নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বইমেলা নিয়ে কয়েকটি ছবি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮





বই মেলায় গিয়েছিলাম। এত ভীড়, এত মানুষ! কোনরকম উদ্ধার হয়ে এলেম মাত্তর। মেলায় অনেকের সাথে দেখা হলো। আমি চিনতে পেলেম কিন্তু পরিতাপের বিষয় এ ই যে তাহারা আমাকে চিনিতে পারলো না। ক্যামেরা বের করে ছবি তোলা হলো না। তবে অনেক কষ্টে কিছু বই কিনেছি। যা কিনেছি তা সব ব্লগারদের বই। বই নিয়ে পরে একদিন লিখব। আজ কয়েকটা ছবি।







লিটিলম্যাগ চত্বর।





আমাদের শহীদেরা।





ফুলের মাঝে।





উনারা বই কিনতে আসে না। আসে....





আমাদের প্রিয় বর্ণমালার পুর্বরুপ।





একটি ষ্টল।





বইয়ের স্টল।





তারা তিনজন।





মেঘ অদিতির বই





মজা পাইছি তাই তুললাম। সাম্প্রতিক প্রকাশনী।





বলুন তো উনি কে?





দাড়িয়ে মোড়ক উন্মোচন দেখলাম।





সালাম ভাস্কর্য।





মেলায় ঢুকতে গিয়ে।





দ্যা রোড পোষ্টবক্স এন্ড দ্যা অমুক-তমুক।





প্রচ্ছদগুলো ভাসছে।





টোনাটুনি।





আমাদের প্রিয় বই ঘর।





যখন আমি আকাশ দেখি।









::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



ভালো থাকুন। বই কিনুন ব্লগারদের তাহলে তারা লিখতে উৎসাহ পাবে।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: বই কিনুন ব্লগারদের তাহলে তারা লিখতে উৎসাহ পাবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
অভি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
অভি

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২

পাঠক১৯৭১ বলেছেন: জাতীয় আড্ডা।

বাংগালীরা আড্ডা জমাতে পারে!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২০

সকাল রয় বলেছেন: হুম। ভালো লাগে।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

সুমন কর বলেছেন: চমৎকার !!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

সকাল রয় বলেছেন: ধন্যবাদ দাদা

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

নিশাত তাসনিম বলেছেন: দেশের বাইরে থেকে ব্লগারদের বই কেনার উপায় কি ? এবছর বই মেলায় যাওয়া হলোনা। আগামী বছর যাওয়ার আশা রাখি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

সকাল রয় বলেছেন:
অনলাইনে অনেকেই বইয়ের অর্ডার নেয়। তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনি তো তাইলে লিটল ম্যাগ আর শিশু কর্ণারে সব সময় দিলেন ফতোগ্রাফির।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

সকাল রয় বলেছেন:
আপনাকে দেখলাম দাড়িয়ে আছেন চত্বরে। আমি তখন সাদাকালো'র ষ্টলে।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮

মামুন রশিদ বলেছেন: ভালো লাগিলো ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
ভালো লাগিলো টু ||

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ পঞ্চলক্ষ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ পঞ্চলক্ষ

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: বইমেলার ছবি দেখতে সবসময়ই ভালো লাগে।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

সালমান হিরন বলেছেন: ভাইজানরা,আমার একটা বই প্রকাশিত হয়েছে।সঙ্গী নির্বাচন,পাবেন কলি প্রকাশনীতে

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে! চমৎকার সব ছবি।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮

আবু সালেহ বলেছেন: প্রিয় কবি ভালো আছেন নিশ্চই.............

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

মশিকুর বলেছেন:
মেলার ছবিগুলো ভাল লাগলো।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

সুলতানা সাদিয়া বলেছেন: আমিও ছিলাম সেদিন! কিন্তু সকাল রয় রহস্যই থেকে গেল! আমি একটা ছাড়া সবই ব্লগারদের বই কিনেছি! আমার নিজের বইও কিনেছি!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

সকাল রয় বলেছেন:
আপনার বই কিনেছিলাম। বন্ধু নিয়ে গেছে। তিনি আবার তার উনাকে গিফট করে দিয়েছেন।
ঢাকা আসা হয়না___ তাই অপেক্ষা।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর ছবিগুলো। বিলম্বিত শুভেচ্ছা রেখে গেলাম।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

রাসেলহাসান বলেছেন: খুব ভালো। :)

১৬| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ইষ্টিকুটুম বলেছেন: খুব সুন্দর বইমেলা তুলে এনেছেন, আপনার পোস্টে। এরকম ৩-৪ টি বইমেলা বিষয়ক পোস্ট আমিও অন্য ব্লগে এনেছিলাম।

সময়ের অভাবে এখানে দেয়া হয়ে ওঠেনি।

সকাল দাঁ, আপনার দেখছি অনেক লেখা জমেছে। পড়বো সময় করে। এত ব্যস্ত থেকেও কিভাবে লিখেন?? দিনের কোন সময়টায় লিখেন একটু বলবেন কি?? শিখতাম!!

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮

সকাল রয় বলেছেন:
দিনে লেখার সময় নেই। মাঝে মাঝে রাত জেগে লিখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.