নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
প্রিয় মিলি,
গতকাল রাতের অসম্পূর্ন কল্পনায় হঠাৎ ঘুমহীন হয়ে গিয়েছিল আমার চোখ,
ঘুম চোখ নিয়ে সেলফোনে হাত রাখতেই দেখি
ইনবক্সে অচেনা এক চিরকুট!
চোখ বুলিয়েই পরেই বুঝতে পেরেছি তোমার পাঠানো।
অনেকগুলো মাস পেরিয়ে নতুন নম্বর থেকে তোমার চিরকুট!
ভেবেই আমার চোখ জুড়ে দুর্দান্ত উচ্ছাসের ঢেউ!
তিনদিন পেরিয়ে গেল,
মেঘালয়ের কুয়াশা সাদা রুমাল আর সরছে না।
সোমেশ্বরীর স্বচ্ছ পানিতে মাছেরও দেখা নেই!
তবুও পাথর কুড়ানীর দল থেমে নেই! জীবন তাদের চলছে!
তোমার চিরকুট পড়বার পর মনে হলো সব ঠিকঠাক চলছে;
শুধু আমিই পারছিনা।
তোমার পাঠানো চার-চারটি চিরকুট
যেন ছোট খাটো একটা চিঠির মতো মনে হলো।
জানতে পারলাম ঘর-সংসার, নতুন অথিতি, বাড়ির ছাদ আর
বাসন মাজার মহারাণী হয়েই কেটে যাচ্ছে তোমার সোনালী দিন গুলো।
অথচ-
তুমি একদিন স্বনির্ভর হবার স্বপ্ন দেখতে;
তুমি লিখেছ, নরম তুলতুলে হাত দুটোতে পাথরের মতো
অসমান কোন চড় জেগেছে, যেন অদৃশ্য কংক্রিট!
আলসে ভরা সেই সব ঘুমে ভরা দুপুর
তোমার মুঠোতে এখন এনে দিয়েছে হাজার রকম কাজ আর কাজ,
দিনকে দিন হারিয়ে যাচ্ছে তোমার বৈভব।
মিলি,
ভুলে থাকার আরেক নাম অভিমান!
আর সেই অভিমানকেই পাশবালিশ ভেবে জড়িয়ে আছে তুমি।
তোমার মতো-
মেঘালয়ের পাহাড় গুলোও যেন আজকাল অভিমান করে আছে,
তার গায়ে জমে থাকা মেঘগুলো, অবচিত।
তিলতিল করে জমে থাকা অভিমান,
তোমাকে ছেড়ে আমাকেও গ্রাস করে নিচ্ছে ক্রমশ,
তাই বোধ হয়-
চোখের উত্তাপে কাছের সম্পর্ক গুলোতে ছড়াচ্ছে ম্লান হবার পূর্বাভাস।
তুমি জানতে চেয়েছ ভালো আছি কিনা?
মিলি, ভালো থাকা এখন ততটাই কঠিন-যতটা কঠিন ভুলে থাকা!
ভালো থাকার আশায় সিগারেট ছেড়েছি,
জায়গা বদলেছি, ঘর-দুয়ার, সঙ্গ সব ছেড়েছি
নিজেকে রুটিন মাফিক বেঁধে ধরেও
ভালো থাকতে পারিনি; হয়ত পারবো না।
নিমাই’দার মেমসাহেব কিংবা গোধূলিয়া পড়তে গেলেই কান্না আসে,
আমারও মাটি সরে যায় পা থেকে,
যন্ত্রনা আরো বেড়ে যায় এরিখ সেগালের লাভ স্টোরি পড়লে।
রানিখং এর গির্জা, ছিমছাং নদী, রামকৃষ্ণ মঠ সব কিছুর সামনেই
মিথ্যে অভিনয় করে ভালো থাকার চেষ্টা করি।
গঙ্গাসাগর, পালোলাম সৈকত কিংবা ঝাড়খন্ড
কোন কিছুতেই পা আর চলে না যেন সব অশ্রেয়!
আমার মতো অক্ষরজীবীদের চোখে অশ্মরী জন্ম নেয়
আর জানতে ইচ্ছে হয় তুমি ভালো আছো তো?
তুমি হয়ত বলবে ভালো-খারাপ থাকাটা নিজের কাছে,
হয়তোবা তাই! কিন্তু নিজেকে কার কাছে রাখবো বলতে পারো?
আমার ভালো থাকা আর আকাশ দেখা এখন সমান কথা।
তুমি লিখেছ মাঝে মাঝে আমাকে ভাবলে তোমার মন মেঘ হয়ে যায়,
জানতে চেয়েছ তোমার মতো আমারও এমন হয় কিনা?
সূর্যের মতো সত্যি এই যে, নন্দিত হতে গিয়ে আমি বোধহয় তোমার কাছে নিন্দিত হয়ে গেলাম,
নিন্দিত হয়ে পুরোনো কথা ভেবে কি হবে?
সেসব কথা ভেবেই না মনকে মেঘ করো না।
কেউ হয়ত জানবেনা কোনদিন,হয়ত আমি আর-
খোলা আকাশ জানবে মন খারাপের কথা।
জানবে আমার ভাবনাতেও বিরহের তুলির আঁচর পড়ে,
বিরহী সুর বাজে; করুণ বিউগলের সাথে সাথে কেউবা সেখানে মার্চ করে বেড়ায়।
আমাদের ফেলে দেয়া সোনালী সে সময়কার সব স্মৃতির পাতায় আজ বন্দি।
নিজেকে হ্যাংলাটে মনে হয়,
আজকাল তোমার মতো কারো মুখায়ব দেখলেই ছুটে যাই,
সেই খরগোসের মতো দাঁত, সেই হাসি
এই বুঝি তুমি!
এখন জীবনের সোনালী দিন খুইয়ে পাথর যুগে এসে গেছি।
পাথরের ভারে চোখ মেলতেই যতো যন্ত্রনা।
প্রতি মুহূর্তেই সময়ের দাসত্বের অনুবর হয়ে যাচ্ছি
ভালো কিংবা ভুলে থাকার চেষ্টায় ক্রমাগত পরাজিত
হবার শঙ্কায় ভুগছি।
তুমি ভেবে নিও মুদ্রার এ পিঠের মতো জীবন হলেও আমি ভালো নেই;
একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছি সময়ের কাছে।
মিলি, জানিনা কেন তোমাকে-
খুব গভীরে, খুব গোপনে লোকচক্ষুর আড়াল করেছিলাম;
তবে মনে হতো তুমি যেন আমার পিদিম;
এ আলো শুধু আমার একার।
তোমাকে নিয়ে কোনদিন কিছু লেখা হয়ে উঠেনি
শুধু অচল পয়সার মতো করে লুকিয়ে রেখেছি বুকের পাশ পকেটে
আজ শুধু বলবো, মৃত্তিকার মতো আনন্দ তোমার মুকুট হোক;
যা আছে সুখ আমার তোমাতে মিশে যাক,
তুমি কুসুম্ভরানী হয়ে থেকো,
তোমার পৃথিবীতে,
তোমার গহীনে।
♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠ ♠
রচনাকাল:
১৯ জানুয়ারী
সুসং নগর। উইলকিংসন রোড।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
সকাল রয় বলেছেন:
মামুন রশিদ। অনেক ধন্যবাদ। হয়তো কবি নয় তবুও লিখি।
তাকে নিয়ে কোনদিন কোন কিছু লেখা হয়ে উঠেনি এই প্রথম লিখলাম তাকে নিয়ে। কবিতার কোথাও কল্পনা নেই পুরোটাই সত্যি দিয়ে সাজাতে পেরেছি।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার +++++
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ থাকুন ভালো এই রাতে
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
সুমন কর বলেছেন: ভালো থাকা এখন ততটাই কঠিন-যতটা কঠিন ভুলে থাকা!
ভালো থাকার আশায় সিগারেট ছেড়েছি,
জায়গা বদলেছি, ঘর-দুয়ার, সঙ্গ সব ছেড়েছি
নিজেকে রুটিন মাফিক বেঁধে ধরেও
ভালো থাকতে পারিনি; হয়ত পারবো না।
অনেক সুন্দর লিখেছেন, কবি। এ যেন প্রত্যেক মানুষের মনে লুকিয়ে থাকা কিছু কথা।
প্লাস।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯
সকাল রয় বলেছেন: অনেকদিন পর দীর্ঘ কিছু লিখলাম। যা ছিল মনে সব লিখলাম। সব মিলে কবিতা হযে গেল। আপনাদের ভালো লাগছে যেন আমার কষ্ট্ও কমতে শুরু করে দিয়েছে। অনেক ধন্যবাদ
৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮
খেয়া ঘাট বলেছেন: তোমাকে নিয়ে কোনদিন কিছু লেখা হয়ে উঠেনি
শুধু অচল পয়সার মতো করে লুকিয়ে রেখেছি বুকের পাশ পকেটে
আজ শুধু বলবো, মৃত্তিকার মতো আনন্দ তোমার মুকুট হোক;
যা আছে সুখ আমার তোমাতে মিশে যাক,
তুমি কুসুম্ভরানী হয়ে থেকো,
তোমার পৃথিবীতে,
তোমার গহীনে।
চমৎকার। মুগ্ধ হলাম।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০
সকাল রয় বলেছেন: সব হয়তো ভুলে যাওয়া যায়না। তারপরও চেষ্টা থাকে আর সে জন্যই কবিতা। আমারও ভালো লাগলো কবিতা পাঠে। অনেক ভালো থাকবেন।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০২
নষ্ট কাক বলেছেন: কেউ হয়ত জানবেনা কোনদিন,হয়ত আমি আর-
খোলা আকাশ জানবে মন খারাপের কথা।
জানবে আমার ভাবনাতেও বিরহের তুলির আঁচর পড়ে,
বিরহী সুর বাজে; করুণ বিউগলের সাথে সাথে কেউবা সেখানে মার্চ করে বেড়ায়।
দারুণ লাগল !
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
::::::::::::::::::::::::::::
________ভালো থাকবেন
৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৮
অপ্রচলিত বলেছেন: আমার মতো অক্ষরজীবীদের চোখে অশ্মরী জন্ম নেয়
আর জানতে ইচ্ছে হয় তুমি ভালো আছো তো?
তুমি হয়ত বলবে ভালো-খারাপ থাকাটা নিজের কাছে,
হয়তোবা তাই! কিন্তু নিজেকে কার কাছে রাখবো বলতে পারো?
মনের গভীরে ছুঁয়ে গেল ব্যাথাতুর লেখাটি। অসাধারণ লিখেছেন।
+++++++++++++++++++++++++++++++
চমৎকার শব্দচয়নে আবেগী কবিতাটি পড়ে বিষাদে মন ভরে গেলেও একইসাথে বড় প্রশান্তি লাগছে।
বিরহ বেদনা কাটিয়ে উঠুন।
ভালো থাকুন সর্বদাই, শুভ কামনা নিরন্তর।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮
সকাল রয় বলেছেন:
আর ভালো থাকা___
ভালো থাকার সেসব দিনগুলো এখন তুলে রেখেছি পুরোনো ডায়েরীর পাতার ভাজে। চেষ্টা থাকে। যখন ভালো থাকার দিন ছিল তখন সময় নষ্ট করতাম। এখন ভালো থাকার দিন নেই সময়েরও হাহাকার।
ভালো থাকবেন আপনিও
৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০৫
ইসতিয়াক অয়ন বলেছেন: //কেউ হয়ত জানবেনা কোনদিন,হয়ত আমি আর-
খোলা আকাশ জানবে মন খারাপের কথা।
জানবে আমার ভাবনাতেও বিরহের তুলির আঁচর পড়ে,
বিরহী সুর বাজে; করুণ বিউগলের সাথে সাথে কেউবা সেখানে মার্চ করে বেড়ায়//
আহা! আহা!!
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০
সকাল রয় বলেছেন:
অনেক কিছুই থেকে যায়, যেতে হয় কিংবা হয়ে যায়, না হয়ে কোন থাকে না উপায়__
৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৬
নিশীর পথিক বলেছেন: অপূর্ব
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থাকুন।
৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কেউ হয়ত জানবেনা কোনদিন,হয়ত আমি আর-
খোলা আকাশ জানবে মন খারাপের কথা।
দারুণ স্মৃতিময় চিঠি
মিলিকে পাঠানোর ব্যবস্থা করেন
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩
সকাল রয় বলেছেন:
মিলিকে কিভাবে পাঠাবো__
সামনা-সামনি দেখার সে উপায় আর নেই
ফেসবুক একাউন্টও নেই
বদলেছে পুরোনো সেলফোনের নাম্বারটাও
১০| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার,,,,,,,সাথে ভাল লাগাসহ +++++++++
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪
সকাল রয় বলেছেন: ___আপনি নতুন কিছু লিখেন
________________পড়ি
________________________বিষন্নতা কাটাই
১১| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০
শরৎ চৌধুরী বলেছেন: বাহ।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫
সকাল রয় বলেছেন:
শরৎ বাবু কেমন আছেন?
___________________
১২| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০
বাবুল হোসেইন বলেছেন: মন ছুঁয়েছে কবি।
চোখ বুলিয়েই পরেই বুঝতে পেরেছি তোমার পাঠানো।
এই লাইনে একটু চোখ বুলাইয়েন।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭
সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ __কবি
ঠিক করে নেব____
ভালো থাকবেন__
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০
নাজিম-উদ-দৌলা বলেছেন:
চমৎকার হয়েছে, সকাল দা।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮
সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ____
নাজিম ভাই
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: অসাধারণ + + + + + + + +
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
সকাল রয় বলেছেন: __+__
__+____+__
__+____+____+__
__+____+____+____+__ অনেক অনেক ধন্যবাদ
__+____+____+__
__+____+__
__+__
১৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩
আব্দুর রাজ্জাক মিয়া বলেছেন: চমৎকার শব্দচয়ন। তবে মিলির বাস্তবতাকে যেন স্পর্শ না করে।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১
সকাল রয় বলেছেন:
নাহ সে সম্ভবনা নেই________
সাত সাগরের পাড়ে সে রয়েছে________
১৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১
হাসান মাহবুব বলেছেন: অনেক আবেগময় লেখা। স্পর্শ করলো।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২
সকাল রয় বলেছেন:
__+__
__+____+__
__+____+____+__
__+____+____+____+__ অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই
__+____+____+__
__+____+__
__+__
১৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
অভি____________
১৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: অপূর্ব।।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭
সকাল রয় বলেছেন: +++++
++++++++++
+++++++++++++++
++++++++++++++++++++ ধন্যবাদ ভালো থাকবেন।
+++++++++++++++
++++++++++
+++++
১৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯
আরজু পনি বলেছেন:
পত্র বরাবরই আমার অনেক প্রিয় ।
এটাকে পত্র কাব্য বলতে হবে মনে হচ্ছে ।
অসাধারণ লাগছিল পড়তে ।
ভুলে থাকার আরেক নাম অভিমান!...
খুব খুব খুব সত্যি বলেছেন ।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২
সকাল রয় বলেছেন:
ছোটবেলা থেকেই পত্রলেখায় পারদর্শী ছিলাম। তবে এটা কিন্তু সত্যিকারের মানুষের জন্য সত্যিকারের চিঠি।
ধন্যবাদ যে কবিতা কিছু হলেও দিতে পেরেছি
২০| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
জুন বলেছেন: আর জানতে ইচ্ছে হয় তুমি ভালো আছো তো?
তুমি হয়ত বলবে ভালো-খারাপ থাকাটা নিজের কাছে,
হয়তোবা তাই! কিন্তু নিজেকে কার কাছে রাখবো বলতে পারো?
অসাধারণ তোমার না পাঠানো চিঠি সকাল । মন ছুয়ে গেল গভীর ভাবে ।
+
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
সকাল রয় বলেছেন:
অনেক শুভকামনার প্রজাপ্রতি উড়ুক আপনার দেয়াল জুড়ে___
আপনিও অনেক সুন্দর লিখেন।
২১| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
ইখতামিন বলেছেন:
মিলি,
ভুলে থাকার আরেক নাম অভিমান!
আর সেই অভিমানকেই পাশবালিশ ভেবে জড়িয়ে আছে তুমি।
তোমার মতো-
মেঘালয়ের পাহাড় গুলোও যেন আজকাল অভিমান করে আছে,
তার গায়ে জমে থাকা মেঘগুলো, অবচিত।
তিলতিল করে জমে থাকা অভিমান,
তোমাকে ছেড়ে আমাকেও গ্রাস করে নিচ্ছে ক্রমশ...
§অসাধারণ লেগেছে§
অভিমান ছাড়া কি ভুলে যাওয়া হয়না?
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪
সকাল রয় বলেছেন: না
অভিমান না এলো সব যন্ত্রণাময়___
অনেক ভালো থাকা হোক আপনার
২২| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
একটু বেশিই সুন্দর।।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
দুর্জয় কবি
২৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
সায়েম মুন বলেছেন: ছুঁয়ে গেল কবিতা।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
মুন কবি
২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভুলে থাকার আরেক নাম অভিমান!
আর সেই অভিমানকেই পাশবালিশ ভেবে
জড়িয়ে আছে তুমি।
গভীর মুগ্ধতা..!
ভালো থাকুন ।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪
সকাল রয় বলেছেন:
গভীর নিমগ্নতা!
অনেক ভালোলাগা
২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই অসাধারন বলার অপেক্ষা রাখেনা কি যে দারুন কাব্য চিঠিটি ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২১
সকাল রয় বলেছেন:
ভালো থাকবেন সুজন। অনেক ভালো থাকবেন।
২৬| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৬
Rubel rana বলেছেন: ভাল লাগা জানিযে গেলাম........++++
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
২৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫
রঙ তুলি ক্যানভাস বলেছেন: লিখা নিয়ে মন্তব্য করার ভাষা নেই,নিজেও আবেগে আক্রান্ত।
"কবিতার কোথাও কল্পনা নেই পুরোটাই সত্যি দিয়ে সাজাতে পেরেছি।" এটুকু পরে বুঝলাম কিছু মানুষ যেমন খুব সহজেই ভুলে যেয়ে ভাল থাকতে পারে তেমনি এমন মানুষও একেবারে কম না যারা অনেক চেষ্টায়ও ভুলে যেয়ে ভাল থাকতে পারেনা।
২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৪
সকাল রয় বলেছেন:
কল্পনা দিয়ে লিখিনি। যা লিখেছি পুরোটাই বাস্তব!
সবচে মজার বিষয় হলো যাকে নিয়ে লেখা সে কবিতাটি এখন্ও দেখেনি। হয়তোবা কোনদিন তার চোখেই পড়বেনা। ঠিক যেন বনলতা সেন___ কেউ খুজেও পাবোনা কাকে নিয়ে লেখা।
ভুলে থাকার আরেক নাম অভিমান!
অভিমানকে পাশবালিশ ভেবে শুয়ে আছে সে...........
তবে সে অভিমান আমার উপর নয়___ অদৃষ্টের উপর।
অনেক অনেক ধন্যবাদ____ এই ব্যাস্ত কাজের ভীড়ে এই হাজার কথার নীড়ে আপনি যে খুজে খুজে লেখাগুলো পড়ছেন সেটা ভেবেই ভালো লাগছে।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
মামুন রশিদ বলেছেন: মিলি,
ভুলে থাকার আরেক নাম অভিমান!
আর সেই অভিমানকেই পাশবালিশ ভেবে জড়িয়ে আছো তুমি।
তোমার মতো-
মেঘালয়ের পাহাড় গুলোও যেন আজকাল অভিমান করে আছে,
তার গায়ে জমে থাকা মেঘগুলো, অবচিত।
চমৎকার লিখেছেন কবি ।