নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

অবৈতনিক ঈশ্বর ও অন্যান্য

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩৯





#

এর আগে তুমি বলোনি,

কান্নাকে অলংকৃত করতেই চোখের দু’ধারে কাজলের আল্পনা আঁকা হয়!

কাজলের রঙে রাঙানো দু-ধারে হীরের মতো তোমার অশ্রুনদী-

কপোলে তোলে মেঘরঙা নদীপথ।







#

বিতিকিচ্ছি জীবন হয় কারো কারো

কোকিলের মতো সৌন্দর্য নিয়ে মুখরা উপহাস

রাত্রিবিধুর বৈঠকে স্বপ্ন ভাঙে ঠাস ঠাস।









#

অবৈতনিক ঈশ্বর রোজ রাতদিন লক্ষ রেখে যাচ্ছেন

শুধু কপালে হাত ছুয়ে যাই যখন দোরগোড়ায় বিপদ নাচে;

আনন্দখামে অবৈতনিক ব্যক্তিটির ঠায় নেই!

যবনিকায় ম্লানিমা দেখিয়ে

আমরাই যম আমরাই সব।







#

কাদা ছোড়াছুড়ি এখানেও!

শব্দচূড়ের গলায় উপহাসের ঝাঁপি;

অবহেলায় মধুমক্ষিকা ক্রমশই হ্রাস পাচ্ছে।

মধ্যাঙ্গুলির হিংসাদ্বেষ ছেড়ে-

স্ফুরিত হয়ে ভালোবেসে গেলে কি দোষ তাতে?

এসো-

সব খেদ পুড়িয়ে দিয়ে সঞ্জীবনী ঢেলে দেই;

চলো এইসব নগরে আবারো জাগি দ্বিগবলয় মাঝে।









======================================



[প্রকাশকাল]

দুই মার্চ দুই হাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ

সুসঙ্গ দূর্গাপুর_উইলকিংসন রোড।

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪৬

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস ওয়ান সকাল।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫১

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

আসুন না
সব খেদ পুড়িয়ে দিয়ে সঞ্জীবনী ঢেলে দেই;
এইসব নগরে আবারো জাগি দ্বিগবলয় মাঝে।

২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৭

বৃষ্টিধারা বলেছেন: অবৈতনিক ঈশ্বর রোজ রাতদিন লক্ষ রেখে যাচ্ছেন
শুধু কপালে হাত ছুয়ে যাই যখন দোরগোড়ায় বিপদ নাচে


আসলেই তাই ......

অনেক ভালো লাগা ।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:১১

সকাল রয় বলেছেন: হুম

আমরা হুশ খেয়ে বেহুশ হয়ে থাকি।

২০টিধারা ভালোআছেন তো?

৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার কোন অসুবিধা নাই মনে করেন, আসেন !

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:১২

সকাল রয় বলেছেন:
শুনে খুব ভালো লাগলো। আমরা লিখব B-)

৪| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:১৭

বৃষ্টিধারা বলেছেন: হি হা হা

হুম,ভালো । আপনি ?

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:৩৮

সকাল রয় বলেছেন: ভালো আছি আপনাদের দোয়ায়!

৫| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৫

মামুন রশিদ বলেছেন: অবৈতনিক ঈশ্বর অসাধারণ! অন্যান্যগুলোও ভালো লেগেছে ।

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ। মামুন ভাই

৬| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:৪১

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর ।।

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই

৭| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

কোকিলের মতো সৌন্দর্য নিয়ে মুখরা উপহাস
রাত্রিবিধুর বৈঠকে স্বপ্ন ভাঙে ঠাস ঠাস।


অনেক অনেক ভালোলাগা আর...++

আমার এভাবে + দিয়ে ভালোলাগা জানানো মোটেও ভালো লাগে না !

ভালো থাকুন ।

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সকাল রয় বলেছেন:
ঠিক আছে মনে থাকবে।
আপনি ভালোআছেন তো?

৮| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ।

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ সেলিম কবি

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ সেলিম কবি

৯| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:০৫

কয়েস সামী বলেছেন: অবৈতনিক ঈশ্বর-আইডিয়াটা মারাত্মক বস!

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:১১

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
বস
নেক্সট আইডিয়ার অপেক্ষায় আছি।

১০| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি অভিভূত হচ্ছি আপনার কবিতা পড়ে। অসাধারণ। সবগুলোই।

শুভেচ্ছা।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:০২

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
কবিতা লিখছি তবে সেগুলো কবিতা হচ্ছে কিনা সে বিষয়ে সন্দেহ আছে।আপনি যেহেতু বলেছেন সেহেতু বলা যায় কিছুটা হলেও কবিতা হচ্ছে।

১১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪২

মোহিত সোহাগ বলেছেন: ভালো লাগলো।

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
মোহিত

১২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

দারুণ লাগল অবৈতনিক ঈশ্বর

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:৪৪

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

ভালো আছেন তো?

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৩৬

ক্লান্ত তীর্থ বলেছেন: পোস্টের শিরোনাম পড়েই মাথা খারাপ! ++

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:৪৩

সকাল রয় বলেছেন:
কবি কবিতা পড়ে মাথা নিশ্চই আউলাইয়া যায় নাই ;)

ভালো আছেন তো?

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: গুচ্ছ কবিতার দল বেশ লাগলো !

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:৪২

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
অভি কবি

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:৩৬

রণজিত্‍ কুমার মহন্ত বলেছেন: অনেক ভালো লাগলো..... অসাধারণ..............

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:৩৯

সকাল রয় বলেছেন: রণজিত্‍ কুমার মহন্ত
ধন্যবাদ

ভালো থাকুন।

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৪:০৪

সায়েদা সোহেলী বলেছেন: গুচ্ছ কবিতায় গুচ্ছ গুচ্ছ অভিনন্দন.

।সবগুলোই ভালো লেগেছে কবি

০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
আমি কিন্তু কবি নই 'ক' বি

১৭| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০২

অদৃশ্য বলেছেন:






খুব সুন্দর হয়েছে সকাল দা... প্রত্যেকটা লিখা আমার চমৎকার লেগেছে...


শুভকামনা...

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন।

১৮| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

নিশাত তাসনিম বলেছেন: অবৈতনিক ঈশ্বর রোজ রাতদিন লক্ষ রেখে যাচ্ছেন
শুধু কপালে হাত ছুয়ে যাই যখন দোরগোড়ায় বিপদ নাচে;
আনন্দখামে অবৈতনিক ব্যক্তিটির ঠায় নেই!
যবনিকায় ম্লানিমা দেখিয়ে
আমরাই যম আমরাই সব।

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

সকাল রয় বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন

১৯| ০৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৬

রাসেলহাসান বলেছেন: বিতিকিচ্ছি জীবন হয় কারো কারো
কোকিলের মতো সৌন্দর্য নিয়ে মুখরা উপহাস
রাত্রিবিধুর বৈঠকে স্বপ্ন ভাঙে ঠাস ঠাস।

সুন্দর!

০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০১

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২০| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

২১| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫০

পাপতাড়ুয়া বলেছেন: হ্যালো সকাল !

শিরোনামটা টেনে এনেছে। সুন্দর। সকাল রয়ের খাতাপাঠও হয়ে গেলো অনেকদিন পর।

বিতিকিচ্ছিরি বানানে গড়বড় আছে একটা। চোখে লাগলো কারণ ঐটাই সবচেয়ে স্পর্শ করল।

ঈশ্বর সব সময় সুন্দর। আমি তাকে পছন্দ করি।

কিন্তু আমার এখন কাজলদেয়া চোখের কান্না দেখতে ইচ্ছে হচ্ছে, পাই কই? :(

২২| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রতিটাই সুন্দর।।

২৩| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০৩

সকাল রয় বলেছেন:
একদম ব্লগে আসেন না এটা ঠিক না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.