নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
নন্দিনী,
ভালো আছো তো?
জানি উত্তর মেলবে না তোমার, তবু প্রশ্ন করে যাওয়া,
জানি চুপ করে শুধু কান পেতে আছো!
যেন আমি খুব ভয়ঙ্কর ছোঁয়াছে রোগ,
পাছে লোকের মুখে নিন্দে রটুক
কিংবা কলোনীর এবেলা-ওবেলাকার
চটকদার ইস্যুর মুখরোচক কোন কারন তুমি যাও সেটা তুমি চাও না।
তাই তুমি চুপ!
নন্দিনী,
নরম সুগন্ধি জড়ানো সাদা টিস্যু পেপারে,
খুব সন্তর্পণে জেল কালিতে লেখা আমার চিরকুট গুলো কি এখনো তুমি যত্ন করে
শয়ন সম্ভারের পাশে লুকিয়ে রেখেছো?
এখনও কি রোজ গাল ফুলিয়ে একেকটিবার
একটু উদাসী হাওয়ায় আনমনে একটু নীল নীরবতা
চোখে নিয়ে আমাকে ভাবতে বসে যাও?
এখনও আলগোছে চাবির ছড়ার মতো এক ফোটা
কাচের মতো চকচকে পানি কি তোমার
কপোল বেয়ে গলার কাছটায় এসে মিশে যায়?
তুমি হয়তো ক্যালেন্ডারের পাতার মতো করে
তোমার পুরোনো স্মৃতি উল্টে দিয়েছো,
হয়তো ভুলবার কোন আয়োজন ঠোঁট চেপে তুমি কষে নিচ্ছো,
নয়তো কপালে চোখ তুলে বলে যাচ্ছে-
মুখপোড়া আর কতকাল এভাবে স্মৃতি টেনে রাখবি?
নন্দিনী,
আমি অনেক কিছুই এখন পারি
কিন' ঠিক কবে যে তোমাকে ভাবববার কথা ভুলে যাবো শুধু সেটাই ভাবতে পারিনা।
আর ওদিকে তোমার ভাবনার আকাশে মেঘ কেটে গিয়ে হাজার তারার
দল উত্তর দক্ষিনে ছড়িয়ে আছে, উন্মুখ তোমার দৃষ্টি, অস্থির তোমার পথচলা।
নন্দিনী,
আমি জানি যতটা হাসি আজকাল
তোমার মুখাবয়বে সোনা রং ধরিয়েছে তার
খানিকটা সং যাত্রার অভিনয়ের মতো পাকা।
আমি জানি,
তোমার দীর্ঘশ্বাসের উত্তাপ যে হাওয়া আশ-পাশটায় বিষণ্নতার ঢেউ তোলে
তুমি তা চোখ বন্ধ করে রূদ্ধশ্বাস নিয়ে আলগোছে সরে যাও,
পাছে কেউ কিছু বলে যায়, কিংবা যে ব্যাথা যে সইতে পারার নয়
সে ব্যাথা তুমি ভাগ কর না।
নন্দিনী, স্বার্থপরতার যে চাদরে আজ তুমি
নিজেকে মুড়িয়ে নিয়েছ
সেটা নিছক তোমার সুখের জন্য নয়?
সেটা এই আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবার জন্য
যেন হারটা আমারই হলো!
আমি জানি, তুমি অনন্ত দু:খ বইবার ভাড় নিয়ে
সন্ধ্যে কেত্তনের মতো রোজ নিজেকে একটা বঞ্চিত নিয়মের মধ্যে ফেলে রেখেছো
যেখানে সুর তাল লয় শুধু আপনাই বয়ে চলছে
আর গলা সাধা যেন শুধু সময় পোড়ানোর আশায়।
নন্দিনী,
আজ কত কি বলে যাচ্ছি?
জানি খুব বিরক্ত হচ্ছো!
মনে মনে বলছো, আঃ! মরন আমার! হাড়-মাংস জ্বালিয়ে খেলে,
আর ঠিক চোখ বন্ধ করে, বুকের কষ্ট নিয়ে আমাকে অভিসম্পাত করছো?
আর এও জানি সেখানেও তোমার নীরবতা।
এই ধুপ, গীত, মোহ, অভিনয় আরও অনেক শেখানো ধৈর্য্যের কাঠি,
এ সবই তোমার শেখানো বলেই হয়তো আমি সয়ে যেতে পারছি।
কে জানে হয়তো থাকবো এগুলো নিয়েই।
নন্দিনী,
চিরকুট গুলো কি এখনো রেখেছো ছড়িয়ে?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
সুসং নগর
১ লা অক্টোবর-২০১৩ খ্রি:
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
কেমন আছেন লেখোয়াড় সাহেব?
২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২০
শায়মা বলেছেন: ভাইয়া নন্দিনী এখন কোথায় আছে?
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯
সকাল রয় বলেছেন: শায়মাপু... প্রোপিকটা অস্পরা ম্যাডম এর আপনি কোথায় পেলেন...
নন্দিনী আছে মানিকপুর গ্রামে।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আজ কত কি বলে যাচ্ছি?
জানি খুব বিরক্ত হচ্ছো!
মনে মনে বলছো, আঃ! মরন আমার! হাড়-মাংস জ্বালিয়ে খেলে,
আর ঠিক চোখ বন্ধ করে, বুকের কষ্ট নিয়ে আমাকে অভিসম্পাত করছো?
আর এও জানি সেখানেও তোমার নীরবতা।
দারুণ। ছবিটা বেশি ভাল লেগেছে।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
অমন একটা ছবি সৃষ্টি করতে পারলে আমি নিজেও খুশি হতাম। কিন্তু সম্ভব নয় আমার পক্ষে।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: আছেন কেমন?
সুসং নগরটা কই?
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০২
সকাল রয় বলেছেন:
ভালোআছি
আপনি কেমন আছেন?
সুসং দূর্গাপুর
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ একটা কবিতা পড়া হলো !
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
অভি
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:০৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: এই তো চলে যাচ্ছে। লেখালেকখি কেমন চলছে?
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
সকাল রয় বলেছেন:
লেখালেখি হঠাৎ হয়।
আপনার কেমন হচ্ছে?
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:২৭
পেন্সিল স্কেচ বলেছেন: চিরকুট গুলো ++++++++++
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০২
সকাল রয় বলেছেন:
আপনাকেও ++++
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:০২
মামুন রশিদ বলেছেন: ভাল লেগেছে । +++
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১
স্নিগ্ধ শোভন বলেছেন:
অসাধারণ!!!
মুগ্ধপাঠ।
একরাশ ভাললাগা।
++++
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৫
সকাল রয় বলেছেন:
আপনার নামটাতেই ভালোলাগা!
অনেক ধন্যবাদ
ভালো থাকুন
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫
রাইসুল নয়ন বলেছেন:
যে প্রেম তোমায় দিতে চেয়েছিলাম প্রনয়নী,
তা আজ আমার গলার কাঁটা।।
জানি চুপ করে শুধু কান পেতে আছো!
যেন আমি খুব ভয়ঙ্কর ছোঁয়াছে রোগ,
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯
সকাল রয় বলেছেন:
অনেক ভালো থাকুন
নয়ন ভাই
১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫
টুম্পা মনি বলেছেন: তুমি হয়তো ক্যালেন্ডারের পাতার মতো করে
তোমার পুরোনো স্মৃতি উল্টে দিয়েছো,
হয়তো ভুলবার কোন আয়োজন ঠোঁট চেপে তুমি কষে নিচ্ছো,
নয়তো কপালে চোখ তুলে বলে যাচ্ছে-
মুখপোড়া আর কতকাল এভাবে স্মৃতি টেনে রাখবি?
খুব মিষ্টি একটা কবিতা। অনেক ভালো লাগা।
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
সকাল রয় বলেছেন:
অনেক অনেক
ধন্যবাদ।
ভালো থাকবেন।
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম...অসাধারন
০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
বস
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আজকের দিনের জন্য সত্যি একটা সুন্দর কবিতা! অনেক অনেক ভালো লাগল।
০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন
১৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯
সায়েম মুন বলেছেন: কবিতা কালকে পড়েছি। কমেন্ট দেয়া আর সম্ভব হয়নি। অনেক ভাল লেগেছে আমার কাছে।
০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
১৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই
১৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫
অদৃশ্য বলেছেন:
দাদা
চমৎকার হয়েছে লিখাটি... খুব ভালো লেগেছে
শুভকামনা...
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৫১
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকবেন সবসময়
১৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮
জুন বলেছেন: সকাল সকাল আমি কেন তোমার মতন এমন কবিতা লিখতে পারি না কেন বলো তো ? কি আশ্চর্য্য প্রতিটা অক্ষর প্রতিটা শব্দ আমাকে গভীর ভাবে স্পর্শ করে গেল ।
অনেক অনেক ভালোলাগা নন্দিনী কবিতায়। সাথে নিয়ে গেলাম ।
+
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
সকাল রয় বলেছেন:
অনেক সরি আপু। আপনার কমেন্টের জবাব দিতে অনেক দেরি হয়ে গেল।
অনেক অনেক ধন্যবাদ।
১৮| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২
আমি অথবা অন্য কেউ বলেছেন: দৈর্ঘে এবং মানে পরপর দুইদিন দুইটা ভালো কবিতা পড়লাম। অনেক ভালোলাগা রইলো
১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৪
সকাল রয় বলেছেন: অনেক দিন পর কেউ আমার কবিতা পড়লো.....
অনেক ধন্যবাদ
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯
লেখোয়াড় বলেছেন:
সকাল বাবু।
+++++++++++++++++++