নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
ময়মনসিংহ আমার প্রেমের শহর। আমার ইচ্ছের ফুল-পাখি উড়িয়ে দেবার শহর। আমার প্রথম ভেজা চোখে পথচলার শহর। যে শহরে সন্ধ্যে হলেই আলোর ফুল ফোটে, যে শহরে পথে পথে পাপ পায়রার অবাধ বিরচরণ। সেই শহরেই আমার হাত-পায়ে কাটা ফুটেছিল; বিরহের কাটা, যন্ত্রনার কাটা।
তবু এখনও হাত মুঠো করলে তালুতে রোমাঞ্চকর অনুভূতি জাগে।
যে শহরে শত জনমানবের গা-ঘেষা গন্ধে মনের ভেতর আকুলি-বিকুলি। সেই শহরে রেল লাইনেও স্বপ্ন শুয়ে থাকে, প্রেম শুয়ে থাকে, শুয়ে থাকে অবাধ্য অপরিচিত মলিন বেশের বন্ধু পাগল। সেই শহুরে পাগলের মতো আমার প্রেম অনেক অভিমান বুকে চেপেও, ভালোবেসে ছিল এই শহর ময়মনসিংহকে।
_________________________________________
রচনাকাল
একত্রিশে মার্চ দুইহাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ
উইলকিংসন রোড,
সুসং দূর্গাপুর।
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩১
সকাল রয় বলেছেন: ধন্যবাদ দাদা,
ভালো আছেন তো?
২| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: অনুভুতিগুলু সুন্দর
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ পরিবেশ ভাইয়া
৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৯
তাসজিদ বলেছেন: ময়মনসিংহ - প্রাণের শহর।
রহস্যময়তার শহর,
ক্লান্তির শহর
অনুভবের শহর
নতুন করে শুরু করার সাহস যোগানোর শহর।
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩
সকাল রয় বলেছেন: হুম____
মনের ময়মনসিংহ
এখনো জেগে আছে আরেকটা মহাপুরুষের আশায়
৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫
মামুন রশিদ বলেছেন: কাটা ফুটা বেদনার পরেও নিজের শহরের প্রতি অনুভূতি ছুঁয়ে গেল!
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯
সকাল রয় বলেছেন:
তবুও ময়মনসিংহ_ জেগে আছে আমাদের সকল কথার ভার নিয়ে___
ধন্যবাদ মামুন ভাই
৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২
বদরুল খান বলেছেন: ময়মনসিংহ দেখেই লগইন হলাম
নিজের শহরের নাম শুনতে কি যে ভালো লাগে
ধন্যবাদ দাদা।
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫১
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ বদরুল ভাই ডুবে যাবো একদিন স্বপ্ন সমেত ব্রম্মপূত্রের তীরে___
৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩
আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,
সবার মাঝেই একটি অভিমানী কিশোর থেকে যায় বোধহয় । কিছু যেন গেছে খোয়া, এমোন চিন্চিনে ব্যথা একশো চার জ্বর নিয়ে তার অন্দরে ঘাপটি মেরে থাকে ।
তাই রেল লাইনেও তার স্বপ্ন শুয়ে শুয়ে জিরোয় । প্রেম এসে কেবল ছুঁয়ে যায় তাকে । তারপরে হারিয়ে যায় রেললাইন ধরে ..... হেই.....সুদুরে ।
তখনই হাতের মুঠোয় অবিকল ছেলেবেলার শহর উঠে আসে ।
শুভেচ্ছান্তে ।
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৫
সকাল রয় বলেছেন:
উঠে আসে ফেলে আসা সেই যেখানে হেরেছি বহুবার খেলার ছলে কারো সাথে বা কারোদের সাথে। আমি এখনও অবিকল ঘুরে বেড়াই সেই একাকী পাগলের মতো যেখানে শুয়ে ছিল আমার সমস্ত ক্ষত। আমি থেকে যাই, রেখে যাই অনেক কিছু যেসব একদিন কল্পনায় ছিল।
অনেক অনেক ধন্যবাদ ব্রাদার___ কথা হবে এভাবেই পথে কিংবা পাতায়
৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩
ইমাম হাসান রনি বলেছেন: নিজ শহরের নাম শুনলেই ভাল লাগে
১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভা ই
৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! নিজের জেলা শহরকে নিয়ে চমৎকার ভাবে অনুভূতিগুলোকে বিমূর্ত করে তুলেছেন !
১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৫
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ অভি কবি___একদিন কুমিল্লা নিয়েও লিখব
৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০০
AlaminMeh বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৬
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
১০| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমারও প্রিয় শহর। এক বন্ধুর সুবাধে বেশ কয়েকবার যাওয়া হয়েছে। আমার খুব ভালো লেগেছে।
১১| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার একটা জায়গা। দুইএকবার গিয়েছি, ভাল লেগে গেছে।
১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৬
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
১২| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনুভূতিগুলো ভাল লাগল।
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস ওয়ান!
আমি আপনার লেখার একজন নিয়মিত পাঠক!
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩১
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই প্রীত হলুম
১৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪২
হাসান মাহবুব বলেছেন: ময়মনসিংহে একবার গেসিলাম। ভালো লাগসে।
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৬
সকাল রয় বলেছেন: আবার আসবেন দেখা হয়ে যাবে।
১৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৯
অদৃশ্য বলেছেন:
চমৎকার লিখা সকাল দা... খুবই ভালো লেগেছে আমার...
আপনার প্রিয় ময়মনসিংহে আমি অনেকবারই গেছি... আর গারো পাহার আমাকে সবসময়ই টানে...
শুভকামনা...
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯
সকাল রয় বলেছেন:
আবার এলে চলেআসবেন।।একদিনআড্ডা দেয়া যাবে। আমি যদিও ময়মনসিঙহ থাকিনা
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৩
হাসান ফেরদৌস বলেছেন: চমৎকার