নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
পবিত্র
কেউ একজনকে টপকে সিড়ি ভাঙতে হয়
মন এবং মসজিদ ভাঙা সমান কথা নয়
কারো একজনের মন-ভাঙা তেমন কঠিন নয়
তাতে কলুষিত হবার ভয় কম-
মসজিদ বড় পবিত্র জিনিস
তাতে হাত উঠলে মনুষ্যত্ব থাকেনা।
_____________________
কি
আটপৌরে সজ্জিত এই আমি-
রোজ ধার করে বাতাস খেয়ে বাঁচি
কি এমন আছে?
কেন তবে অতটা অহঙ্কার ঠোঁটে ঝুলিয়ে রাখি।
_______________________
পাপতরু
লুকিয়ে রাখি পাপতরু এবং তোমাকে-
হারিয়ে ছিলেম একটি অচল পয়সা,
সে ব্যাথা এখনও কয়লা হয়ে আছে
শুনেছি ভাগ্যরেখা ললাটে থাকে,
তুমি একদিন ললাটে ঠোঁট ছুঁইয়ে ছিলে
সেই থেকে সব হাওয়া।
পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে কয়লাখানি, ফেরাবার কেউ নেই
হারিয়ে ফেলেছি অচল পয়সা।
___________________________________
সবার কাছেই ভিষন ভাবে লজ্জিত। সময়ের অভাবে কারো লেখাই পড়তে পারছিনা কিন্তু অগোচরে পোষ্ট দিয়ে যাচ্ছি।
১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৬
সকাল রয় বলেছেন: ধন্যবাদ বন্ধু প্রীতম___ আনন্দ পেলুম
২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯
বাংলার নেতা বলেছেন: সুন্দর হয়েছে! শুভকামনা....!
১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৯
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ নেতাজী___
৩| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো কবি !
পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে কয়লাখানি, ফেরাবার কেউ নেই
হারিয়ে ফেলেছি অচল পয়সা।
১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
সকাল রয় বলেছেন: হারিয়ে ফেলেছি____সেই কবে___
৪| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭
আরজু পনি বলেছেন:
শুনেছি ভাগ্য রেখা ললাটে লেখা থাকে...
এই কবিতাটা বেশি ভালো লাগলো ...
শুভেচ্ছা রইল সকাল ।।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ পানি আরজু আপু
৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
শেষেরটা দারুন লাগল।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ কান্ডারি ভাই
৬| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কি এমন আছে?
কেন তবে অতটা অহঙ্কার ঠোঁটে ঝুলিয়ে রাখি।
আসলেই তাই !!
তবু সে অহঙ্কারকে কুর্নিশ জানাই !!
ভালো থাকুন ।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৪
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
লজ্জিত আমি কিছুতেই সময় করে উঠতে পারছিনা।
৭| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৯
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৬
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ+++
৮| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩০
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে । প্রথম কবিতাটা বেশি ভাবিয়েছে ।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২০
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই
৯| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫০
সাজিদ উল হক আবির বলেছেন: তিনটে কবিতাই বেশ লাগলো সকাল দা!
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২১
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই
১০| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগলো কবি। ++++++++
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থেকো
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থেকো
১১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬
বোধহীন স্বপ্ন বলেছেন: তিনটা কবিতাই হৃদয় ছুয়ে গেল।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫
সকাল রয় বলেছেন: ধন্যবাদ স্বপ্ন ভাই
১২| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১
জাহাঙ্গীর.আলম বলেছেন: কথা হবে পথে বা পাতায় ৷ সুন্দর থাকবেন কবি ৷
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৯
সকাল রয় বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
১৩| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২১
বিদ্রোহী বাঙালি বলেছেন: তিনটা কবিতাই ভালো লাগলো সকাল দা। তবে পাপতরু সবচেয়ে বেশী ভালো লাগলো। দেখি না কেন ইদানীং? মাঝে মাঝে কোত্থেকে এসে উঁকি দিয়ে আবার হাওয়া হয়ে যান। বেশী ব্যস্ত নাকি?
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৮
সকাল রয় বলেছেন:
কাজ নিয়ে সময় চলে যাচ্ছে___ মাঝে মাঝে লিখি
নিয়মিত হতে পারছিনা। সে জন্য খারাপ লাগে।
ধন্যবাদ
দেখা হবে এভাবেই
১৪| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭
সকাল রয় বলেছেন: ধন্যবাদ কবি
১৫| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: 'পবিত্র' কবিতাটি তেমন পরিপক্ক মনে হয়নি। 'কি' মোটামুটি। তবে 'পাপতরু' বেশ লাগলো।
ও ভাগ্যরেখা যতদূর জানি, হাতেই থাকে। আর কপালে থাকে আয়ুরেখা। আয়ুরেখা হাতেও থাকে। আর আমরা যে বলি- কি কপাল নিয়ে জন্মেছে দেখো?- সেটা ভাগ্যকেই নির্দেশ করে। কিন্তু সেটা কপালের উন্নত বা অনুন্নত দেখে বোঝা যায়। কপালে যে রেখা থাকে তা আয়ুকে নির্দেশ করে। (এটা কবিতার আলোচনার বাইরের কথা।)
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৬
সকাল রয় বলেছেন: ভাগ্যরেখার জায়গায় হবে ভাগ্যলেখা।
কথিত কথামালা থেকে সহজে বেড়িয়ে এসে পবিত্র কবিতাটি লিখতে চেয়েছিলাম। কি লেখাটা প্রশ্নবান। মনে এলো লিখে নিলাম। আগে বড় কবিতা লিখতাম এখন সময়ের বেশ অভাব সে জন্য ছোট লিখি।
ধন্যবাদ অনেক ভালোলাগলো
১৬| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভাগ্যরেখার জায়গায় ভাগ্যলেখা হলে, আপনার লাইনটি একটু পরিবর্তন করতে হতে পারে। যেমনঃ
শুনেছি ললাটে ভাগ্যলেখা থাকে,
শুনেছি ভাগ্যলেখা ললাটে থাকে, - এটা তেমন মানাচ্ছে না।
ভালো থাকুন। সব সময়।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫০
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ সজীব ভাই
১৭| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৪
লাবনী আক্তার বলেছেন: পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে কয়লাখানি, ফেরাবার কেউ নেই
হারিয়ে ফেলেছি অচল পয়সা।
দারুন কবিতা!!
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ মেঘবতী___আপনাকে দেখে ভালো লাগলো খুব
১৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫০
নিশাত তাসনিম বলেছেন: আটপৌরে সজ্জিত এই আমি-
রোজ ধার করে বাতাস খেয়ে বাঁচি
কি এমন আছে?
কেন তবে অতটা অহঙ্কার ঠোঁটে ঝুলিয়ে রাখি।
সুন্দর ।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই
১৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৪
মাহবুবুল আজাদ বলেছেন: Click on this সাহিত্য আড্ডায় আপনার লেখা
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ দাদা
কৃতজ্ঞতা
২০| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৭
অদৃশ্য বলেছেন:
খুব ভালো লাগলো সকাল দা...
শুভকামনা...
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০২
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর