নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
স্বাধীনতার জন্য লাশ হয়ে আছি,
এখনও-
হাড়গোড় খোয়া ঠিকানাহীন কঙ্কাল হয়ে তোমাদের নগরে
এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে।
একদিন বুক চিতিয়ে বারুদ নিয়েছিলাম,
একদিন রক্তলাল মিছিল হয়েছিলাম,
একদিন হায়েনাদের সাথে শুয়েছিলাম,
স্বাধীনতা পাবো বলে।
সবুজ গ্রাম বিধবা হয়েছিল,
বলিদানের বলিখাতায় হাত কিংবা পা খুইয়েছিলাম কেউ কেউ।
কুকুর, শকুন টেনে হিচরে ছিঁড়েছিল আমাদের দেহ;
সোমেশ্বরী সেদিন নির্বাক ছিল; তার বুকে ছিল রক্ত জমাট লাশফুল।
এখনও লাশ হয়ে শুয়ে আছি, আমি এবং
সন্তোষ, আরজ আলী, আওয়াল, ছুট্টুনী সহ নাম না জানা আরো অনেকে।
শুয়ে আছি ঘিলুহীন মাথাভর্তি অভিযোগ নিয়ে।
দেখছি-অবহেলা, অনাচার, পদদলিত পতাকা, ভাঙচুর শহীদ মিনার।
চলছে ধর্ষণ, দুর্নীতির বর্ষণ নির্দ্বিধায়
পাথরের চোখ দিয়ে স্বাধীন রক্তাক্ত আকাশ দেখছি।
ইচ্ছে করে মাটি ফুঁড়ে বেড়িয়ে আসি-গর্জে উঠি!
কিন' মাটির শিকল এতটাই মজবুত যে ছিড়ে ফেলার মতো নয়।
ইচ্ছে করে আকাশ কাঁপিয়ে বজ্রনিনাদে বলি,
টিকে থাকুক বাঙলা আমার, টিকে থাকুক স্বাধীনতা।
শুধু-
চাইনা আরেকটা শকুন গেয়ে যাক রাজাকারের গান,
চাইনা জন্মাক আরেকটি রক্তপুরাণ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
সৃষ্টিলগ্ন_
বাইশে মার্চ দুই হাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ
উইলকিংসন রোড, সুসং নগর।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫১
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
বৃষ্টিধারা। ভালো আছেন তো?
২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: অনবদ্য।+।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:১০
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
শরৎ বাবু। ভালো আছেন তো?
৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৯
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ ও অনন্য কবিতায় +++
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৮
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
ভা ই
৪| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: এমন কবিতাগুলোই ইতিহাসের সাক্ষী হয়ে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে !
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৪
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ অভি কবি
৫| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: চিৎকার বিঁধে বিঁধে পড়ুক সবার বুকে। দারুণ।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৭
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
৬| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫১
সাজিদ উল হক আবির বলেছেন: "ইচ্ছে করে মাটি ফুঁড়ে বেড়িয়ে আসি-গর্জে উঠি!" - আসুন দাদা, গর্জে উঠি আরেকবার , আরেকবার, বারবার- যতক্ষণ না বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতা লাভ করে।
কবিতায় ভালো লাগা!
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৬
সকাল রয় বলেছেন: গর্জে উঠে দেখবো রাজাকার দল বেধে আছে
৭| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক ভালো লাগলো, শুভেচ্ছা।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকুন
৮| ২৫ শে মার্চ, ২০১৪ ভোর ৪:৫৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: বাঙালীর তেতাল্লিশ বছরের ইতিকথা, কবিতার পঙক্তিতে তুলে এনেছেন। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কিছুই বাদ দেন নাই। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো দারুণ ভাবে রেখাপাত করেছেন। ভবিষ্যৎ নিয়ে শেষ লাইনে আশাবাদ করলেন। কবিতায় অনুপ্রাসের প্রয়োগ দেখলাম। সব মিলিয়ে অনেক ভালো একটা কবিতা লিখেছেন সকাল দা। কবিতাটি নিয়ে যে পরিশ্রম করেছেন, তা বেশ ভালো ভাবেই টের পাচ্ছি।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৮
সকাল রয় বলেছেন:
যখন লিখছিলাম তখন ভাবছিলাম___ যুদ্ধ নিয়ে যখন লিখব তখন ভাববার দরকার আছে___
ধন্যবাদ
৯| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩২
বৃষ্টিধারা বলেছেন: হুম ভালো আমি ।
আপনি ?
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৪
সকাল রয় বলেছেন: আমিও ভালো
১০| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫
অদৃশ্য বলেছেন:
অনুভব করলাম সকাল দা... আপনি যা অনুভব করেছেন লিখাটির সময় সেটাই যেন অনুভব করলাম... অনেক সুন্দর
শুভকামনা...
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৩
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১১| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০০
এহসান সাবির বলেছেন: চাইনা আরেকটা শকুন গেয়ে যাক রাজাকারের গান,
চাইনা জন্মাক আরেকটি রক্তপুরাণ।
আকাশ কাঁপিয়ে বজ্রনিনাদে বলি,
টিকে থাকুক বাঙলা আমার, টিকে থাকুক স্বাধীনতা।
+++++
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদএহসান
১২| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৫
বোধহীন স্বপ্ন বলেছেন: এখনো লাশ হয়ে শুয়ে আছি...........
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩
সকাল রয় বলেছেন: বৃষ্টি হলেই উঠে দাড়াবো
১৩| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪০
মামুন রশিদ বলেছেন: চাইনা জন্মাক আরেকটি রক্তপুরাণ।
চিরজীবী হোক বাংলাদেশ ।
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
মামুন ভা ই
১৪| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
@ অভি বলেছেনঃ এমন কবিতাগুলোই ইতিহাসের সাক্ষী হয়ে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে !
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ___ ভালো আছেন তো?
১৫| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৫
রোমেন রুমি বলেছেন:
সুন্দর!
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২০
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
১৬| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১:১৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
অনেক নির্ঘুম কষ্ট হয়ত হয় এ শব্দশিল্পের সৃষ্টিতে ৷
ক্ষত হৃদয়াগমবোধের অনুভূতিতে ৷
০৮ ই মে, ২০১৪ রাত ১০:৪৬
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৯
বৃষ্টিধারা বলেছেন: অনেক অনেক ভালো লাগা......