নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

অথবা বোকাদের কবিতা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০





১।

চোখ বন্ধ হলে দেখতে পাবে পৃথিবীর সেরা রঙের রাজ্য

সেই রাজ্য ধরে তুমি চলে যাবে এমনি একটা উদ্যানে, যেখানে তোমার সমস্ত প্রাপ্তি ঝুলে আছে।

এক-জীবনের সমস্ত চাওয়া তোমাকে ছুঁয়ে আছে। একপাশে ডাষ্টবিনে পড়ে আছে ব্যর্থ দুঃখ গুলো। ওদের ফিরে আসার কোন তাড়া নেই। আনন্দগুলো ছবির মতো ফ্রেমের জমিনে বন্দি। প্রেম শুয়ে আছে। শয়নের পাশবালিশের মতো জড়িয়ে নিলেই মিশে যাবে তোমাতে।

আর শয়ন পালঙ্কের নিচে অভাব লুকিয়ে আছে মাথা নিচু করে। আহত স্বরে ভুল গুলো কোরাস তুলছে।

চোখ বন্ধ করে আধাঁরে ডুবে থাক, দেখতে পাবে আরও অনেক কিছু। চোখ খুললেই পাপের গননা শুরু।









২।

যে অধরের ডুবে মাদকতায় ভেসেছিলাম,সে অধরে ঝুম ঝুম বৃষ্টি ছিল।অবিরত স্রোত ছিল।

পুনর্বার আর কারো অধরায় ডুবতে স্বাদ নেই

তাতে নষ্ট হয়ে যাবে তোমার সৌরভ।









বোকাদের কবিতা

তোমার পান্ডিত্য থাকুক তোমার কাছে-

আমি বোকারাম বুদ্ধু। আমাতে কোন বিনিময় নেই; মেধাশূন্য এক ষাড়

তোমার চারপাশে কৃত্রিম জল নকসা।

বুদ্ধিমানদের দুটি প্রিয় কাজ; মুখ বন্ধ করে রাখা নয়তো রুটিনমাফিক চলা;

বোকার জন্য রইল বৃথা তর্ক তোলা।











__________________________:::::::



রচনাকাল-

সুসং দূর্গাপুর_

কলেজরোড,

মন্তব্য ৫০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ লিখেছ
শুভকামনা

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৫

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
পরিবেশ

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আর শয়ন পালঙ্কের নিচে অভাব লুকিয়ে আছে মাথা নিচু করে।
আহত স্বরে ভুল গুলো কোরাস তুলছে।


সুন্দর/আহত কবিতা !

দুই একটা বানানে মনে হয় সমস্যা আছে ।
ঠিক করে দিন ।

যেমনঃ

বন্ধি
পাশবালিয়ে


ভালো আছেন নিশ্চয় !





০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮

সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ

লেখার পর বানান শুদ্ধ করতেএকদম ভুলে গেছি।

আহত হযে কবিতা লিখতে বসেছিলাম বলেই হয়তো


ভালো আছি, আপনি কেমন আছেন

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

সুমন কর বলেছেন: বুদ্ধিমানদের দুটি প্রিয় কাজ; মুখ বন্ধ করে রাখা নয়তো রুটিনমাফিক চলা;
বোকার জন্য রইল বৃথা তর্ক তোলা।



দারুণ হয়েছে।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৫

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
সুমন ভাই

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার।

চোখ বন্ধ করে আধাঁরে ডুবে থাক, দেখতে পাবে আরও অনেক কিছু। চোখ খুললেই পাপের গননা শুরু। ||

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৬

সকাল রয় বলেছেন: আপনার প্রোপিকটা আরো বড় করা কিন্তু সম্ভব

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

মামুন রশিদ বলেছেন: চোখ বন্ধ করে আধাঁরে ডুবে থাক, দেখতে পাবে আরও অনেক কিছু। চোখ খুললেই পাপের গননা শুরু।


খুব সুন্দর, কবিতার পাশাপাশি ছবিও ।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৭

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

মামুন ভাই। সংকলনটা দেখলাম। ভালো লাগলো

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো লাগলো সবই... :)

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৭

সকাল রয় বলেছেন:

ধন্যবাদ

দাদা

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

শয়ন পালঙ্কের নিচে অভাব লুকিয়ে আছে মাথা নিচু করে। আহত স্বরে ভুল গুলো কোরাস তুলছে।


এই লাইনগুলো দারুন !
আর বোকাদের কবিতাটা আমার মতো ...

শুভেচ্ছা রইল , সকাল ।।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৯

সকাল রয় বলেছেন:
আপনি বোকা নন কিন্তু। আর যদি বোকা বলে থাকেন তাহলে বলতে হয়
এক জীবনে আমরা সবাই কমবেশি বোকা হই

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০২

নিশাত তাসনিম বলেছেন: তোমার পান্ডিত্য থাকুক তোমার কাছে-
আমি বোকারাম বুদ্ধু। আমাতে কোন বিনিময় নেই; মেধাশূন্য এর ষাড়
তোমার চারপাশে কৃত্রিম জল নকসা।
বুদ্ধিমানদের দুটি প্রিয় কাজ; মুখ বন্ধ করে রাখা নয়তো রুটিনমাফিক চলা;
বোকার জন্য রইল বৃথা তর্ক তোলা।

দারুণ । +++

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:০০

সকাল রয় বলেছেন:

কবিতা পাঠে কৃতজ্ঞতা
তবে কিছু মনে করবেন না সময় দিতে পারছিনা একদমই

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

অনাহূত বলেছেন: বাহ! চমৎকার।
মুগ্ধ পাঠ।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:০১

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

আপনি কিন্তু দারুন লিখেন।

১০| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:১২

নীরব 009 বলেছেন: দাদা, ভাল লেগেছে। একটা অভিযোগ জানাব আজকে... একজন বড় মাপের কবি হিসেবে আপনাকে বানানের প্রতি মনোযোগ দিতেই হবে। আর যতি চিহ্নের পর একটা স্পেস দেয়ার বিষয়টি খুব যত্ন করে মনে রাখবেন। কি মনে রাখবেন তো? :) :) :)

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

সকাল রয় বলেছেন:
এই লেখাটা তাড়াহুড়ো করেই পোষ্ট দিয়েছিলাম বলেই
এমনটা হয়ে গেছে।
তবে আমি কিন্তু বড় মাপের কেউ নই B-)

অনেকদিন পর দেখলাম ভালই আছেন?

১১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:১৭

আমি সাদমান সাদিক বলেছেন: ভালো লাগা রইল ।।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৪

সকাল রয় বলেছেন: আমি সাদমান সাদিক ধন্যবাদ

১২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: পুনর্বার আর কারো অধরায় ডুবতে স্বাদ নেই
তাতে নষ্ট হয়ে যাবে তোমার সৌরভ।

বেশ বেশ !

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৩

সকাল রয় বলেছেন:
অভি কবি

আপনার ছবিটা দেখলে ভালো লাগে

১৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:২০

সানড্যান্স বলেছেন: চোখ বন্ধ করলেই তো আমার পাপের গননা শুরু হয়!!!
ভাল থাকুন।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯

সকাল রয় বলেছেন:
কি জানি হয়তবা
হতে পারে

ধন্যবাদ

১৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:৪৮

রাইসুল নয়ন বলেছেন:


সুন্দরম !!!

দাদা, আপনার সব লেখাগুলোই সুন্দর ।।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৮

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
সব লেখা সুন্দর না হলেও লিখি কিন্তু

১৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:৪৮

রাইসুল নয়ন বলেছেন:


সুন্দরম !!!

দাদা, আপনার সব লেখাগুলোই সুন্দর ।।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
পুনর্বার

১৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:২৭

রাসেলহাসান বলেছেন: দারুন!! ভালো লিখেছেন।
বোকাদের কবিতাটাও সুন্দর হয়েছে।
শুভ কামনা।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৫

সকাল রয় বলেছেন: আপনার লেখাও কিন্তু ভালো হয়

১৭| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এইটুকুই বলা অসাধারণ।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৪

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

আসলে কলম তুলে যা আসে মাথায় তা ঢেলে দেই যদি সেটা ভালো লাগে কারো তাহলে তো ভালোই

১৮| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৭

এহসান সাবির বলেছেন: চমৎকার লিখেছেন।

শুভকামনা।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৩

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
আপনার লেখালেখির কি খবর?

১৯| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭

বৃষ্টিধারা বলেছেন: অনেক দিন পর.......মুগ্ধতা নিয়ে গেলাম ।

ভালো থাকবেন ।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৩

সকাল রয় বলেছেন: ২০টিধারা

অনেকদিন পর

দেখলাম আপনাকে

২০| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:০২

তাসজিদ বলেছেন: আমি না হয় বোকাই রয়ে গেলাম।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১২

সকাল রয় বলেছেন: তাসজিদ ভাই
পৃথিবীতে বোকার দল কিন্তু ভারী :D

২১| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:০১

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

হাসান ভাই

২২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:০৯

বৃষ্টিধারা বলেছেন: ২০টি ধারা নাম টা শুনেই মন ভালো হয়ে গেলো :)

হাসি আসলো পেট ফেটে :)

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:০২

সকাল রয় বলেছেন:
আপনার প্রো-পিকের ছবিটা কিন্তু সেইরকম!

২৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:২০

নীরব 009 বলেছেন: হ্যাঁ হ্যাঁ, তা আর বলতে :)

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:০৩

সকাল রয় বলেছেন:
এখন কেমনআছেন বলুন তো।
অনেকদিন দেকিনি

২৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো আছি দাদা ।

আপনার বন্ধু হিমি ক্যামন আছে ?

শুভ রাত্রি ।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:০৪

সকাল রয় বলেছেন:
হিমি এখন রাজধানীতে চলেএসেছে উচ্চ শিক্ষা নেবে। এখন তিনি একদমই সময় পাননা যে কারনে কথা হয়না।

তারপর আমিও ভালো আছি

২৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সবগুলো ভাল হয়েছে।শেষটা বেশি ভাল হয়েছে। শেষ লা্ইন অসাম হয়েছে।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪৯

সকাল রয় বলেছেন:

ধন্যবাদ সেলিম কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.