নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

∞::::∞:::: মুক্তগদ্য: প্রজাপ্রতি মিথ্যে ::::∞::::∞

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮





∞::::∞::::∞::::∞ ∞::::∞::::∞::::∞ ∞::::∞::::∞::::∞ ∞::::∞::::∞::::∞



আমরা ভালো আছি, কিংবা আমি ভালো আছি, কিংবা আমাদের সব ভালো আছে।

হতে পারে সেটা তিনটে অর্থের প্রজাপ্রতি। মিথ্যে প্রজাপ্রতি। মিথ্যের প্রজাপ্রতি। সবগুলোতেই ত্রৈগুণ্য গেঁথে আছে!





আমরা মিথ্যে ফুলের গায়ে পরশ বুলাই। মিথ্যে বলি। মিথ্যে করে বলি ভালো আছি। যেমন আমরা কামুক ও লোভী খানিকটা রক্তদোষে তেমনি মিথ্যুক খানিকটা সঙ্গদোষে।অজুতকোটি মিথ্যে বলেও পরভূত নই আমি কিংবা আমরা।

প্রজাপ্রতি নীল,লাল,কালো,হলুদ রঙ নিয়ে উড়ে বেড়ায় তার গন্তব্য অজানা। আমার কিংবা আমাদের কুচকুচে কালো মিথ্যের গন্তব্যও অজানা।



আমরা একা, আমাদের জোড় মিলে লৌকিকতা কে ঘিরে, অভিনয় করি সুনিপুন দক্ষতায়, সেন্টিমেন্ট কুড়াই। মিথ্যে প্রজাপ্রতির মতো। দেয়ালকে কখনো কখনো আয়না মনে হয়, আয়না দেখলেই আমি কিংবা আমরা ভয় পাই। খুটিয়ে নিজের খুঁত বের করতে লেগে যাই, আমরা ভ্র“কুচকে আয়নাকে ব্যঙ্গ করি কেননা আয়নার কাছে মিথ্যে ধরা পড়ে যায়।



উড়ছে মিথ্যে প্রজাপ্রতি! আমরা ভালো আছি।









∞::::∞::::∞::::∞ ∞::::∞::::∞::::∞ ∞::::∞::::∞::::∞ ∞::::∞::::∞::::∞

প্রচ্ছদ: লেখক

রচনাকাল-

তিনই জানুয়ারী দুই হাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ

নর্থষ্ট্রীট। সুসং নগর।



মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

মামুন রশিদ বলেছেন: উড়ছে মিথ্যে প্রজাপ্রতি! আমরা ভালো আছি।

মুগ্ধ পাঠ!

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

সকাল রয় বলেছেন: আপনি ভালো আছেন। ভালো লাগলো।

ধন্যবাদ

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: উড়ছে মিথ্যে প্রজাপ্রতি! আমরা ভালো আছি।

ভাল লাগলো ।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬

সকাল রয় বলেছেন: আপনিও ভালো আছেন.....

ধন্যবাদ
ধন্যবাদ

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

মুরাদ-ইচছামানুষ বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম :)

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

সকাল রয় বলেছেন: :P :P :P

সময় পেলে গেলাম লিখে ফেললাম। ভালো থাকবেন।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

লেখোয়াড় বলেছেন:
এত ঘন ঘন পোস্ট দেয়া ভাল না।
আমাদের অত সময় কই পড়ার? তাছাড়া এত ব্লগার এখানে, সবার ওখানে তো যাওয়ার ইচ্ছা থাকে।

একটু সময় তো দিবেন পড়ার কথা বলার?

ত্রৈগুণ্য শব্দটি ব্যাখ্যার দাবী রাখে।
ধন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

সকাল রয় বলেছেন: ত্রৈগুন্য-তিনটে গুনের কথা বলা হয়েছে।

আমি যখন পোষ্ট দিই। তখন দিই । সময় থাকে বলে। আমার আবার সময়ের অভাব।
দেখা যাবে যখন অনিয়মিত তখন পোষ্ট নেই B-) B-) B-) B-)

আমি নিজেও যেতে পারিনা সবার ব্লগে। এই তো ব্যাস্ত হয়ে যাবো। লিখবার সময় হবেনা। শুধু পড়তে পারবো।

:#> :#> :#> :#>

ভালো থাকবেন।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

বোধহীন স্বপ্ন বলেছেন: উড়ছে মিথ্যে প্রজাপ্রতি! আমরা ভালো আছি।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

সকাল রয় বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

আরজু পনি বলেছেন:
আয়নাকে আমাদের বড্ড ভয়...

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

সকাল রয় বলেছেন: আয়না আমাদেরকে ধরে ফেলে......


ধন্যবাদ

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

শুঁটকি মাছ বলেছেন: খুটিয়ে নিজের খুঁত বের করতে লেগে যাই, আমরা ভ্র“কুচকে আয়নাকে ব্যঙ্গ করি কেননা আয়নার কাছে মিথ্যে ধরা পড়ে যায়।
সুন্দর !!!!!!!!!!!!!

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

সকাল রয় বলেছেন:
কানামাছি মিথ্যে কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মতো....

অনেক অনেক ধন্যবাদ।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: খুটিয়ে নিজের খুঁত বের করতে লেগে যাই, আমরা ভ্র“কুচকে আয়নাকে ব্যঙ্গ করি কেননা আয়নার কাছে মিথ্যে ধরা পড়ে যায়।

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

সকাল রয় বলেছেন:
আয়নাতে ওই মুখ পড়বে যখন.........................

অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন বেলা অবেলায়

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: খুটিয়ে নিজের খুঁত বের করতে লেগে যাই, আমরা ভ্র“কুচকে আয়নাকে ব্যঙ্গ করি কেননা আয়নার কাছে মিথ্যে ধরা পড়ে যায়।

ভালো লাগলো

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন বেলা অবেলায়

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
মিথ্যে প্রজাপ্রতি! হাহাহ।

সুন্দর হৈসে ||

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

সকাল রয় বলেছেন:
][ মিথ্যের রঙের সত্যি!

অনেক ধন্যবাদ

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগছে দাদা।

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

সকাল রয় বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় কবি

অনেক অনেক ধন্যবাদ

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১

মাহবুবুল আজাদ বলেছেন: পড়ে তো ভাল লাগা শুরু হয়ে গেল।

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
আপনার ভালোলাগা আমার অনুপ্রেরনা

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধ পাঠ!

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ অভি,
ভালো থাকুন

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১

এহসান সাবির বলেছেন: প্রচ্ছদ ও লেখা দুটোই ভালো লেগেছে।

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

এই আর কি

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

সুমন কর বলেছেন: যেমন আমরা কামুক ও লোভী খানিকটা রক্তদোষে তেমনি মিথ্যুক খানিকটা সঙ্গদোষে।অজুতকোটি মিথ্যে বলেও পরভূত নই আমি কিংবা আমরা। ........

আমরা ভ্র“কুচকে আয়নাকে ব্যঙ্গ করি কেননা আয়নার কাছে মিথ্যে ধরা পড়ে যায়।


অসাধারণ লাগল দাদা। নাইস!

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ.........

ভালো থাকুন ভালো লিখুন

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

ইখতামিন বলেছেন:
অসাধারণ লেগেছে।

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ।
ভালো থাকুন

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

বৃতি বলেছেন: বেশ ভাল লাগল :)

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০

সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
বৃতি
পাঠে কৃতজ্ঞতা

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

রাইসুল নয়ন বলেছেন:


সমুদ্র গভীর!!


মুগ্ধ পাঠ।।

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

সকাল রয় বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগা।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১১

উদাস কিশোর বলেছেন: আমরা একা, আমাদের জোড় মিলে লৌকিকতা কে ঘিরে, অভিনয় করি সুনিপুন দক্ষতায়, সেন্টিমেন্ট কুড়াই। মিথ্যে প্রজাপ্রতির মতো।
সত্যিই চমত্‍কার

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ

কিশোর

ভালো থাকুন

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

মশিকুর বলেছেন:
আয়নার কাছে মিথ্যে ধরা পড়ে যায়। -মুগ্ধ পাঠ

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭

সকাল রয় বলেছেন: ধন্যবাদ মশিকুর

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

হাসান মাহবুব বলেছেন: মুগ্ধ!

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৪

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
হাসান ভাই

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

ভিয়েনাস বলেছেন: আমরা ভালো আছি এটাই এখন মিথ্যা....

চমৎকার....

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

সকাল রয় বলেছেন:
হুম

আসলে আমরা ভালো নেই।

অনেক ধন্যবাদ

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

মাহী ফ্লোরা বলেছেন: উড়ছে মিথ্যে প্রজাপ্রতি! আমরা ভালো আছি। ....


কই আয়নায় মিথ্যে তো ধরা পড়ছেনা!

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০০

সকাল রয় বলেছেন:
চোখ মেলে আয়নার দিকে তাকিয়ে দেখুন.... চোখের নিচে খেলা করছে উচ্ছাস কিংবা বিষন্নতা! মুখের দিকে তাকান হাসি কিংবা ছায়ামেঘ। নাকের দিকে তাকান উষ্ণতা কিংবা নিঃসঙ্গতা!

আয়না আমাদের প্রিয় বন্ধুর মতো সব কিছু মেনে নেয় বিনিময়ে শুধু দৃষ্টি চায়।

ভালো থাকবেন কবি।
বই মেলায় বই আসবে কি আপনার?

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমরা একা, আমাদের জোড় মিলে লৌকিকতা কে ঘিরে, অভিনয় করি সুনিপুন দক্ষতায়, সেন্টিমেন্ট কুড়াই। মিথ্যে প্রজাপ্রতির মতো। দেয়ালকে কখনো কখনো আয়না মনে হয়, আয়না দেখলেই আমি কিংবা আমরা ভয় পাই। খুটিয়ে নিজের খুঁত বের করতে লেগে যাই, আমরা ভ্র“কুচকে আয়নাকে ব্যঙ্গ করি কেননা আয়নার কাছে মিথ্যে ধরা পড়ে যায়।

চমৎকার। যত অভিনয় হোক না কেনো নিজের কাছে তা লুকানো সম্ভব নয়।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ

ময়ূররাক্ষী

ভালো থাকুন

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

শায়মা বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর কাব্য সকাল কবিভাইয়া!!!!!!!:)

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন
মায়শা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.