নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

ছন্নছাড়ার অদ্ভুত পাতা-১

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

লা থেকে বুকের ভেতর অবদি ইচ্ছের বিশাল এক মাঠ। এ প্রান্ত-ও প্রান্ত জুড়ে শুধু ইচ্ছে আর ইচ্ছে। ইচ্ছে গুলো ফলাতে গেলে অর্থের প্রয়োজন। অর্থ উপার্জন যতখানি হচ্ছে তাতে খরচাই মিটেনা ইচ্ছে মিটবে কিভাবে?

মিটুক বা না মিটুক ইচ্ছে জমিয়ে রাখতে দোষের কিছু তো নেই। মাঠটার পরিধি দিনকে দিন বড় হয়ে আসছে, তাকে দমিয়ে রাখার কোন শক্তি আমার নেই। পকেটে পয়সা থাকলে মাঝে মাঝে নিজেকে অনেকটা শক্তিশালী মনে হয়। ছোট খাটো ইচ্ছে গুলো পূরণ করবার চেষ্টা করি। কখনো পূরণ হয় কখনো হয়না তবুও দমে যাইনা।

আর দমে গেলেই বা কি হবে? ইচ্ছের জন্মতো আর থেমে থাকবে না ওটা জন্মাবেই।



সাহারা সিটিতে সন্ধ্যেয় অনেক শিশুরা খেলতে আসে। তাদের দেখলে একটু-আধটু ইচ্ছে জাগে নিজেকে সাজিয়ে নেই পিতার রুপে। আমার যদি একটা মেয়ে থাকতো কেমন হতো? আজকাল রোজ-রাত্তিরে বাড়ি ফিরে সেলফোনটকে বালিশের নিচে সেই যে রাখি আবার সকাল বেলায় বাসা থেকে বের হবার সময় পকেট পুরে রাস্তায় নামি।

অনেকদিন রাত জেগে কথা বলা হয় না। কথা বলার ইচ্ছে গুলো মরে গেছে। কেন মরে গেছে সেটা বলা খুব সহজ। আমি সেলফোনের কাছ থেকে হঠাৎ করেই ছিটকে গেছি হয়তোবা ছিটকে যাবার কথা ছিল।

পুরোনো অনেক ইচ্ছেই মৃত হয়ে যাচ্ছে। কলকাতার সেই কোলাহল, ঢাকার যানযট, ময়মনসিংহের ছাপাখানার মধুর শব্দ! আরও অনেক কিছু দেখার ইচ্ছে গুলোও মৃত হয়ে আসছে।

আজকাল হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে লেখালেখি করার। বই-টই বের হবার মতো কিছু লিখছি না। ওরকম লেখা আমার হাতে নেই। আমি শুধু নিজেকে ধরে রাখতে লিখি। সেদিন একজন প্রশ্ন করলো, ধরে রাখতে মানে?

Ñধরে রাখা মানে, যদি না লিখি মাথার ভেতরে শব্দের অদ্ভুত যন্ত্রনা হয়.............









_____________________________________

ডায়েরীর পাতা থেকে, সুসং নগর, উইলকিংসন রোড।



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

জুন বলেছেন: কথা বলার ইচ্ছে গুলো মরে গেছে। কেন মরে গেছে সেটা বলা খুব সহজ। আমি শুধু নিজেকে ধরে রাখতে লিখি। সেদিন একজন প্রশ্ন করলো, ধরে রাখতে মানে?

সকাল এমন ধারা লেখা শুধু তোমার হাত থেকেই বেরিয়ে আসে কেন বলতো ?
আমি কেন এমন ভাবতে পারি না ?
অসম্ভব ভালোলাগা ।
+

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

সকাল রয় বলেছেন:
আপু
আমি কোনঠাসা নাবিক কি-না তাই হাত বাড়িয়ে কলম নিলেই লিখা বেড়িয়ে আসে।
তারপর লিখে ফেলি।
আপনার হাত থেকেও লেখা বেড়িয়ে আসবে। জানালা খুলে দখিনে তাকিয়ে দেখুন নিরবতা আপনারআচলে বন্দি আছে কিনা । যদি থাকে তাহলে ধরে নিন লেখা আসতে বাধ্য
আর তা না হলে পড়ে ফেলুন
লোটাকম্বল!

২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর পরিপাটি নাগরিক বিষাদলিপি।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

সকাল রয় বলেছেন:
ভেবে দেখলাম ডায়েরীটা মলিন হয়ে যাচ্ছে কবে না আবার হারিয়ে যায়,
তাই লিখে দিলাম অর্ন্তজালে____

ভালো থাকা হোক এই সব দিন-রাত্রিতে

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

মশিকুর বলেছেন:
লেখা চুলুক সবকিছুকে পিছনে ফেলে...

শুভরাত্রি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

সকাল রয় বলেছেন: লিখবো
অন্তত অভিমান জমা রাখার জন্যে হলেও

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ডায়েরী যেভাবে কথা বলে ... ভালো লাগলো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

সকাল রয় বলেছেন: দেখা যাক কতদিন চলতে পারে।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ছোট খাটো ইচ্ছে গুলো পূরণ করবার চেষ্টা করি। কখনো পূরণ হয় কখনো হয়না তবুও দমে যাইনা।
আর দমে গেলেই বা কি হবে? ইচ্ছের জন্মতো আর থেমে থাকবে না ওটা জন্মাবেই।

মানুষ বাঁচে
আশা আর আশংকায়...

ভালো থাকুন ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫

সকাল রয় বলেছেন: মানুষকে বাঁচতে হয় কারো কারো হাতে বিসর্জন হবার জন্যেও

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ইচ্ছের জন্মতো আর থেমে থাকবে না ওটা জন্মাবেই !!!

লেখালেখি যেহেতু মাথাচাড়া দিয়ে উঠেছে, তাহলে লিখতে থাকুন। এখনি আপনার বেস্ট লেখাটা লিখার সময়!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮

সকাল রয় বলেছেন: জানিনা কতদিন চলবে। তবে আমি যে একেবারে ক্লান্ত তা কিন্তু নয়। লেখা নিয়ে ফর্ম তৈরি করতে হয়তো পারিনি তবেএকেবারে হতাস হবার মতো নয়। মরে গেল অন্তত ৫জন বলতে পারবে আমিএকদিন ছিলাম কারো কারো জন্য।

ভালো থাকবেন মাসুম ভাই অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.