব বলেছেন: সুন্দর!
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪০
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
১৬| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা!!!
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮
সকাল রয় বলেছেন:
অনেক অনেক শুভকামনা
১৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমরা মানুষ আর আমাদের এ সকল আস্ফালন হলো আমাদের ইচ্ছেরা।
-দারুণ!
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১২
সকাল রয় বলেছেন:
কবিদা
আপনি মনে হয়
এই প্রথম
আগমন
মোর ব্লগে
১৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: +++
১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
মাসুম ভাই
১৯| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৪
জুন বলেছেন: সকাল দারুন একটা কবিতা পড়লাম।
অসম্ভব সুন্দর করে মানুষের বিভিন্ন রূপ ফুটিয়ে তুলেছো ।
আচ্ছা আমরা কষ্ট হবো, আনন্দ হবো, সুখ হবো না?
সত্যি কঠিন প্রশ্ন ।
আমার বলার কিছু নেই। নিয়ে রাখলাম প্রিয় সব কবিতার সাথে।
+
২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭
সকাল রয় বলেছেন: প্রথমেই দেরীতে মন্তব্যের জবাব দেবার জন্য দু:খিত
কবিতায় কবিতায় অনেক অনুভূতি ছড়িযে দেতে চাই। কখনো কখনো কবিতায় নিজেকে প্রশানবিদ্ধ করি কখনো কখনো তার উত্র খুজে বেড়ায়। কথাগল্প আর অনুভূতি অল্প এ সব নিয়েই তো কবিতা।
আপনার কবিতাগুলোও কিন্তু ভারি সুন্দর হয়ে আসছে।
অনেক অনেক ভালো থাকবেন সবসমযের জন্য শুভকামনা
২০| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭
আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,
একজন "মানুষ" এর ইচ্ছের কথা দেখলাম ।
সকালের মতোই যেন আপনার হৃদয়খানি উদ্ভাসিত রইলো আলো নিয়ে , কণককান্তির মতো ।
আমরা সকাল-দুপুর হবো, রাত হবো না?
হবো । আপনার কাঙ্খিত রাতের মতো হবো । সফেন গাঢ় জোছনায় ঢালা রাত হবো যখোন মানুষ হবো । আঁধার কালো রাত হবো, অমানুষের মুখ ঢাকতে চাইবো যখোন ।
কিন্তু ... আমরা "মানুষ" হয়ে উঠতে পারবোনা হয়তো কোনদিন ......
ভালো থাকুন । এরকম একখানা মন নিয়ে থাকুন । অন্তত একজন মানুষকে তো আমরা দেখি !
২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮
সকাল রয় বলেছেন:
রাত্রীর প্রহর শেষে;
প্রতিটি সূর্যোদয়ে আমি তোমাদের চোখ ছুয়ে আসি;
যাকে কাছে রেখে দুরের আকাশে;
তোমাদের নগরে তোমরা খুজে ফেরো এক টুকরো হাসি কিংবা সুখ।
আমি তারা কিংবা চাদঁ নই ;
তবুও আমার আলো আছে মেঠো পথ থেকে সুউচ্চ প্রাসাদে।
আমি তোমাদের স্বপ্নের ফেরিওলা।
যে কিনা প্রতিদিন;
পথের ধারে, কথা বিকিয়ে চলে।
আমি কথারপথ হয়ে আছি তেমাদের স্পর্শ পাবো বলে।
তোমাদের কথাসাথী হবার জন্য আমার আকুলতা থাকবে অনন্তকাল।
তোমাদের মুখের হাসি কে আমি মুঠোর মধ্যে রেখেছি;
আর কষ্ট নিয়ে বুকে, হেসে চলেছি তেমাদেরই সাথে।
আমি তোমাদের স্বপ্নের ফেরিওলা;
তোমাদের প্রিয় কথাওয়ালা।
তোমাদের মন খারাপের দেয়ালে আমি একেঁ দিতে পারি ভালো লাগার আবেশ।
আমার কথার সাগরে তোমাদের ক্লান্ত মনকে ডুবিয়ে স্নান করে নিও।
আর তোমাদের না বলা কষ্টের কথা আমার দেয়ালে লিখে যেও।
::
কখনো-সখনো কাঙ্খিত বস্তু পাওয়া হযে উঠেনা তারপর জাগে তৃষ্ণা তারপর থেকেই অনাকাঙ্খিত সব কিছু এলোমেলো করে দেয় আর তখন কবিতা আসে।। রাত আমার প্রিয বন্ধু। সব কিছু লুকিয়ে রাখতে পারি সেখানে।
:::
আমরা কখনো মানুষ হযে উঠতে পারিনা চেষ্টা থাকে.....
::::
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন সবসময়,
২১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন! অনেক ভালো লাগল।
২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
আপনিও অনেক সুন্দর লিখেন
২২| ২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩১
বটবৃক্ষ~ বলেছেন: অসাধারন ভাইয়া!! +++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৫
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে, ভাল্লাগলো ||