নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
রাত হতে চলেছে;
জোছনা জেগে উঠছে এখন বাড়ি ফিরবো।
ভেজা পথ, ভেজা মাটি আর আমার ভেজা মন।
এক অনিশ্চয়তার পথে ভবিষ্যত আমার।
আজকাল খুব জানতে ইচ্ছে করে কেমন আছো নন্দিনী?
এখনো কি জোছনা দেখো দক্ষিনের জানালা খুলে? এখনো কি আমার বাড়ি ফেরার অপেক্ষায় বসে থাকো গাল ফুলিয়ে, এখনো কি এক মিনিট কথা বলবার আশায় বালিশের পাশে রেখে দাও সেলফোনখানা?
কখন আমার দেয়া রিং বেজে উঠবো তোমার সেলফোনের ডিসপ্লেতে,
না'কি গেছো ঘুমিয়ে বুকের মাঝে জমা রেখে না বলা কথামালা........
নন্দিনী বাড়ি ফিরবো
রাত হতে চলেছে।
মাধবীলতা বিল্ডিং, রিভার ষ্ট্রিট, সুসং নগর
রচনাকাল: ১৭ আগষ্ট।
ছবি: নেট থেকে গৃহিত
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০০
সকাল রয় বলেছেন:
মুলত কবিতা না এটা
কিছু লিখছি না লিখতে পারছিনা। কিন্তু ইচ্ছে হয়। কথা জমে থাকে তাই চেষ্টা করি লিখতে। ব্লগে দিলাম কথাগুলো হারিয়ে যেন না যায় সে জন্যে। হাত বন্ধু না রেখে খোলা রাখলাম। আর কি
কবিতা লিখতে গেলে অনেক পড়তে হবে।
ভালো থাকবেন মাসুম ভাই
২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৭
লেখোয়াড় বলেছেন:
নন্দিনী আর নন্দিতা কি একই।
কি জানি কবিতার ওরা একই কিনা।
++++++++++++++++++
অনেক কথা হবে ভবিষ্যতে সকাল রয়।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০১
সকাল রয় বলেছেন:
একই তবে একটু ভিন্ন।
অনেক কথা হবে তবে বেচে থাকলে
৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: nice
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০২
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪০
ফ্রেয়া রুনি বলেছেন: একটা গান আছে । আমার ভীষণ প্রিয় " খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতই আছো নাকি............." প্রতীক্ষা আশা আর স্মৃতির ভালোবাসায় মেশানো গানের লিরিক্স ।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৯
সকাল রয় বলেছেন:
মান্না দে'র গাওয়া গান
আমারও প্রিয়।
অনেকক ধন্যবাদ
৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৫
শুকনোপাতা০০৭ বলেছেন: অসাধারন লাগল... সত্যিই অসাধারন
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১২
সকাল রয় বলেছেন:
অনেক
অনেক
ধন্যবাদ
ভালো
থাকবেন
৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১০
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে সকাল ||
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৩
সকাল রয় বলেছেন:
আপনার প্রো-পিক অনেক বড়
অনেক ধন্যবাদ
ইকমু//
৭| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৫
ইমরাজ কবির মুন বলেছেন:
আগে এটার ডাবল সাইজের একটা ছিল !
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৩
সকাল রয় বলেছেন: তাই নাকি!
আমি তো ৩বছর আগে যে প্রো পিক দিয়েছিলাম
সেটা দিয়েই চলে যাচ্ছে
৮| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০১
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
আভি
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০১
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
আভি
৯| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫১
আমিনুর রহমান বলেছেন:
পাঠে ভালো লাগা +++
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
আপনার কোলে বেবীটা কে?
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
আপনার কোলে বেবীটা কে?
১০| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫২
ভিয়েনাস বলেছেন: জোছনা জেগে উঠছে এখন বাড়ি ফিরবো।
ভেজা পথ, ভেজা মাটি আর আমার ভেজা মন।
এক অনিশ্চয়তার পথে ভবিষ্যত আমার .......
এলোমেলো কথাগুলো গুছিয়ে প্রেমের কবিতা হয়ে উঠুক ......
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
সকাল রয় বলেছেন:
সবকিছু এলোমেলো হয়ে আছে কথার মতো
জানিনা গুছিয়ে উঠতে পারবো কি-না
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
সকাল রয় বলেছেন:
সবকিছু এলোমেলো হয়ে আছে কথার মতো
জানিনা গুছিয়ে উঠতে পারবো কি-না
১১| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:২০
নাজিম-উদ-দৌলা বলেছেন:
ভাল লিখছেন সকালদা। ভাল আছেন নিশ্চয়ই
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সকাল রয় বলেছেন:
ভালোআছি ভালোআছেন তো?
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সকাল রয় বলেছেন:
ভালোআছি ভালোআছেন তো?
১২| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮
অদৃশ্য বলেছেন:
সকাল দা
চমৎকার লাগলো প্রেমের কবিতাটি... আপনাকে ইদানিং কম দেখি, বা আমার চোখে পড়ে না...
কথা হবে
শুভকামনা...
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
সকাল রয় বলেছেন:
আছি কোথাও হয়তোবা
যেখানে চোখ পড়েনা কিংবা নেই
ভালো থাকবেন
১৩| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে আপনার অনয় লেখাগুলোর তুলনায় সাদামাটা।
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
হাসান ভাই ভালো থাকুন
১৪| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
বটবৃক্ষ~ বলেছেন: রাত হতে চলেছে;
জোছনা জেগে উঠছে এখন বাড়ি ফিরবো।
ভেজা পথ, ভেজা মাটি আর আমার ভেজা মন।
খুব চমৎকার!!++++
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৯
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকুন
১৫| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪
আমিনুর রহমান বলেছেন:
আমার একমাত্র সন্তান শীর্ষ। জুনে বছর পূর্ণ করে সাতে পরল।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
সকাল রয় বলেছেন: একদিন অনেক বড় হয়ে দেশ গড়বে
১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
আরজু পনি বলেছেন:
লেখাটা পড়ে মান্নাদের গানটাই মনে পড়ে গেল ...ফ্রেয়া রুনিও দেখি তাই বললো ।
ভালো লাগা রইল সকাল ।।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭
সকাল রয় বলেছেন:
অনেক অনেক
ধন্যবাদ
ভালো থাকবেন
১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
শায়মা বলেছেন: চিঠি চিঠি কাব্য।
আমারও মনে পড়লো মান্না দের গানটা।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৪
সকাল রয় বলেছেন:
মনে পড়ে রুবি রায় কবিতায় একদিন কত করে তোমাকে যে ডেকেছি.......
ধন্যবাদ অস্পরা
১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভেজা পথ, ভেজা মাটি আর আমার ভেজা মন। নন্দিনীর জন্য আকুলতা ভালো লাগলো। শুভেচ্ছা।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
বস
ভালো থাকবেন
অনন্তকাল
১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
রাইসুল নয়ন বলেছেন: নন্দিনীরা ঘুমিয়েই থাকে,
আমরা জেগে থেকে ভাবি ওরা আমাদের ভাবছে!!!
পুরুষ মানুষ আল্লাহ্ কোন ফরমেটে বানাইছে কে জানে!!!
নন্দিনীর জানালায় ঢিল ছুড়িনা বহুত বছর,
আপনার লেখা পড়ে খুব ইচ্ছে হচ্ছে,
যদি আজ রাতে ও জানালায় ঢিল ছুড়ি তবে আপনাকে জানাবো!!
আপনার লেখা আমাকে যন্ত্রণা দিল!!!!
আজ ছুড়বোই ঢিল,তবে নন্দিনী হয়তো জানালা খুলে মোবাইলের আলো জ্বেলে আমকে কাছে ডেকে জানতে চাইবে না,ঘুমাও না ক্যান???? সকালে ক্লাস আছে না!!!!!
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯
সকাল রয় বলেছেন:
হয় এমন...
আমারো অনেক হয়েছিল।
ভুলা যায়ন কিছুতেই সেসব দিন...
ভালো থাকুন
২০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৭
অপ্রচলিত বলেছেন: প্রথমে ভেবেছিলাম কবিতা, না হওয়ায় একটু হতাশ, তবে ভালো লিখেছেন। পাঠে বেশ ভালো লাগলো। +++
আর হ্যাঁ, নন্দিনী নামটি অনন্যসাধারণ
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯
সকাল রয় বলেছেন: নন্দিনী নিযে ৬টা কবিতা রয়েছে। সময় পেলে সেগুলো পড়ে দেখবেন।
নন্দিনী নামে যিনি ছিল তিনি এখন বন্দিনী
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১২
মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা হিসাবে লেখাটা তেমন জমে নাই বাট এমনে পড়তে ভালা লাগছে।
নন্দিনী বাড়ি ফিরবো
রাত হতে চলেছে।
সুন্দর