নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

আরো বেশি ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছি

২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩১













এই কি আমার সোনার বাঙলাদেশ?

নাকি এ নতুন কোন দেশ।

এখনও শহীদবেদি রক্তাক্ত হয় আমার ভাইয়ের রক্তে

রক্ত দানব ড্রাকুলার রুপ নিয়ে উৎ পেতে থাকে।

এই কি লাখো শহীদের বাংলা?

না-কি ৭১ এর ঘাতক, রাজাকারের লুণ্ঠিত ভূমি।



শকুন-শয়তানের লেজ আর কতখানি বড় হবে?

আর কতবার মনুষ্যত্ব বিকিয়ে দেবে পাশে দাড়িয়ে থাকা-

আমারি মতো কেউ কেউ।

কবে জাগবে বিবেক?



বাঙালী জাতির পিতা তুমি কাদের ক্ষমা করেছিলে?

একদল রক্তচোষা জারজদের!

কাদের বিশ্বাস করেছিলে?

যারা বাঙলা মায়ের সম্ভ্রম লুট করে নিয়েছিল তাদের।





ঘুমিয়ে আছো রফিক, শফিক, জব্বার ভাষা শহীদরা

ঘুমিয়ে আছে বধ্যভূমিতে সেলিনা, শহীদুল্লা কায়সার, জহির রায়হান, আনোয়ার পাশা,

ঘুমিয়ে থাকে নয়তো মাথার ঘিলু বেড়িয়ে আসবে।

যখন দেখবে সেলুলয়েডের ফিতায় ভন্ড রাজনীতির ভাষন চলে, নোংরা গালিগালাজ,

পতাকায় আগুন, এক পা খোড়া মুক্তিযোদ্ধার ঠায় হয় ফুটপাতে

ঘুমিয়ে থাকো।

জেগে উঠো না তোমরা,

তাহলে আরো বেশি ক্ষত-বিক্ষত হবে আমারি মতো।











::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::





জন্মলগ্ন-

ছাব্বিশে মার্চ দুইহাজর চৌদ্দ

উইলকিংসন রোড

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পতাকায় আগুন, এক পা খোড়া মুক্তিযোদ্ধার ঠায় হয় ফুটপাতে
ঘুমিয়ে থাকো।
জেগে উঠো না তোমরা,
তাহলে আরো বেশি ক্ষত-বিক্ষত হবে আমারি মতো।


দ্রোহময় কবিতায় অনেক ভালোলাগা ! ++

অনেক দিন পরে এলেন..!


কত কিছু ঘটে গেল...!
কত জল ঘোলা হল..!
কত গল্প লেখা হল...!

কত কবিতা অভিমানী হয়ে,
দুঃখ কাঁথায় মুখ লুকালো..!



ভালো থাকুন ।

২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০২

সকাল রয় বলেছেন:
এরপর ______
তবু্ও জীবন অগাধ___ বেঁচে থাকা।
____________________________

অনেকদিন পর পেলাম। আশা করি ভালো আছেন।
অনেক ধন্যবাদ কবিতায় আপনাকে পেলাম।

২| ২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৬

আমিনুর রহমান বলেছেন:





অভিমানী কবিতায় +++

২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৪

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
আমিনুর ভাই

২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৪

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
আমিনুর ভাই

৩| ২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: মাঝে মাঝে আফসোস হয় , প্রশ্ন জাগে !
এমন কেন আমরা ??
কবিতায় ভালোলাগা !

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:০২

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন অভি

৪| ২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০১

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালো লাগা কবিতায়

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৩

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ময়ূররাক্ষী

৫| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:১১

হাসান ফেরদৌস বলেছেন: ঘুমিয়ে আছো রফিক, শফিক, জব্বার ভাষা শহীদরা
ঘুমিয়ে আছে বধ্যভূমিতে সেলিনা, শহীদুল্লা কায়সার, জহির রায়হান, আনোয়ার পাশা,
ঘুমিয়ে থাকে নয়তো মাথার ঘিলু বেড়িয়ে আসবে।

................... সুন্দর

৬| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:১৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি তো বলি আর কত এমন কবিতা লিখলে আমাদের বিবেক জাগ্রত হবে? আমরা কবে আমাদের প্রিয় জন্মভূমিকে মায়ের আসনে বসাতে পারবো?
কবিতা অনেক ভালো লাগলো সকাল দা।

৭| ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৪

হাসান মাহবুব বলেছেন: আপনার অন্য কবিতাগুলোর চেয়ে অপরিপক্ক লাগলো।

৮| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাঙালী জাতির পিতা তুমি কাদের ক্ষমা করেছিলে?
একদল রক্তচোষা জারজদের!
কাদের বিশ্বাস করেছিলে?
যারা বাঙলা মায়ের সম্ভ্রম লুট করে নিয়েছিল তাদের।

সত্যিই কাদের?

৯| ০১ লা এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবে জাগবে বিবেক?.............জাগবে কবে..?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.