নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

♣ গল্পঃ হিন্দুরা সব নাপাক! হিন্দুরা সব নিপাত যাক!

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২



১.



মন্দির জ্বলছে!

দাউ দাউ তার লেলিহান শিখা! আগুনের নৃত্য চলছে যেন! উদ্দাম নৃত্য! মাটিতে পড়ে আছে মা কালীর ছিন্ন মাথা। পুড়ে যাচ্ছে এপাড়ার একমাত্র মন্দিরটি। মাটির দেবতারা অপলক হয়ে তাকিয়ে আছে, নির্বাক মুখে মধুর হাসি নিয়ে। ধ্বংসে কোন ভ্র“কুটি থাকেনা। হিন্দু পাড়ার মাটির দেবতারা জ্বলছে কড়িকাঠের মতো। পুড়ে যাচ্ছে লাল-নীল রঙে রাঙানো রুনুর আঁকা আল্পনা গুলো। আগুন তার উত্তাপ উন্মাদনায় পুড়িয়ে দিচ্ছে মনসামঙ্গল আর পদ্মপুরাণ!

কেউ আগুন নেভাতে আসছে না ভয়ে! আগুনের সাথে সাথে পাড়ার বুড়ো-বুড়িরা একটানা বিলাপ করে বলছে- ভগবান ওগরে দেহেনা? আমরা কি ওগর মসজিদে আগুন দিবার গেছি? ওরা কেন তাইলে মন্দিরে আগুন দিল? কেন দিল? আগুনের সাথে সাথে অনেকর প্রশ্নও পুড়ে যাচ্ছে অবলীলায়!





কুলুপাড়ার ছেলে মধু দাড়িয়ে আগুন দেখছে। চোখে ভয়ানক বিদ্রোহ নিয়ে। তার একপাশে বিলাপ, অন্য পাশে আগুনের উত্তাপ! হিন্দুগো ভগবান মনে হয় দুর্বল! ওদের বিরোধী ফুটবল টিমের লেংচা’র মতো। ভালো খেলার ডায়লগ দেয় কিন্তু খেলার মাঠে বড্ড দুর্বল। বিলাপে ভেসে আসা কথা গুলোর উত্তর মধুর জানা থাকলেও হিন্দু পাড়ার কেউ এর উত্তর দেবেনা তাহলে জানে মারা পড়বে। তাদের সেয়ানা মেয়েদের দ্রৌপদীর মতো বস্ত্র হরণ করা হবে। সেগুলোর ভিডিও ক্লিপ অনলাইনে ছাড়া হবে। পুনরায় সেগুলো ডাউনলোড করে হিন্দু গো মাইয়ারা বেশরম! বেশ্যা, মাগী এসব বলে সামাজিক কলঙ্কের অলঙ্কার দেয়া হবে। তাই কুলুপ এঁটেছে হিন্দুপাড়ার মানুষগুলো।





মধু শুরু থেকেই মন্দির পোড়া দেখছিল। মুখোশ আটা একদল লোক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। ওদের কাছে দেশলাই ছিল না, মধুর কাছ থেকে নিয়েছে। মধু অবশ্যি সিগারেট খায় না কিন্তু দেশলাই সাথে রাখে। বড় বাড়ির মাষ্টার বাবু চশমা মুছতে মুছতে এলেন, বাঁধা দিয়ে লাভ হলোনা। উনাকে শাসিয়ে গেছেন তেনারা। বাড়িঘর জ্বালিয়ে দেবেন। মাষ্টার বাবু নির্বাক! বলে কি?

সব পুড়ে গেলেও থামল না বুড়োদের কান্না। শেষ বয়সে শক্তিহীন ভগবানের ছাইরুপ দেখার কোন সাধ ছিলো না তাদের। যৌবনে যুদ্ধ ছিল পাক বাহিনী ধর্ষণ করে চোখ খুলে দিলেও এই মাটি থেকে টলাতে পারেনি কিন্তু এবার বউ-মেয়ের সম্ভ্রম বাঁচাতে মাটি ছাড়তে হবে। সব পুড়ে যাবার পর ঘরপোড়া ছাই হাতের মুঠোয় নিয়ে শাপ-শাপান্ত করে গেলো অযথাই। পাড়ার হিন্দু বউ গুলো মুখ ভোতা করে দাড়িয়ে রইল মন্দিরের চারপাশে দাঁতে আঁচল চেপে।

মধুর মনে প্রশ্ন জাগে হিন্দুদের ভগবানকে পুড়িয়ে লাভ কি হলো? এবার কি এখানে মসজিদ হবে? পুরাকালে অনেক মন্দির ভেঙ্গে মুসলমান রাজারা অনেক মন্দির গড়েছিল একসময়। এই সব কাহিনী অনেক আগেই শুনেছিল সে। তাজমহল নাকি শিবমন্দির ছিল সম্রাট শাজাহান নতুন রুপ দিয়েছেন। এসব কি সত্যি? মধু ভাবছে। তার ভাবনা দীর্ঘায়িত হতে পারেনা কারণ সব প্রশ্নের উত্তর তার জানা নেই। চোখের সামনে যা হচ্ছে তা হাতের উল্টো পিঠের মতো সত্যি। শীল পাড়ায় গতকাল কারা যেন আগুন দিয়েছে। দৈনিক পত্রিকার সাংবাদিক ভোটের লাইনে দাড়ানো হিন্দু মহিলাদের ছবি দিয়েছিল পত্রিকায়। তারপরই শীল পাড়ায় আগুন! এই শালার সাংবাদিক গুলোর পাছায় আগুন দিলে ভালো হতো!

মধুর মুখে যুতসই কোন গালি আসেনা। না হলে চার-পাঁচটা গালি দিয়ে ফেলত সে।





রুনু। হিন্দু পাড়ার মেয়ে। মধুর শিক্ষা জীবনে হাতেখড়ির মাষ্টার। রুনুকে মাসি বলে ডাকে সে। তাকে বর্ণমালা শিখিয়েছে। শুধু মধু নয় মুসলিম পাড়ার সব দরিদ্র ছেলেমেয়েকে অক্ষরজ্ঞান দেবার উদ্যোগ ছিল তারই। রুনু গার্মেন্টসের সুপার ভাইজার। দরিদ্র মহিলাদের কাজের সুযোগ করে দেয়। কিন্তু পাড়ার আলেম-উলামারা তাকে দেখতে পারেনা। তাদের চোখে রুনু বেশরম শয়তান মহিলা।









২.



জুম্মার নামাজের পর ঈমাম সাহেব বললেন ভাইয়েরা সামনে ভয়ঙ্কর দিন আইতাছে, আমাগো সজাগ থাকতে হইব। এলাকার বেলেল্লাপনা বন্ধ করনের লাইগ্যা মালোয়ান গুলারে তাড়াইতে হইবো, নাইলে দেশটা দোজখ হয়া যাইবো। মালোয়ান হিন্দু গুলান হইল নাপাক! ঈমাম সাহেব মসজিদ মাঠ থেকে ফিরবার সময় ভাবলেন হিন্দুরা নাপাক এটা কেন বললেন তিনি? হাদিসে তো নাই! অমুসলিমরা কি নাপাক নাকি?

মসজিদ মাঠের কথাগুলো সকলেই শুনলো। খানিকটা সময় বলাবলি করলো। সব কথা ঠিক না। কয়েকজন বললো ঈমাম সাহেবরে মনে হয় শয়তান জ্বীনে ভর করছে। কয়েকজন বললো ঈমাম সাব ঠিকই কইছে, হিন্দুগো মাটির মুর্তি আসলে বেহুদা! ওগুলো ভাঙলেই ওরা ভয় পাইবো, আর ওগুলার ভিতরে তো কিছু নাই মাডি ছাড়া! এতদিন ধইরা যে মুর্তি ভাঙ্গা হইছে দেখছস কারো কিছু হইতে? কিছু হয় নাই! সো নো টেনশন কামে লাইগ্যা যাই।

মধুও মসজিদ মাঠেই শুনেছিল হিন্দুরা নাপাক! মন্দির আর মুর্তি সব হলো নাস্তিক। কথাগুলো ঠিক ভাবে মাথায় সাজাতে পারেনি সে। বাড়ির পথ ধরে ঘাটে এসে দেখলা দুঃখু মাঝির নৌকা ভাঙা হচ্ছে। তিনি খ্রিষ্টান! উনার ছেলে ঢাকায় গণআন্দোলনে নামছে, সেটা নাকি নাস্তিকদের আন্দোলন! তাই। নাস্তিক দুঃখু মাঝির নৌকা ভাঙা হচ্ছে। তিনি কাঁদছেন কোন উপায় নেই। ফটোতে ঝুলে থাকা যিশু এদের কিসসু করতে পারবেনা কারণ ঈশ্বর যতই শক্তিশালী হোক শয়তানের লেজ অনেক লম্বা। নৌকা ভেঙে পঙ্গপালের দল রহিম মাঝির নৌকায় উঠলো।





সন্ধ্যের সময় কোন কারণ ছাড়াই পুলিশ চিরুনি তল্লাশী করলো পাড়াময়! তেমন কিছু পেল না। পুলিশকে খবর দিয়েছিল রুনু। পাড়ায় গণ্ডগোল হচ্ছে ভেবে এসেছিল, কিছু না পেয়ে চলে গেলো পুলিশ। পুলিশ দেখে মধু ভেবেছিল ভয়ঙ্কর কিছু হবেনা। কিন্তু বাড়ির গেট খুলে ঘরে ঢুকতেই আসে হঠাৎ চিৎকারের আওয়াজ কানে লাগলো। দৌড়ে গলির শেষে দাঁড়াতেই দেখতে পেলো মসজিদ মাঠের সেই লোকগুলো অকথ্য ভাষায় রুনুকে শাসাচ্ছে! শালী গার্মেন্টসে কাজ করস! গার্মেন্টসে তোর পাছা দিয়া দিমু! মান্দার ঝি!







৩.



মধু রুনুদের আধপাকা টিনের চালা ঘরের সামনে দাড়িয়ে হাক-ডাক দিলো, ও রুনু মাসি ঘরে আছো নাকি?

দরজায় কড়ায় হাত দিতে হলোনা। রুনু বেড়িয়ে এলো। মলিন কাপড়। মলিন মুখ। গতকালের কান্নার দাগ এখনো চোখের কোলো জমে আছে। দেখলেই বোঝা যাচ্ছে রুনু ঘুমায়নি গতকাল! রুনুর মতো অনেকের চোখ থেকে ঘুম চলে গেছে গত কদিনের তান্ডব লীলায়।

উঠোনে পা রাখতেই মধু বললো- মাসি এ পাড়ার সবাই নাকি চলে যাবে? তোমরাও কি চলে যাবে?

না গিয়ে উপায় কি বল? সবাই গেলেও আমি হয়তো যাবো না।

মধু অবাক হলো! আর কতটা সর্বনাশ হলে পরে ভিটে ছেড়ে দেয় মানুষ। আর কতটুকু সর্বনাশ হবার বাকী আছে? পাড়া তো এখন প্রায় দখলে চলে যাচ্ছে। মালোয়ানদের জায়গা এটা নয় ইমাম সাহেব বলেছেন। হিন্দুরা হলো মালোয়ান! আচ্ছা মালোয়ান মানে কি? যুদ্ধের সময় নাকি হিন্দু মেয়েদের ধর্ষন করতো মুসলমান বানানোর জন্য, এটা কি সত্যি? রুনু মাসির তেমন কিছু হবে না তো?





রুনু মুখ ধুয়ে এসে বারান্দায় দাড়িয়েছে সবে। মধু ফিরে এসে বললো তুমিও চলে যাও মাসি? ওরা তোমাকে মারবে? রুনু চোখ মুছে বললো মারুক! আমি কিংবা আমরা যাবো না। বলতে পারিস কেন যাবো আমরা? এই মাটি আমার জন্মস্থান। আমার বাবার ভিটে এই মাটি আমার প্রাণ। এ পাড়ায় গোড়াপত্তনের সময় মাত্র দু’ঘর মুসলমানের বাস ছিল। ওদের তো কাফনের কাপড় কেনার টাকাও ছিলনা। আমার বাবাকেই টাকা দিতে হতো। খাটিয়া কাধে নেবার লোক ছিলনা আমার বাবা কাঁধে তুলত। আর আজ ভন্ড গুলো মাথায় টুপি পড়ে আল্লাহর নাম নিয়ে বলছে হিন্দুরা নাপাক! কোথায় ছিল তখন ওরা? রুনু দাতে দাঁত চেপে বললো আমরা কেন যাবো বলতে পারিস? আমরা তো এ মাটির সন্তান। মধু ওরা হয়ত নতুন সমাজ গড়ার কথার বুলি ছাড়তে পারে কিন্তু এই মাটিকে ভালোবাসতে পারবেনা। আমরা যারা সংখ্যালঘু আছি তারা কিন্তু ভালোবাসি এই মাটিকে, এই দেশকে। কথাগুলো শোনার পর মধুর চোখে জল চলে এলো। চোখের জল লুকিয়ে বললো এ বেলা তবে যাই।





রুনু কাঁদছে। মেঘে আকাশ ঢেকে যাচ্ছে। কালো মেঘ তুমুল বৃষ্টি নিয়ে ধেয়ে আসছে। পুবের বাতাস বইতে শুরু করে দিয়েছে। কান্না থামছে না রুনুর। তুমুল বৃষ্টি ভাসিয়ে নেবে সব। মধু বললো রুনু মাসি আমি তবে যাই। মধু বৃষ্টি মাথায় বেড়িয়ে পড়লো ওর পায়ের তলায় ততক্ষণে বিদ্রোহের তুমুল যুদ্ধ বেঁধে গেছে। আর ওদিকে ধেয়ে আসছে একদল ধর্মান্ধ মানুষ। রুনুর উঠোন বরাবর।







:::::::::::::::::::::::::::::::::::সমাপ্ত:::::::::::::::::::::::::::::::::::::::



প্রকাশকাল

আটই জানুয়ারী দুইহাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ

মন্তব্য ৫৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

সুমন কর বলেছেন: আগুনের সাথে সাথে পাড়ার বুড়ো-বুড়িরা একটানা বিলাপ করে বলছে- ভগবান ওগরে দেহেনা? আমরা কি ওগর মসজিদে আগুন দিবার গেছি? ওরা কেন তাইলে মন্দিরে আগুন দিল? কেন দিল? আগুনের সাথে সাথে অনেকর প্রশ্নও পুড়ে যাচ্ছে অবলীলায়!
.................

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক কঠিন কথা সহজে তুলে ধরেছেন। কিছু লাইন চরম সত্য। ঐ প্যারাটা পড়েই মন্তব্যে দিয়ে দিলাম। পরে আস্তে আস্তে পুরোটা পড়লাম। বেশ লাগল।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই_
আমরা সত্য বুকে নিয়ে ঘুমাই। ভালোবাসি দেশকে কিন্তু কতিপয় মানুষ ___???
যাদের জন্য আজ এ অবস্থা

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: এই দেশ এই মাটি কোনকালেই সাম্প্রদায়িকতার সাথে ছিলনা! ধর্ম যার যার দেশ সবার এটুকু আমার কথা জানিয়ে গেলাম।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
অভি।।।।।।

এ দেশ আমাদের সবার।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

মামুন রশিদ বলেছেন: বন্ধ হোক সকল অমানবিক সাম্প্রদায়িকতা ।


আগেই পড়েছিলাম । সামপ্রতিক সাম্প্রদায়িক বিভীষিকা গল্পে উঠে এসেছে চমৎকার ভাবে ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

সকাল রয় বলেছেন:
বন্ধ হোক
আমরা ভাই-বোন এই হোক প্রত্যয়
অনেক অনেক ধন্যবাদ
থাকুন ভালো

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

জুন বলেছেন: কিছু বলার নেই সকাল। শুনলেও গা ঘিন ঘিন করে। আমাদের জীবনে বহু অমুসলিম বন্ধু বান্ধব আছে। তারা আমাদের কি ভালোবাসে বলার নয়। দু একজন ব্যাতিক্রম সব জায়গাতেই আছে।
আমার ছেলের বন্ধুর বাবা আমার ছেলের জন্য তার ছেলের সাথে কলকাতা থেকে ব্যংকক টু টোকিও টিকেট কিনে দিল ৫৫ হাজার টাকার। কারন আমাদের ব্যংক বন্ধ থাকায় টাকা পাঠাতে দুদিন দেরী হবে বলে।

মামুনের মত আমিও চাই বন্ধ হোক সকল অমানবিক সাম্প্রদায়িকতা

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

সকাল রয় বলেছেন:
আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কতিপয় মানুষের জন্য এই অবস্থা। অনেক ধন্যবাদ।


আপু ভালো থাকুন।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

খেয়া ঘাট বলেছেন: "রুনু কাঁদছে। মেঘে আকাশ ঢেকে যাচ্ছে। কালো মেঘ তুমুল বৃষ্টি নিয়ে ধেয়ে আসছে। পুবের বাতাস বইতে শুরু করে দিয়েছে। কান্না থামছে না রুনুর। তুমুল বৃষ্টি ভাসিয়ে নেবে সব। মধু বললো রুনু মাসি আমি তবে যাই। মধু বৃষ্টি মাথায় বেড়িয়ে পড়লো ওর পায়ের তলায় ততক্ষণে বিদ্রোহের তুমুল যুদ্ধ বেঁধে গেছে। আর ওদিকে ধেয়ে আসছে একদল ধর্মান্ধ মানুষ। রুনুর উঠোন বরাবর।"
+++++++++++++

বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

সকাল রয় বলেছেন:

বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।বন্ধ হোক সকল সাম্প্রদায়িকতা ।


ভালো থাকবেন খেয়া__

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

কয়েস সামী বলেছেন: বন্ধ হোক সকল অমানবিক সাম্প্রদায়িকতা ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

ভালো থাকুন

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:

ধর্ম যার যার
রাষ্ট্র সবার ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

সকাল রয় বলেছেন: আরজুপনি ধন্যবাদ

ভালো থাকুন

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:




বন্ধ হোক সকল অমানবিক সাম্প্রদায়িকতা ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকুন সবসময়

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

C/O D!pu... বলেছেন: আগে তো মানুষ হতে হবে...

মানুষ হওয়ার আগেই এরা সাম্প্রদায়িক হয়ে যায়... :(

২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

সকাল রয় বলেছেন:
বলতে ইচ্ছে করে আবার তোরা মানুষ হ!

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই বিষয়ে আগেই বলা হয়েছে, দল মত ধর্ম যার যার, কিন্তু দেশটা আমাদের সবার। তাছাড়া আমাদের জাতিগতভাবে অল্প যা কিছু আছে গর্ব করার তার মধ্যে অন্যতম হলো এই সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা কোন ভাবেই এই সহ অবস্থান নষ্ট হতে দিতে পারি না।

সকলের সাথে আমিও কন্ঠ মিলিয়ে বলতে চাই বন্ধ হোক সকল অমানবিক সাম্প্রদায়িকতা ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

সকাল রয় বলেছেন: বন্ধ হোক সকল অমানবিক সাম্প্রদায়িকতা ।দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!

ধন্যবাদ

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মানুষের মিলন মেলা ভেঙে গেলে শুয়োরেরা আবাস গড়ে।
আমার দেশটা এমন হবেনা, স্বপ্ন দেখি।
এ মাটির সন্তানেরা স্বগৌরবে, আনন্দ উচ্ছলতায় বাস করবে, এমন দিন শীঘ্রই আসুক।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

সকাল রয় বলেছেন:

আসুক সে দিন আছি অপেক্ষায়

ধন্যবাদ
দুর্জয় কবি

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২০

হাবা বাবা০০০১ হ্যাপী বলেছেন: বিষয়টা একপেশে হয়ে গেল। মসজিদের মাওলানা সাম্প্রদায়িকতা ছড়িয়ে কয়টা জমি দখল করেছে?????????? কয়জন হিন্দু মসজিদের মাওলানা দিয়ে ধর্ষত হয়েছে????????????? বাংলাদেশে হিন্দুদের নিয়ে রাজনীতীই তাদের দুর্ভগের বড় কারণ মসজিদের মাওলানা নয়।

জামাতশিবির, সাম্প্রদায়িকতা এটা একটা শ্লোগান সেটাতো বলেছেই হিন্দু বৈদ্ধ্য ঐক্য পরিষদের প্রধান আর এর পিছনে সরকারের রাজনীতীই যে জড়িত সেটাও এখন স্পষ্ট। আর কিই বা বলি সরকারের হাত আছে এটা প্রমাণ হওয়ার পরও ভারতের হিন্দুত্ব্যবাদী দল বিজিপি সরকারকে অগ্রীম শুভেচ্ছা জানিয়েছে সুতরাং এটা বোঝা উচিত যে লাউ সেই কদু!!!!!!!!!!!!

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪

হাবা বাবা০০০১ হ্যাপী বলেছেন: বিষয়টা একপেশে হয়ে গেল। মসজিদের মাওলানা সাম্প্রদায়িকতা ছড়িয়ে কয়টা জমি দখল করেছে?????????? কয়জন হিন্দু মসজিদের মাওলানা দিয়ে ধর্ষত হয়েছে????????????? বাংলাদেশে হিন্দুদের নিয়ে রাজনীতীই তাদের দুর্ভগের বড় কারণ মসজিদের মাওলানা নয়।

জামাতশিবির, সাম্প্রদায়িকতা এটা একটা শ্লোগান সেটাতো বলেছেই হিন্দু বৈদ্ধ্য ঐক্য পরিষদের প্রধান আর এর পিছনে সরকারের রাজনীতীই যে জড়িত সেটাও এখন স্পষ্ট। আর কিই বা বলি সরকারের হাত আছে এটা প্রমাণ হওয়ার পরও ভারতের হিন্দুত্ব্যবাদী দল বিজিপি সরকারকে অগ্রীম শুভেচ্ছা জানিয়েছে সুতরাং এটা বোঝা উচিত যে লাউ সেই কদু!!!!!!!!!!!!

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪

হাবা বাবা০০০১ হ্যাপী বলেছেন: বিষয়টা একপেশে হয়ে গেল। মসজিদের মাওলানা সাম্প্রদায়িকতা ছড়িয়ে কয়টা জমি দখল করেছে?????????? কয়জন হিন্দু মসজিদের মাওলানা দিয়ে ধর্ষত হয়েছে????????????? বাংলাদেশে হিন্দুদের নিয়ে রাজনীতীই তাদের দুর্ভগের বড় কারণ মসজিদের মাওলানা নয়।

জামাতশিবির, সাম্প্রদায়িকতা এটা একটা শ্লোগান সেটাতো বলেছেই হিন্দু বৈদ্ধ্য ঐক্য পরিষদের প্রধান আর এর পিছনে সরকারের রাজনীতীই যে জড়িত সেটাও এখন স্পষ্ট। আর কিই বা বলি সরকারের হাত আছে এটা প্রমাণ হওয়ার পরও ভারতের হিন্দুত্ব্যবাদী দল বিজিপি সরকারকে অগ্রীম শুভেচ্ছা জানিয়েছে সুতরাং এটা বোঝা উচিত যে লাউ সেই কদু!!!!!!!!!!!!

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

সকাল রয় বলেছেন:
দারুন বিশ্লেষন আপনার মুগ্ধ হবার মতো
আপনি অনেক কিছু অনুধাবন করতে পেরেছেন বৈকি কিন্তু এটা যে কথিকা সেটা বোধহয় বুঝিতে পারেন নাই।

কত লোকে কত রাজনীতিবিদ তো কত কিছুই বলে তার কয়টা কথা ফলে! মাকাল দেখতে যতই ভালো হোক ভেতরে ফাকা। লাউ কদু নিয়ে কখনো ভাবিনি তাই। শাসন কর্তা কি পদক্ষেপ নেবে সেটা নিয়ে মাথাব্যাথা নেই। বিষয়টা একপেশে লাগলো আপনার কাছে তাই আপনি একটু গুছিয়ে লিখুন আমি পড়ে বুঝতে পারবো।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬

একজন ঘূণপোকা বলেছেন: বন্ধ হোক সকল অমানবিক সাম্প্রদায়িকতা ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

সকাল রয় বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: বন্ধ হোক সকল অমানবিক সাম্প্রদায়িকতা সেই সাথে আমিও বলি দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

বোধহীন স্বপ্ন বলেছেন: চোখে পানি চলে আসার মত গল্প। স্বাধীনতার এত বছর পরও আমাদের এসব দেখতে হয়...।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭

সকাল রয় বলেছেন:
আরো দেখে দেখে হবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই _____

অনেক ধন্যবাদ
থাকুন ভালো

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

ইসতিয়াক অয়ন বলেছেন: চমৎকার প্লটে দারূন একটা গল্প !!
++++

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

এটা আসলেই গল্প লেখার জন্য গল্প কিন্তু কেউ কেউ ইতিমধ্যে উস্কানিমুলক বলে ফেলেছেন

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪

সকাল রয় বলেছেন:
নদীর নামটি ময়ুররাক্ষী

দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!দূর হোক যত জাঁতি, ধর্ম, বর্ন বিভেদ!!

২০| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

টেকনিসিয়ান বলেছেন: .... দৈনিক পত্রিকার সাংবাদিক ভোটের লাইনে দাড়ানো হিন্দু মহিলাদের ছবি দিয়েছিল পত্রিকায়। তারপরই শীল পাড়ায় আগুন! এই শালার সাংবাদিক গুলোর পাছায় আগুন দিলে ভালো হতো!

এই শালার সাংবাদিক গুলোর পাছায় আগুন দিলে ভালো হতো!
এই শালার সাংবাদিক গুলোর পাছায় আগুন দিলে ভালো হতো!
এই শালার সাংবাদিক গুলোর পাছায় আগুন দিলে ভালো হতো!

কিন্তু কেউ ঐ হলুদ শালা সাংবাদিকদের জন্য মামলা করল না্।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০

সকাল রয় বলেছেন:
লঙ্কায় থাকলে সবাই কমবেশি রাবনের মতো হয়।

ভালো থাকুন ধন্যবাদ

২১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২

অেসন বলেছেন: কিছুই বলার নেই। সত্য ঘটনাকে ছুঁয়ে গেছে।
@হাবা বাবা০০০১ হ্যাপী, মওলানারা ধর্ষন করেছে লেখায় কোথায় পেলেন ? যাকেই দায়ী মনে করেন না কেন, মূল দায়ী সাম্প্রদায়িক রাজনীতি।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
আপনাকে

হাবা বাবা মনে হয় গল্পটাকে গল্প ভাবতে পারেন নি।

২২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

হাসান মাহবুব বলেছেন: ধর্মের নামে অধর্ম বন্ধ হোক।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
হাসান ভাই ভালো থাকুন

২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

পঞ্চপাণ্ডব বলেছেন: একটা উস্কানী মুলক পোস্ট।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

সকাল রয় বলেছেন:
মি. পঞ্চপান্ডব ইহা একটা গল্প!

জল সবার কাছেএক নামে যেমন পরিচিত নয় তেমনি প্রতিবাদ মুলক শব্দটা কারো কারো কাছে উস্কানি মুলকও বটে।

ভালো থাকবেন।
মাঝে মাঝে উস্কানি মুলক মন্তব্যও করবেন।

২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

ক্যাচালবাজ বলেছেন: শিরোনামটা ঠিক ভালো লাগলো না

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

সকাল রয় বলেছেন:
আমাদের জীবনে অনেক সময় অনেক কিছুই আমাদের ভালো লাগেনা।
আর সব কিছু ভালো লাগতে নেই।
বেশি ভালো লাগলে আবার বেশি স্মৃতি বেড়ে যায়।


ভালো থাকবেন।

২৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লিখেছেন।
দূর হোক সাম্প্রদায়িক বিভেদ!

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

সকাল রয় বলেছেন: ধন্যবাদ প্রোফেসর হিজবিজ

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১১

সাগর রহমান বলেছেন: বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান
আমরা সবাই বাঙালি.....
লাইন গুলো ইচ্ছে করে রাস্তায় রাস্তায় খোদাই করে লিখে দিই।
ভাল হয়েছে গল্প।।
সকাল, ভাল আছেন তো?

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

সকাল রয় বলেছেন:
ভালো আছি সাগর কবি

আপনি ভালোআছেন তো

২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২২

না পারভীন বলেছেন: মসজিদের ইমাম আসলেই কি এমন কথা বলেন ? গল্প টা ভাল লাগলো না । কারণ আমরা হিন্দু বেস্টিত এলাকায় থাকি । আর এখানেই হিন্দুদের মন্দির ভেংগে দেয় আর ঘর দোরে আগুন দেয় । তারা রাজনৈতিক সন্ত্রাসী ।
যার যখন প্রয়োজন ইস্যু তৈরী করার জন্য এটা করে , এটা আমার কথানা । হিন্দু ভাই দের ই কথা । প্রকৃত সত্য তুলে আনার মত সততার অভাব আছে গল্পে । কারণ আপনার গল্প দল পড়বে , লীগ পড়বে , বেচারা ইমাম পড়বেনা । তাই ইমামের উপর দোষ দেয়া যায় ।

আরো সাহসী হতে হবে । গল্প লেখার জন্য আরো জীবনের কাছা কাছি যেতে হবে । বড় দূর থেকে দেখা গল্প ।

আপনার মনে কস্ট দেয়ার জন্য বলি নি । মন খারাপ করবেন না । শুভ কামনা রইলো ।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০

সকাল রয় বলেছেন:
আমি জেনেই কিন্তু লিখেছি। না জেনে লিখব কেন?
সব এলাকার ইমাম তো এমন নয় শুধু আমার গল্পের ভেতরকার গ্রামটির ইমাম এমন। হিন্দু ভাইরা আমার গল্পে কিছুই বলতে পারে নাই কারন তারা বাংলাদেশকে একটু বেশিই ভালোবাসে। বোঝা গেল প্রকৃত সত্য তুলে আনবার জন্য আামাকে তো তাহলে ওইসব গ্রামে গিয়ে বসে থাকতে হবে মনে হচ্ছে। আমি অত খ্যাত কেউ না যে আমার গল্প দল-লীগ পড়বে আমি সাধারণ। আর এমন লেখা অনেক পড়ে আছে অনলাইনে। আমার লেখার দৃষ্টিভঙ্গী সবার ভালো লাগেনা। হয়তো আপনার কাছে এটাকে গল্পের চেয়ে বড় বেশি বাস্তব মনে হয়েছে সে জন্যই সাহসী হতে বললেন। তবে আমি ততটা পারিনা।

আমাকে কেউ কষ্ট দিতে পারেনি আর কেউ পারবেও না। আমার মন্তব্য পড়ে আপনি আবার কষ্ট পাবেন না যেন।
ভালো থাকবেন- অনেক শুভ কামনা র ই ল আপনার জন্য।

২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

ঘুম হ্যাপি বলেছেন:
বন্ধ হোক সকল অমানবিক সাম্প্রদায়িকতা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২০

সকাল রয় বলেছেন: ধন্যবাদ

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০৮

আমিই মিসিরআলি বলেছেন: ধর্মান্ধতা নিপাত যাক

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

সকাল রয় বলেছেন:


ধর্মান্ধতা নিপাত যাকধর্মান্ধতা নিপাত যাকধর্মান্ধতা নিপাত যাকধর্মান্ধতা নিপাত যাকধর্মান্ধতা নিপাত যাকধর্মান্ধতা নিপাত যাকধর্মান্ধতা নিপাত যাকধর্মান্ধতা নিপাত যাকধর্মান্ধতা নিপাত যাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.