নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

ভা ল বা সা

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬



-সুদন্তী জেগে আছো?

-হ্যা

-কুয়াশা ঢাকা ঘোলাটে চাঁদ দেখেছো কি?

-হ্যা চাঁদ আমার মাথার ঠিক উপরে, এখন; তুমি কি দেখেছো তাকে?

-আমি দেখেছি তোমারন কোলে খেলা করছে চাঁদের ছায়া

-সত্যি

-হ্যা

-সুদন্তি দেখেছো এই পাতাঝড়া দিনগুলোতেও গাছগুলো কেমন সতেজ থাকে

-ওদের বুকে ভালোবাসা আছে যে তাই,

-ভালোবাসায় সতেজতা থাকে

-কেন থাকবেনা? বোকারা জলেই পরে থাকতো যদি না ভালোবাসা পেতো

-কি জানি! আমি বোকা ভালোবাসার ভা-ও পেলাম না

-তাই! ভা’ না- পেলেও ল- তো পেয়েছো?

-হ্যা সেটা জন্মঅবদি আছে

-তোমার কথা শুনে আমার বেশ হাসি আসছে

-কেন?

-এই যে বললে জন্মঅবদি; ছোট বেলায় কি উদোম হয়ে স্নান করতে তখন লজ্জা করতো না

-কি,যে বলোনা তুমি? করতে না আবার খুব করতো কিন্তু তখন ফেরাই কি করে বলো?

-তাই তো যখন থেকে বুঝতে শিখলে তখন থেকে ল’-এর লজ্জা পেয়ে বসলো তোমায়।

-হ্যা আমার শুধু ভালোবাসার ল’-ই না সেই সাথে যোগ হয়ে গেছে ভালোবাসার ‘সা’ টাও

-হুম জানি ছোট্ট ঘরে তুমি দিবারাত্রী আরতি করে গেছো কিন্তু স্বাদের গাছে পানি ঢেলেও সাধ্য পূরণ করতে পারিনি।

ঠিক বলেছো সাধ নেই কিংবা পূর্বেও ছিল না ভালাবাসা ধরে রাখার এই তীব্র আকাঙ্খাটাকে ধরে রাখার সাধ্য।

-সুদীপ্ত ভালবাসার “ল” আর “স” টা যেমন তোমার সঙ্গি হয়ে আছে তেমনি আমারও “ভা” আর “বা” টা সঙ্গি।

-সে আমি জানি; গড়ের মাঠের বৈশাখি মেলায় চুপসানো একটা ফুল দিয়ে আমায় বলেছিলে যদি ভাব করতে পারি তাহলে একদিন এ ফুল সতেজ হবে। আমি পারতাম না কিন্তু তুমি ঠিক ভাব করতে পারতে, আমাকে ভাবতে পারতে যেমনটা এখনও ভাবাও।

-সুদীপ্ত আমি জানতাম তুমি ভালোবাসার লজ্জার ডালে আটকে আছো তাই তো ডাকতাম

-একটা নীড় হলো “ল” কে ঝেড়ে ফেলে তোমার ভালবাসার “বা” টা কে পূর্নতা দেবো। কিন্তু দেখি সে আশায় প্রদীপ নিভু নিভু সলতেও পুড়ে পুড়ে প্রায় শেষ হয়ে আসছে।

- হ্যা ঠিক বলেছো সুদীপ্ত আমি চিরটাকাল ভালোবাসার “বা” এর বাসনা কে মনের মধ্যে রেখেছি, কত বাসনা ছিল ছোট নীড়ে দুজনার ঠায় হবে একপাশে। সব ব্যর্থতা কে চাপা দিয়ে ভালোবাসার সুরভী ছড়াবো।

-সুদন্তি এ জীবন নদীর ঘাট বড়ই পিচ্ছিল। সোজা হয়ে দাড়াতে গিয়ে আমি যেমন বার বার হোচট খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি তেমনি তুমিও আমায় তুলে নিতে নিতে ক্লান্ত।

- আমি কিংবা তুমি একটা ছোট নীড়ে থাকবার আশায় কিংবা সারা জীবন পাশে থাকবার প্রত্যয়ে ভালোবাসাকে সঙ্গী করেছিলাম। আর তাই এই চার বর্ণের শব্দটার দু’বর্ণ করে আমাদের ভাগ্যে জুটলো।

-সুদীপ্ত চাঁদ কি পুরোনো হয় কখনো? সে তো প্রতিদিনই নতুন। আমাদের ভালোবাসা পুরোনো হবে না কখনো। এটা যে প্রতিটা মানুষের চাওয়া পাওয়ার মধ্যে মিশে গেছে। আমাদের ভালোবাসার চার বর্ণ সবার ভালোবাসার মাঝেই আছে।

- যত পুরোনোই হই ভালোবাসার ভা, লজ্জার ল, বাসনার বা, আর সাধ্যর সা নিয়েই তো আমাদের পথচলা শুরু হয় প্রতিদিন।







.........................এটা না কবিতা না গল্প..............................

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

লেখোয়াড় বলেছেন:
সুদীপ্ত জেগে আছে, সুদীপ্ত জেগে থাক।

"যত পুরোনোই হই ভালোবাসার ভা, লজ্জার ল, বাসনার বা, আর সাধ্যর সা নিয়েই তো আমাদের পথচলা শুরু হয় প্রতিদিন"

ভাল লাগল, শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

সকাল রয় বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে নিজের পিঠটাকেই চাপরে দিতে ইচ্ছে করছে নিজের কেননা এটা না কবিতা না গল্প। সেই কবে যে লেখে ফেলে রেখেছিলাম। এক কবি দেখে বলেছিলো বাঙালী খালিআবেগ দেখায় আর এমন কবিতা মানেইআবেগের ফুলঝুরি।

ভালো থাকুন সবসময়।

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

নীল কষ্ট বলেছেন: হুম, ভালোবাসা পাওয়া কঠিন, দূলর্ভ জিনিস

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

সকাল রয় বলেছেন: বর্তমান সময়ে কিন্তু তেমনটা একদম দেখা যায়না।

ভালো থাকুন নীল

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে,,,,,,,,,,নতুন বছরের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ।
ভালো থাকুন। সবসময়।

নতুন বছরের শুভেচ্ছা।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২

চাঙ্কু বলেছেন: সুন্দর লেখছেন কিন্তু কবি কইছেন- ভালুবাসা ভালা না :-*

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

সকাল রয় বলেছেন:
ভালোবাসা ভালো না্ এ কথাটা সত্যি নয়।
ধন্যবাদ
চাঙ্কু মামা

৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর কল্পিতা !
সূদন্তী নামটা দন্তভংগনীয়, তবে আমার পছন্দ হৈসে ||

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

সকাল রয় বলেছেন:
সুদন্তি নিয়ে প্রথমে লিখেছিলাম। ২০০৯ সালে।

ভালো লাগে তার হাসি। নাম হতে পারতো সুহাসিনী কিন্তু রবীন্দ্রনাথ সেটা ব্যবহার করে ফেলেছেন ভাবলাম নতুন কি আনা যায়!
তাই সুন্দর হাসির মানুষকে বলি সুদন্তী।

অনেক ধন্যবাদ ভালো থাকুন।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা ভেবে আসছিলাম।
সুদীপ্তর জেগে থাকার গল্প ভালো লাগলো।

হ্যাপি নিউ ইয়ার, দাদা।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২

সকাল রয় বলেছেন: Happy New Year .... 2014 কবি

না কবিতা না গল্প না অন্যকিছু
শুধু লিখলাম আর কি

৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ অভি।
ভালো থাকুন সবসময়

৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: শেষ লাইনটা খুব সুন্দর। ভালো লাগলো কথোপকথন।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
শুভ হোক-২০১৪
আপনার হাত থেকে সুন্দর সব গল্প আসুক।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কি জানি! আমি বোকা ভালোবাসার ভা-ও পেলাম না


আমাদের ভালোবাসা পুরোনো হবে না কখনো।


লাইন দুটো বেশি ভাল লাগলো । :)

সুন্দর কবিতা কবি ।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ। ভাই
ভালো থাকুন
শুভ হোক

১০| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

আমিনুর রহমান বলেছেন:



এটা না কবিতা না গল্প !!!
যাইহোক ভালো লাগা রইল :)

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকবেন ভাই।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

শায়মা বলেছেন: -সুদীপ্ত চাঁদ কি পুরোনো হয় কখনো? সে তো প্রতিদিনই নতুন। আমাদের ভালোবাসা পুরোনো হবে না কখনো। এটা যে প্রতিটা মানুষের চাওয়া পাওয়ার মধ্যে মিশে গেছে। আমাদের ভালোবাসার চার বর্ণ সবার ভালোবাসার মাঝেই আছে।



কে বলেছে? :P


হ্যাপী নিউ ইয়ার ভাইয়া।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

সকাল রয় বলেছেন: কেউ বলেনাই আমিই শুরু করলাম আর কি :D :D :D :D :D

হেপ্পি নিউলি ইয়ারা আপু

১২| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

মামুন রশিদ বলেছেন: গভীর বোধের উৎস হতে উৎসরিত কথোপকথন ভালো লেগেছে ।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

সকাল রয় বলেছেন:
সেই আদিকাল থেকেই চলছিলো আরও চলবে
তাইতো এত লেখা।

ধন্যবাদ
ভাই ভালো থাকবেন।

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

সুমন কর বলেছেন: আসলেই শেষের লাইনটা খুব সুন্দর হয়েছে। লেখায় ভাল লাগা।
হ্যাপি নিউ ইয়ার !!

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

সকাল রয় বলেছেন: হ্যাপি নিউ ইয়ার !! ;) ;) ;)
ভালো থাকুন সবসময়

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা আবেগী লেখা! ভালো লাগল।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
কোথায় যেন দেখেছি আপনার নামটা
ফেবুতে মনে হয়।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
কোথায় যেন দেখেছি আপনার নামটা
ফেবুতে মনে হয়।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

শুঁটকি মাছ বলেছেন: দারুন আবেগী লেখা।
সুদন্তী নামটার মানে কি? সুন্দর দাত যার? মাঝে আমার ব্লগের নামটা চেঞ্জ করতে চেয়েছিলাম। ভেবেছিলাম সুর্পনখা রাখব। আপনার সুদন্তী নামটার সাথে কিছুটা মিল আছে।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

সকাল রয় বলেছেন: সুপর্নখা কে অনেকেই
সপুর্নখা ভেবে ভুল করবে। সপুর্নখা হলো এক রাক্ষসীর নাম। তাই আপনি সুদন্তী নামটাই রেখে দিন।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

আবুল তাবুল বলেছেন: যত পুরোনোই হই ভালোবাসার ভা, লজ্জার ল, বাসনার বা, আর সাধ্যর সা নিয়েই তো আমাদের পথচলা শুরু হয় প্রতিদিন

দারুন লিখেছেন......

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

সুদীপ্ত কর বলেছেন: বাহ। ভালো লাগলো।

বাই দা ওয়ে, আমি জেগে আছি :)

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

সকাল রয় বলেছেন:

ধন্যবাদ

সুদীপ্ত দা

ভালো থাকুন

১৮| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

শুভেচ্ছা রইল, সকাল ।।

:)

বছরের শেষ পোস্টে ঢু দিয়ে গেলাম ;)

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.