নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

হাত তুলে দাড়িয়ে যাও, নয়তো গুলি করে মারবো!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬









জয় বাংলা!

অস্ত্র হাতে একদল মানুষ ছুটে যায়

Ñহ্যান্ডস্ আপ! হ্যান্ডস্ আপ!

Ñউপরে হাত তুলে সোজা দাড়িয়ে যাও

নয়তো কুকুড়ের মতো গুলি করে মারব!



বঙ্গ মাতার ধ্বজা উড়িয়ে দেব;

কটা দেশ প্রেমিক আছে দ্যাশে? পতাকা মাথায় বেঁধে দৌড়াও?

Ñউপরে হাত তুলে দাড়িয়ে যাও; নয়তো-



বয়েস কম যুবকের। রক্তগরম। মুখে তাই অন্ধের মতো বুলি- “মাতৃভাষা বাঙলা চাই”

মাথায় বাধাঁ পতাকা।

অস্ত্র উচিঁয়ে ছুটে গিয়ে পঙ্গপালের দল,

হাতের মুঠোতে চুল ধরে হ্যাচকা টান মারে,

কঁকিয়ে উঠে যুবক বলে, ছেড়ে দেন আমারে-



Ñশালা জয় বাংলা বলা হচ্ছে; মেরে তোমার হাড় ভেঙ্গে দেব।

দেশ প্রেম! তোর দেশ প্রেম কি- মা’কি আগ!



যুবক দৌড়ায়। গুলি ছুটে আসে বর্ষণের মত-

ফিনকি দেয়া রক্তের ঝিলিক

অতৃপ্ত প্রলাপ;

বুলেট বৃষ্টিতে রক্তাক্ত মানচিত্র!

অস্ফুষ্ট স্বরে উচ্চারিত হয়- জয় বাংলা!



ফের হ্যান্ডস্ আপ!

হাত তুলে দাড়িয়ে যাও, নয়তো গুলি করে মারবো।







::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



প্রকাশকাল-

তিনই ফেব্রুয়ারী দুই হাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ

উইলকিংসন রোড।

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

সকাল রয় বলেছেন: পহেলা ফালগুণের শুভেচ্ছা অভি কবি

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছোট্ট কিন্তু পরিষ্কার। ভাল লাগল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

সকাল রয় বলেছেন: পহেলা ফালগুণের শুভেচ্ছা নিবেন

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

নিশাত তাসনিম বলেছেন: ফের হ্যান্ডস্ আপ!
হাত তুলে দাড়িয়ে যাও, নয়তো গুলি করে মারবো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

সকাল রয় বলেছেন:

পহেলা ফালগুণের শুভেচ্ছা নিবেন

ভালো থেকো

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

সুমন কর বলেছেন: ভাল লাগল

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

সকাল রয় বলেছেন: পহেলা ফালগুণের শুভেচ্ছা!

সুমন ভাই ভালো থাকবেন।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

মামুন রশিদ বলেছেন: ভাল লেগেছে কবি ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

সকাল রয় বলেছেন:

ফাগুনেরআগুনশুভেচ্ছা

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯

সাজিদ উল হক আবির বলেছেন: চিন্তার বুনট অত্যন্ত সুন্দর , তার প্রকাশ আরও বেশী হৃদয়গ্রাহী।
শুভেচ্ছা সকালদা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

সকাল রয় বলেছেন:

ভালো থেকে

আজ ফাগুন। অনেক বেশি শুভেচ্ছা

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

সকাল রয় বলেছেন:

ধন্যবাদ
খেয়া। ভালো থাকুন

শুভেচ্ছা নিয়েন ফাগুনের

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

সকাল রয় বলেছেন:

ধন্যবাদ
খেয়া। ভালো থাকুন

শুভেচ্ছা নিয়েন ফাগুনের

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
লেখা সাবলীল হয়েছে।

কয়েকটা ঐতিহাসিক তথ্য নিশ্চিত করে নিনঃ ভাষা আন্দোলনের সময় ‘জয় বাংলা’ স্লোগনা ছিল কিনা, এবং তখন মাথায় কোনো পতাকা বেঁধে মিছিল করা হয়েছে কিনা। ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস এখানে পাবেন।


শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
আমি দেখে ঠিক করে নেব।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

ঝিনুক ওয়াজিহা বলেছেন: বাহ!! খুব সুন্দর!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

স্বাগতম

প্রথম দেখলাম

ভালো থাকবেন

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

রাসেলহাসান বলেছেন: ভালো লেগেছে। সুন্দর।।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ফের হ্যান্ডস্ আপ!
হাত তুলে দাড়িয়ে যাও, নয়তো গুলি করে মারব
অসাধারণ লেখা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ বঙ্গভূমি

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯

নীল ভোমরা বলেছেন:
''বুলেট বৃষ্টিতে রক্তাক্ত মানচিত্র!
অস্ফুষ্ট স্বরে উচ্চারিত হয়- জয় বাংলা!''

ভাললাগলো! শুভকামনা!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪০

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকুন

১৩| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০০

বৃষ্টিধারা বলেছেন: ছোট্ট সুন্দর । :)

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

সকাল রয় বলেছেন: ;)

অনেক অনেক ধন্যবাদ

১৪| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

বৃষ্টিধারা বলেছেন: চোখ টিপি দেন কেন ? :((

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৭

সকাল রয় বলেছেন: বন্ধুদেরকে চোখ টিপি দেয়া যায়

১৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৯

বৃষ্টিধারা বলেছেন: আমারে চোখ টিপি দিলে আমি আম্মারে কইয়া দিমু....... :(( :(( :((

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৬

সকাল রয় বলেছেন: না খালা তাহলে ভীষণ রাগ করবে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.