নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
হয়তো নারকীয় হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ কিংবা লুন্ঠন দেখা হয়নি তোমাদের,
হয়তো মৃত সন্তান হাতে নিয়ে অসহায় মায়ের আর্তনাদ শোনা হয়নি তোমাদের,
হয়তো দেখা হয়নি শীততাপ নিয়ন্ত্রিত ঘরে রিমোট কন্ট্রোল হাতে বসে থাকা শাসকদের হাসি মাখা মুখ
হয়তো ধর্মের নামে স্লোগান দিয়ে ধ্বংসযজ্ঞ দেখা হয়নি তোমাদের,
হয়তো দেখা হয়নি আরো একটা মার্চের কালো রাত।
তবে এবার দেখবে,
প্রকৃতির চাদরে মোড়া সবুজ ভূমি ছেয়েঁ যাবে কালো চুমোয়
ভিক্ষুকের পয়সা জমা হবে রাজাকারের পকেটে
কেননাএখনো ফুরিয়ে যায়নি জারজ রাজাকারের উল্লাস,
জাতীয় পতাকা পুড়িয়ে, শহীদ মিনার গুড়িয়ে
এখনো বুক উঁচিয়ে টিকে আছে ওরা।
শুধু নির্মম মৃত্যু উপহার পাবে তুমি কিংবা তোমরা....
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
সকাল রয় বলেছেন: বিজয়ের শুভেচ্ছা রইল।
ভালো থাকুন এই বাংলায়
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১
মামুন রশিদ বলেছেন: এটাই হোক বিজয়ের দৃপ্ত অঙ্গীকার!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ।
বিজয়ের শুভেচ্ছা
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
নাজিম-উদ-দৌলা বলেছেন:
চমৎকার লিখেছেন সকালদা!
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ ভাই । অনেক দেরীতে মন্তব্যেরউত্তর দিলাম।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
ইমরাজ কবির মুন বলেছেন:
শুভেচ্ছা সকাল।
শুধু নির্মম মৃত্যু উপহার পাবে তুমি কিংবা তোমরা.... ||
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
সকাল রয় বলেছেন:
শুভেচ্ছা আপনাকেও
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
সকাল রয় বলেছেন:
শুভেচ্ছা আপনাকেও
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
হাসান মাহবুব বলেছেন: ঝাঁঝালো কবিতা। ভালো লাগলো।
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
হাসান ভাই
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০
সকাল রয় বলেছেন: ভালো আছেন তো?
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিজয় দিবসের শুভেচ্ছা, কবি।
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
সকাল রয় বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা, কবি।
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
সকাল রয় বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা, কবি।
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১
সায়েম মুন বলেছেন: ঝাঁঝালো কবিতা। কবিতায় অনেক ভাললাগা!
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন
৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৫
আহসান জামান বলেছেন:
বিজয় উল্লাস, ভালো থাকবেন।
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২
সকাল রয় বলেছেন: ভালো থাকবেন কবি।
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
রহস্যময় ফয়সাল বলেছেন: দেরিতে ভালোলাগা জানাতে এলাম দাদা। যদিও দেশের পরিস্থিতি বলছে খুব বেশি দেরি হয়তো হয়নি।
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫
সকাল রয় বলেছেন:
হুম!
হরতাল অবেরোধ আর মাইকে প্রবল চিৎকার
রাষ্ট্র হেসে বলে গণতান্ত্রিক অধিকার
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: নির্মম সত্য বচন উঠে এসেছে কবিতায় !
দেশ এখন এমন এক জায়গায় জনতা চোখে শুধু অন্ধকারই দেখছে !
বাংলাদেশ চিরজিবী হোক , সোনার বাংলা গড়ে উঠুক !
বিজয় দিবসের শুভেচ্ছা !