নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
আবার আচমকা স্মৃতির ঝাঁপি খুলে গেল!
ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল সব নাগরিক নগরের গলিতে।
উড়ে-উড়ে, ঘুরে-ঘুরে মিশে গেল বারান্দা থেকে আঙ্গিনায়
কাগজ কিংবা সুতোয় মুদ্রিত হয়ে গেল জমানো স্মৃতি গুলো
তবুও ঝাঁপি শূন্য হলোনা, রয়ে গেলে শুধু তুমি।
শুধু তুমি রয়ে গেলে স্মৃতির ঝাঁপি দখল করে
মুখোশ ভরা ভদ্দরনোক হবার বৃথাই চেষ্টা আমার
এঘাট-ওঘাট, এ-হাত ও-হাত ঘুরে ঘুরে উড়ে-উড়েও
মুখোশ এঁটে চলা হয়ে উঠলোনা আমার।
মুখোশ জুড়েই রয়ে গেলে শুধু তুমি।
শুধু তাই নয় তুমি রয়ে গেলে মগজের গহীনে
ফের কাভি এমন ভুল যেন করা না হয় আমার এই ভেবে।
যেন না জমা হয় এমন সব ব্যার্থ স্মৃতি,
যেন আর কখনো ব্যার্থ না হই,
আর কখনোই না।
আমিতো এমনি একদিন প্রতিজ্ঞা বুকে নিয়ে,
নন্দিগ্রাম ছেড়ে নাগরিক আঙ্গিনায় এসেছিলাম,
চেপে-চুপে, ঢেকে-ঢুকে স্মৃতির ঝাঁপি বন্ধ করে ছিলাম।
কিন্তু কেন গেল খুলে স্মৃতির ঝাঁপি আচমকা আবার?
রচনাকাল:
পয়লা জানুয়ারী দুই হাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ
সুসং নগর।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
সকাল রয় বলেছেন: আপনার কবিতা কিন্তু দারুন হয়।
আমি কবিতাটা শুরু করেছিলাম যে লাইন দিয়ে শেষ করেছি সেই লাইন দিয়ে আর সে জন্ই শব্দশকট জোড়ালো হতে পারেনি।
অনেক ধন্যবাদ যে এমন কবিতায় ভালোলাগা বেশ কাজে লাগবে।
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
সুমন কর বলেছেন: চমৎকার লাগল। আজকাল কবিরা অনেক দুঢ় শব্দ ব্যবহার করে, কঠিন লাগে। কিন্তু আপনি সহজ ও সুন্দরভাবে লিখেছেন। তাই বেশ। আচ্ছা, ফের কাভি শব্দ দুটো বদলে দেয়া যায় না!
অফটপিক: আপনি কি অরুদ্ধ সকাল?
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫
সকাল রয় বলেছেন:
ভেবে দেখছি বদলে দেব। অনেক সহজ ভাবে কবিতা লেখা সহজ নয় এটা কবিবৃন্দরা বলেছেন।
আমাকে কি তাই মনে হয়?
উনি আমার গুরু
৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
সায়েম মুন বলেছেন: স্মৃতিরা হাসায় স্মৃতিরা কাদায়!
কবিতায় অনেক ভাললাগা।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১
সুমন কর বলেছেন: আমি কিন্তু সহজ বলিনি। সহজে বুঝতে পারার ব্যাপারটা বলেছি। আমার বলাটা হয়তো পরিস্কার হয়নি। আমি জানি কবিতার একটি লাইন লেখাই অনেক কঠিন।
আমিতো ৪-৫দিনে এক লাইনও পারি না। তাই লিখতে পারি না। ভালো থাকবেন।
০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮
সকাল রয় বলেছেন:
কি বলেন?
আমিতো চারপাশে অনেক কবিতা দেখতে গোগ্রাসে গিলি।
আমিআপনার কথা বুঝতে পেরেছি।
কবিতা লেখা খুব সহজ। শুধু অনুশীলন
৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
অভি
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।
০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
মামুন ভাই
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮
এয়ী বলেছেন: কবিতায় ভাল লাগা রইল সাথে নতুন বছরের শুভেচ্ছা ।
০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪
সকাল রয় বলেছেন: হুম!
২০১৪ এর শুভেচ্ছা
ভালো থাকুন সবসময়
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
আরজু পনি বলেছেন:
বাহ খুব সুন্দর ।
মায়ের মুখে নামটা শুনে সুসং আসার ইচ্ছে ছোটবেলা থেকেই...
কখনো যা্ওয়ার সুযোগ পেলে আপনার সাথে সাক্ষাতের ইচ্ছা রইল (যদি আপনার আপত্তি না থাকে)।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬
সকাল রয় বলেছেন:
অবশ্যই আসবেন।
অবশ্যই
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তিতির কবি
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮
লেখোয়াড় বলেছেন:
স্মৃতি-বিস্মৃতির অবিমিশ্রতায় জেগে উঠেছে জীবনের আগল।
মুখোশের আঁড়ালে নাগরিক হতে চাই না।
বেঁচে থাক সুখস্মৃতি, দুরে যাক জঞ্জাল।
ভাললাগা জানিয়ে গেলাম।
ভাল থাকুন।