নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
আমাদের ভুল গুলো ফুল হলে পরে সাজিয়ে নিতাম ফ্লাওয়ার ভাসে। ভুল গুলো কালো চুল হলে সাজিয়ে দিতাম গন্ধ বকুলের ভাঁজে কিন্তু আমাদের ভুল গুলো চির সত্যের মতো জ্বলন্ত এক প্রদীপ। প্রদীপ নেভাতে বাতাস চাই; বুক ভর্তি ততটা বাতাস নেই যতটুকু নেভাতে কাজে লাগে। ভুল গুলো শঙ্খচূড় এক সাপ যেন! বিষাক্ত ছোবলে নীল বনভূমি করে দিয়েছে আমায়। ভুলগুলো সিঁদুরে মেঘের মতো রক্তাক্ত সুর মূর্ছনায় প্রায়শই কাঁদায় এবং বাদানুবাদ ক্রমশই ডালপালা মেলে আমাদের মুখের কথা বাড়াতে কিন্তু তা আর হয়না।
আজ হঠাৎ চেখের পর্দা টানতেই চলে গেলাম সেই সব দিনে। আমার প্রথম প্রেমে পড়ার বয়স। আমার বনসাই প্রেম। এখনো অনুশোচনা ঝুলে আছে ক্যালেন্ডারের পাতায় পাতায়। আমার প্রথম উন্মাদ হবার দিন। গানের ক্লাসে স্বরলিপি শেখার দিনগুলোতে আমি গান ভুলে দীপার অপ্রতিষিদ্ধ প্রেমের ডালে আকন্ঠ ডুবে মরলাম! অপ্রমিত স্বপ্নের অপ্রতুল হলো না। আমার প্রেমে পড়া অপৌরষেয় না হলেও দীপার মনে হতো এ যেন অচিন্তনীয়!
প্রেমের পরিধি আক্ষরিক অর্থে শুধুই সীমাবদ্ধতায় থাকে না আর সে জন্যই দেয়াল টপকে তার আইটাই। আমি গান ছেড়ে রেস্তোরাঁয় সিম্পলি ওয়েটার। আর দীপা সাপ্তাহিক তখন কাষ্টমার। এ যেন সোনালী চিলের আকাশ ছোঁয়া তারপরও দীপা আকাঙ্খী এক প্রজাপ্রতি। রেস্তোরাঁ ছেড়ে গঙ্গার ধার, সার্কিট হাউস কিংবা রোম-থ্রী।
প্রেম এ যেন ত্রিদিব পুরি। ভর দুপুরের পিঠ জ্বলা রোদ, শীত সকালে বরফগলা স্রোত আর সন্ধ্যে বেলার জোছনা অসুখ। সব কিছু যেন শুধু ভালোবাসার কোলা ব্যাঙের গাল ভর্তি স্বপ্নের মতো। গোলপুকুর কিংবা সানকি পাড়ার পথে পথে যখন ভীড় থাকতো না। তখন দুজন পথ মাড়াতাম। আমাদের প্রেম তখন জাগ্রত ময়মনসিংহ! সন্ধ্যে হলেই যে শহরে ফুল ফুটতে শুরু করে সেই শহরের প্রেমে পড়ে গেলাম। সেই শহরে তোমার হাতে চোখ ঢেকে বলাতাম বিনাশিত হোক এ নীলাচল। ব্রহ্মপুত্র নদের সুগভীর জলের মতো গভীর হোক এ প্রেম।
আঠারো বাড়ি বিল্ডিং মহল্লার পাদ পীঠের একমাত্র জাদুঘরটিই আমাদের দেখা করার অন্যতম কেন্দ্রস্থল ছিল। ধরনীর সমস্ত মাঙ্গলিক প্রার্থনা ছিল দীপাকে ঘিরে। রিলের মতো এভাবেই কাটছিল আমাদের প্রজাপ্রতি দিনগুলো।
তারপর................
অব্যবহৃত বিলবোর্ডের মতো নতুন বিজ্ঞাপনে ভরে গেল একদিন আমার স্মৃতির পিঠ। চোখের জল ফেরাতে পারেনি তাকে। অজানা অভিমান দীপাকে হঠযোগ শুভ পরিণয়ে পরিপূর্ণ হলো করে দিল।
আমার বনসাই প্রেম! আমার প্রেমের শহর। সন্ধ্যে হলেই যেখানে ফুল ফুটে, সি.কে ষোষ রোড, দূর্গাবাড়ি রোড কিংবা ষ্টেশন রোড সন্ধ্যে হলেই সাজে জনারণ্য সাজে। এখনও পাল্টে নি তার রূপ। দীপা আমার ষটপদী, পরিশেষে বুঝতে পেরেছিল এই বনসাই প্রেমিক ছাড়া একদিন অচল পয়সা হয়ে যাবে সে। পাছে আবার সোনার জীবন পাথর না হয়ে যায়!
শেষ থেকে শুরু করা কি সময়ের কখনো মানায়? আর তাই ভুলগুলো চুলে বেধে দাড়িয়ে আজকাল দীপা খুজে বনসাই প্রেম!
______________________________________________
প্রকাশকাল
বিশই জানুয়ারী দুইহাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ
সুসং নগর।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
মামুন ভাই ভালো থাকুন সবসময়
২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
সকাল রয় বলেছেন:
মোটামুটি লিখতে পারছি যে তাতেই খুশি আমি
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২
আরজু পনি বলেছেন:
দারুণ লিখেছেন ।
লেখার পাশাপাশি লেখাটাকে বিভিন্নভাবে সাজানোটাও দারুণ উপভোগ করি, সকাল ।।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩
সকাল রয় বলেছেন:
অনেক অনকে ধন্যবাদ
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২
আরজু পনি বলেছেন:
দারুণ লিখেছেন ।
লেখার পাশাপাশি লেখাটাকে বিভিন্নভাবে সাজানোটাও দারুণ উপভোগ করি, সকাল ।।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
সকাল রয় বলেছেন:
জীবন তো সাজাতে পারিনি তাই লেখাটাকেই সাজাতে চেষ্টা করি
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২
রাইসুল নয়ন বলেছেন:
অনেকদিনপর মুক্তগদ্য পড়লাম, যদিও ইচ্ছে করে তবে এমন সৃষ্টি আমি পারিনা !!!
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
সকাল রয় বলেছেন:
চেষ্টায় সব হয়। একটু কলম ধরুন হয়ে যাবে।
শুভকামনা
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মুক্ত গদ্য লেখার ব্যাপারে আমার বেশ আগ্রহ আছে। আমার পড়তে খুবই ভালো লাগে। তবে লেখা উচিত কিনা ঠিক বুঝতে পারি না। কারন শুনেছি মুক্ত গদ্য হচ্ছে প্রকৃত কবিদের বিশ্রামের লেখালেখি!
আপনার লেখাটি অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা রইল।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১
সকাল রয় বলেছেন:
কাল্পনিক___
আমি মুলত কবি নই। আমি ফটোগ্রাফার__ শৈখিন নয়,
কবিবৃন্দ বিশ্রামে মুক্তগদ্য লিখে কিনা জানিনা তবে আমি অবসরে লিখি।
আপনার হাতে শব্দ থাকলে আপনি অবশ্যই লিখবেন
আপনার লেখা দেখার অপেক্ষায়
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪
বোধহীন স্বপ্ন বলেছেন: মুক্তগদ্য জিনিসটা আমার কাছে আসলে একেবারেই নতুন, তাই আইডিয়া খুব কম। আমার কাছে এটা গল্প আর কবিতার মাঝামাঝি কিছু মনে হয়। আসলেই কি তাই?
লেখা ভালো লেগেছে।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২
সকাল রয় বলেছেন:
গল্প কবিতার মাঝামাঝিই হলো মুক্তগদ্য
অনেক
ভালো
থাকুন
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লাগলো +
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২০
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
সেলিম কবি
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ! খুব ভালো লাগলো বনসাই প্রেমের আখ্যান।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
অভি কবি
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০
ইসতিয়াক অয়ন বলেছেন: অসাধারন ! অসাধারন !! হ্যাটস অফ !
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ইসতিয়াক
ভালো থাকুন
১১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮
হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
হাসান ভাই
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভুল গুলো শঙ্খচূড় এক সাপ যেন!
বিষাক্ত ছোবলে নীল বনভূমি করে দিয়েছে আমায়।
বনসাইয়ের মতোই সুন্দর...!!
ভালোলাগা ।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩
সকাল রয় বলেছেন:
বাহ!
আপনিই তাহলে বুঝতে পেরেছেন এ প্রেম বনসাই
ভালো লাগলো আপনার উপস্থিতি
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০৮
টুম্পা মনি বলেছেন: দারুণ লিখেছেন। অনেক ভালো লাগল। একদম স্নিগ্ধ সকালের মত।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫
সকাল রয় বলেছেন: টুম্পা মনি আপনার কি বই মেলায় বই বেরুবে
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বনসাই গদ্য ভাল্লাগলো, দাদা।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ দুর্জয় কবি
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা সকাল
মুগ্ধ পাঠ
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নীল দা
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২
মোঃ ইসহাক খান বলেছেন:
শেষ থেকে শুরু করা কি সময়ের কখনো মানায়? আর তাই ভুলগুলো চুলে বেধে দাড়িয়ে আজকাল দীপা খুজে বনসাই প্রেম! -- মুক্তগদ্যে শুভেচ্ছা রেখে গেলাম।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
লেখক।
অনেক সুন্দর সৃষ্টি আপনার হাতে। অনেক ভালোলাগা।
অনেক শুভকামনা
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০
মামুন রশিদ বলেছেন: বনসাঁই প্রেমের মুক্তগদ্য অপূর্ব লাগলো