নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

মন-ময়মনসিংহ-২ ♠♠

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩







♠♠



এই শহরে পাপ ও প্রেম পাশাপাশি উত্তাপ ছড়ায়। নর ও নারী ব্যাপৃত জন্মাবধি এই শহরে গলিতে প্রেম ও পাপে। প্রেমকথা ইট পাথরের মতো পড়ে থাকে। পড়ে থাকে, বেবুশ্যে ও উন্মাদ। রাগবৃষ্টির একটানা বর্ষণেও ক্লান্ত হয়না যুগল এমনকি লোলুপ একক চরিত্রগুলোও।



একদা প্রেম ছিল উর্বর জমির মতো, শুধু ফসলেই আনন্দ শোভা পেত। ঘটি-বাটির মতো অন্দর এমনকি বাহিরেও ব্রহ্মপুত্রের যৌবন ছিল, ঢেউ ছিল, গভীরতা ছিল। কিন্তু প্রেম ও পাপের অবাধ ভ্রুণ হত্যার লীলা খেলায় অভিশপ্ত হয়ে ক্রমশই বুকের ব্যাথায় পিঠ উচিয়ে তুলেছে উন্মত্ত নদ।

যে শহরে প্রেম ও পাপ পাশাপাশি হাসাহাসি করে, সে শহরে কুয়াশাও সম্ভ্রম হারায় অসভ্য প্রহারে। অগনিত কৌমার্য হাসিমুখে হরণ করে দাড়িয়ে আছে প্রেমের শহর, পাপের শহর ময়মনসিংহ।





জাগ্রত এ শহরে একটা স্মৃতিময়তা প্রেম বটবৃক্ষ ব্রহ্মপুত্রের ধারে স্বাক্ষী হয়ে আজো দাড়িয়ে আছে। আজও প্রেম ও পাপ শুয়ে আছে পাশাপাশি এই শহরে।











_________________________________________

রচনাকাল

এপ্রিল-২০১৪

ব্রহ্মপুত্র ভ্যালী

ময়মনসিংহ

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

মামুন রশিদ বলেছেন: চমৎকার লাগলো ।


নাহ, এবার ময়মনসিংহে গেলে আপনার সাথে দেখা করতেই হবে ।

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭

সকাল রয় বলেছেন: আমি তো ময়মনসিংহ থাকি না। আমি ময়মনসিংহ আসি মাঝে মাঝে কাজে____একদিন চলে আসবেন কোন এক শুক্রবারে দেখা হয়ে যাবে।

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

ঢাকাবাসী বলেছেন: চমৎকার!

৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

ঢাকাবাসী বলেছেন: চমৎকার!

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ দাদা

৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১২

মেহেদীডেভিড বলেছেন: যে শহরে প্রেম ও পাপ পাশাপাশি হাসাহাসি করে, সে শহরে কুয়াশাও সম্ভ্রম হারায় অসভ্য প্রহারে। অগনিত কৌমার্য হাসিমুখে হরণ করে দাড়িয়ে আছে প্রেমের শহর, পাপের শহর ময়মনসিংহ।
শুধু বট বৃক্ষ কেন- বক্ষ্রপুত্র নদীর ওপাড় কৃষি ‍বিশ্ববিদ্যলয়ের নদীর ওপার নৌকা ভ্রমন ...........তো আর কি বলব ?

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩

সকাল রয় বলেছেন:
হুম
তারপরও তো জীবন

৫| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অগনিত কৌমার্য হাসিমুখে হরণ করে দাড়িয়ে আছে
প্রেমের শহর, পাপের শহর ময়মনসিংহ।


দারূন এবং দারূনভাবে ছুঁয়ে গেল আপনার অনুভূত
নৈমিত্তিক ধোয়ায় কালো হয়ে যাওয়া শহরের কবিতা...!

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৯

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ____
সব কিছুর ভীড়ে___জেগে আছে জাগ্রত ময়মনসিংহ___যেন এক চেনা শহর।


ভালো থাকবেন

৬| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩

লাবনী আক্তার বলেছেন: ভীষণ ভালো লিখেছেন। সবসময়ই আপনি চমৎকার লিখেন।


ময়মনসিংহ আমার প্রিয় একটি জায়গা। কত স্মৃতি যে মিশে আছে এই প্রানে।


১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৮

সকাল রয় বলেছেন: একদিন চলে আসুন ______কথা হবে

৭| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: এই শহরে পাপ ও প্রেম পাশাপাশি উত্তাপ ছড়ায়।

সব শহরেই আছে সকাল দা। কথাগুলো খুব ভালো লাগলো। আপনার মন-ময়মনসিংহ কবে যাবো ভাবছি। অপেক্ষায় থাকুন, একদিন হুট করে চলে আসবো কিন্তু।

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৬

সকাল রয় বলেছেন:
একদিন চলে আসুন না। অনেকক্ষন আড্ডা দেয়া যাবে।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: দেশে আসলে অবশ্যই আসবো সকাল দা। প্রিয় মুখগুলো দেখার জন্য উদগ্রীব হয়ে আছি।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩

সকাল রয় বলেছেন: অবশ্যই দেখা হয়ে যাবে

৯| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১০| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮

নিশাত তাসনিম বলেছেন:


+

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

সকাল রয় বলেছেন: :D

১১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার লাগল।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১২| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার কবি !

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৩

সকাল রয় বলেছেন: স্বপ্নবাজ অভি

অনেক ধন্যবাদ

১৩| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল +++

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬

সকাল রয় বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.